এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়লেন দুই মোটরসাইকেল আরোহী, একজনের মৃত্যু
Published: 26th, April 2025 GMT
মুন্সিগঞ্জের শ্রীনগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী।
নিহত যুবকের নাম মো. আলীমুল (২৩)। তিনি রংপুরের বাসিন্দা। আহত ব্যক্তির নাম আবদুর রহমান (২২), তাঁর বাড়ি ফরিদপুরে। রাজধানীর মুগদা এলাকায় তাঁরা একসঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তাঁরা দুজনেই শ্রমিক ও পরস্পরের বন্ধু।
হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় বাসে করে আবদুর রহমানের গ্রামের বাড়ি ফরিদপুরে যান তাঁরা। রাতের দিকে মোটরসাইকেলে করে তাঁরা মুগদার উদ্দেশে রওনা দেন। রাত আড়াইটার দিকে শ্রীনগরের হাঁসাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তাঁরা দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মাদারীপুরের শিবচরের বাসিন্দা উজ্জ্বল প্রথম আলোকে বলেন, তিনি এক্সপ্রেসওয়ে দিয়ে ঢাকায় যাচ্ছিলেন। হাঁসাড়া এলাকায় এসে সড়কের ওপর দুই যুবককে পড়ে থাকতে দেখেন। তাঁদের শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানান।
শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, রাত পৌনে তিনটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করা হয়। একজন ছিলেন অচেতন, অন্যজন গুরুতর আহত। তাঁদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মারজিয়া মাহবুব প্রথম আলোকে বলেন, আলীমুলকে মৃত অবস্থায় আনা হয়। আহত আবদুর রহমানের অবস্থাও গুরুতর ছিল। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানী প্রথম আলোকে বলেন, লাশ থানায় আছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ র নগর
এছাড়াও পড়ুন:
সংগীতশিল্পী দীপ মারা গেছেন
রাস্টফ ব্যান্ডের ভোকাল আহরার মাসুদ মারা গেছেন। সেমাবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভক্তদের কাছে দীপ নামে পরিচিত ছিলেন আহরার মাসুদ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। তবে এ শিল্পীর মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
আরো পড়ুন:
৫০ শয্যার থানচি হাসপাতাল চলছে একজন চিকিৎসকে
সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা
রাস্টফ ব্যান্ডের ফেসবুক পেজে দীপের মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়, “এমন এক বেদনাদায়ক মুহূর্তে সঠিক শব্দ খুঁজে পাওয়া বা কোনো শব্দ খুঁজে পাওয়া—প্রায় অসম্ভব। প্রিয় ভোকালিস্ট, বন্ধু ও সহযাত্রী আহারার ‘দীপ’ মাসুদের মৃত্যুসংবাদ আমাদের স্তম্ভিত করেছে। আমরা শোকে ভেঙে পড়েছি, এখনো অবিশ্বাসের ভেতর ডুবে আছি। গত রাতেই তিনি আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন।”
দীপের শূন্যতা ব্যাখ্যা করে লেখা হয়, “তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আমাদের অন্তরের সমবেদনা ও প্রার্থনা। আপনাদের মতো আমরাও এই অপূরণীয় ক্ষতি বোঝার চেষ্টা করছি, চেষ্টা করছি দীপের অসাধারণ প্রতিভাকে সম্মান জানাতে এবং তার চেয়েও বড় কথা—মানুষ হিসেবে তিনি আমাদের কাছে যে অমূল্য ছিলেন, তাকে স্মরণ করতে। এই কঠিন সময়ে সবার কাছে অনুরোধ, দয়া করে পরিবার ও কাছের মানুষদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন এবং তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। শান্তিতে ঘুমাও, দীপ। তোমার শূন্যতা চিরকাল বেদনাময় হয়ে থাকবে।”
তরুণদের কাছে জনপ্রিয় আরেকটি ব্যান্ড পাওয়ারসার্চও দীপের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, “স্মরণ করছি আহরার মাসুদ দীপকে। কিছুক্ষণ আগে আমরা হারিয়েছি আমাদের প্রিয় ভাই, ঘনিষ্ঠ বন্ধু এবং এক সত্যিকারের শিল্পীকে। এক্লিপস, কার্ল, ক্যালিপসো ও সবশেষ রাস্টফ ব্যান্ডের অবিস্মরণীয় কণ্ঠ আহরার মাসুদ দীপ আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
পাওয়ারসার্চ আরো লেখেন, “আহরার মাসুদ দীপ শুধু একজন ভোকালিস্টই ছিলেন না, তিনি ছিলেন শক্তি, সৃজনশীলতা আর আবেগের প্রতীক, যিনি তার চারপাশের সবাইকে অনুপ্রাণিত করেছেন; একই সাথে তার অত্যন্ত নমনীয় ব্যবহার, যা সবাইকে তাঁর শুভাকাঙ্ক্ষীই করে ফেলত! শান্তিতে থাকো ভাই, তুমি সব সময় আমাদের গল্পের অংশ হয়ে থাকবে।”
ঢাকা/শান্ত