বন্দরে সমবয়সীদের সাথে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে সিয়াম (৬) নামে এক শিশু মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায়  বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধ এলাকায় এ ঘটনাটি ঘটে। 

নিহত শিশু সিয়াম বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধ ডাক বাংলা এলাকার জনৈক সুলতান মিয়ার বাড়ি ভাড়াটিয়া ও উক্ত  এলাকার শিমুল মিয়ার ছেলে।

প্রত্যেক্ষদৃশি ও সমবয়সীরা জানান, শুক্রবার দুপুরে শিশু সিয়াম তার সমবয়সী বন্ধুদের সাথে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নামে। সিয়াম সাঁতার না জানার কারনে গভীর পানিতে তলিয়ে যায়। 

ওই সময় সিয়ামের বন্ধুরা ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে দুপুর ১টায় ব্রহ্মপুত্র নদী থেকে শিশু সিয়ামকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষনা করে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ