২০১৪ সালে ‘সিটি লাইটস’ ছবির মাধ্যমে বলিউডে নাম লেখান পত্রলেখা। প্রথম ছবিতেই দারুণ প্রশংসিত হয় তাঁর অভিনয়। গত শুক্রবার মুক্তি পাওয়া ‘ফুলে’ ছবিতে প্রভাবশালী নারী ‘সাবিত্রীবাই ফুলে’ চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় তিনি। ভারতে লিঙ্গসমতা এবং নারীবাদী আন্দোলনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সাবিত্রীবাই ফুলে। তবে আজও লিঙ্গবৈষম্য আছে বলে মনে করেন পত্রলেখা।
এ ছবির মুক্তি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিনেত্রী বলেন, ‘একটা মেয়ে হিসেবে আমিও এই সমস্যার মধ্য দিয়ে গিয়েছি। ছোটবেলা থেকেই আমি এই সবকিছু দেখেছি। অবশ্যই সেই অসমতা আজও আমাদের সমাজে আছে। আমার বিশ্বাস, একজন শক্তিশালী মা-ই পারেন পরিবর্তন আনতে। তিনিই পারেন তাঁর ছেলেকে শেখাতে যে নারী-পুরুষ সমান। নিজের বাড়ি থেকে এর শুরু হওয়া প্রয়োজন।
আমি যা আমার বাড়িতে দেখে এসেছি। আমার বাবা-মা শুরু থেকেই এ চিন্তাভাবনায় বিশ্বাসী ছিলেন যে আমাদের দুই বোনকে যা দেওয়া হবে, আমাদের ভাইকে তা-ই দেওয়া হবে। জামাকাপড়, পড়াশোনা থেকে খাবারদাবারের ক্ষেত্রেও বাবা-মা সমতা রেখেছেন। কিন্তু বাড়ির বাইরে আমি অসমতা দেখেছি। মেয়ে হওয়ার দরুন আমাকে অনেক ইভ টিজিং সহ্য করতে হয়েছে।’
পত্রলেখা। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে প্রাথমিকভাবে বিএনপি নেতা ফজলুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি।
মির্জা ফখরুল বলেন, ‘‘আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ভোটের মাঠে লড়বেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে, ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে।’’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব