ফেসবুকে আপত্তিকর তথ্য প্রচার, কোটি টাকার মানহানির মামলা
Published: 28th, April 2025 GMT
কুমিল্লায় ফেসবুকে আপত্তিকর তথ্য প্রচারের অভিযোগে এক কোটি টাকার মানহানি এবং হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। রোববার দুপুরে কুমিল্লার ৪ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার মো. আবুল খায়ের। মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলি দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
মো.
মামলায় অভিযোগ করা হয়, শাহিন আলম শাহিন নামে ওই ব্যক্তি দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার সাংবাদিক আবুল খায়েরকে নিয়ে আপত্তিকর তথ্য প্রচার করেন। এ ঘটনার নেপথ্যে একটি চক্র কাজ করছে বলে অভিযোগ করা হয়। চক্রটি ওই সাংবাদিকের ওপর হামলা এবং তাকে হত্যার চেষ্টা করছে বলেও মামলায় উল্লেখ করা হয়।
মামলার কৌঁসুলি অতিরিক্ত পিপি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন সমকালকে বলেন, শাহিন আলম শাহিন নামে একটি ফেসবুক আইডি থেকে সাংবাদিক আবুল খায়েরের বিরুদ্ধে মানহানিকর কুরুচিপূর্ণ আপত্তিকর লেখা প্রকাশ করেছে, যা দেশের প্রচলিত আইন অনুসারে অপরাধযোগ্য। আদালত মামলাটি আমলে নিয়েছে। আমরা এক কোটি টাকার মানহানি হয়েছে মর্মে মামলা দায়ের করেছি। এ ছাড়াও তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। আদালত অভিযোগটি তদন্ত করে দেবিদ্বার থানার ওসিকে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
তবে শাহীন আলম বলেন, আমি জেনে বুঝে ও প্রমাণ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছি। মামলায় বিচলিত নই। আইনিভাবে মোকাবিলা করবো।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ
তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?
সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’
এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’
আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫