নরসিংদীর শিবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নরসিংদী শহরের ভেলানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান শিবপুর মডেল থানার ওসি মো. আফজাল হোসাইন।
শেখ কামাল হোসেন শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের মৃত শেখ মফিজ উদ্দিনের ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের শিবপুর উপজেলার সাবেক সভাপতি।
আরো পড়ুন:
৩ ইউপি সদস্যকে পুলিশে দিল জনতা
বরগুনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ওসি আফজাল হোসাইন জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন শেখ কামাল হোসেন। গোপন সূত্রে খবর পেয়ে নরসিংদী পৌর শহরের ভেলানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ত্রাস দমন আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
ঢাকা/হৃদয়/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা, আপনার আসনে কে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পেয়েছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
ঢাকায় বিএনপির মনোনয়ন পেলেন যারা
ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস
দেখে নিন আপনার আসনে বিএনপির প্রার্থী কে
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ