অন্তর্বর্তী সরকারও মালিকদের স্বার্থ রক্ষা করছে: সিপিবির সভাপতি
Published: 1st, May 2025 GMT
আগের সরকারগুলোর মতো বর্তমান অন্তর্বর্তী সরকারও মালিকদের স্বার্থ রক্ষা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহ আলম। চব্বিশের গণ-অভ্যুত্থানের পরও দেশে অনেক পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকেরা কাজ করেও বেতন পাচ্ছেন না, মালিকেরা তাঁদের রাস্তায় ঠেলে দিচ্ছেন। গ্যাস-বিদ্যুতের অভাবেও কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার মহান মে দিবস উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনের সামনে সিপিবি আয়োজিত সমাবেশে দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম এ কথা বলেন। এ সময় ১৮৮৬ সালে মহান মে দিবসে শিকাগোর বীর শহীদ শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
সিপিবির সভাপতি শাহ আলম সমাবেশে সভাপতিত্ব করেন। তিনি বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পরও দেশে অনেক পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। শ্রমিকেরা কাজ করেও বেতন পাচ্ছেন না, মালিকেরা তাঁদের রাস্তায় ঠেলে দিচ্ছেন। দেশে ছয় লক্ষাধিক আউটসোর্সিং শ্রমিক-কর্মচারী রয়েছেন। তাঁদের চাকরির নিশ্চয়তা নেই, সংগঠন করার অধিকার নেই। তাঁদের শ্রম আইনের আওতার বাইরে রাখা হয়েছে, যা গর্হিত অপরাধ। তিনি বলেন, আগের সরকারগুলোর মতো বর্তমান অন্তর্বর্তী সরকারও মালিকদের স্বার্থ রক্ষা করছে। গ্যাস-বিদ্যুতের অভাবেও কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। ৩০ হাজার টাকা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে। কারখানায় শ্রমিকদের জন্য রেশনিং ও বাসস্থানের ব্যবস্থা করতে হবে। ছাঁটাই-নির্যাতন, হামলা-হামলা ও শ্রমিক হয়রানি বন্ধ করতে হবে।
সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবিবের সঞ্চালনায় আরও বক্তব্য দেন দলের সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি মাহাবুব আলম, শ্রমিকনেতা মন্টু ঘোষ প্রমুখ। সমাবেশের পর মিছিল বের করে সিপিবি। মিছিলটি পল্টন এলাকা প্রদক্ষিণ করে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।
আরো পড়ুন:
যে আসন থেকে লড়বেন তারেক রহমান
২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, ৩টি আসনে লড়বেন খালেদা জিয়া
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়।
এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ঢাকা-৮ আসনের সম্ভ্যাব্য প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।”
মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।”
বিএনপি মহাসচিব বলেন, “দিনাজপুর-৩ থেকে আগামী নির্বাচনে অংশ নেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকেও লড়বেন তিনি।”
সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ