বিশ্বের প্রায় ১০০টি দেশে বসবাসকারী আইফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে ‘মার্সেনারি’ নামের স্পাইওয়্যার হামলা হতে পারে বলে সতর্ক করেছে অ্যাপল। এই স্পাইওয়্যার হামলা নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে হতে পারে বলে আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি।

অ্যাপলের তথ্যমতে, ব্যক্তিগত বা পেশাগত পরিচয়ের কারণে স্পাইওয়্যার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন অনেকেই। এর ফলে সাংবাদিক, মানবাধিকারকর্মী, রাজনৈতিক নেতা বা সমাজে প্রভাবশালী ব্যক্তিরা স্পাইওয়্যার হামলার শিকার হতে পারেন। স্পাইওয়্যার হামলার সময়কাল সীমিত হলেও এর প্রভাব হতে পারে ভয়াবহ।

আরও পড়ুনফোনে আড়ি পাতা অ্যাপ থাকলে বুঝবেন যেভাবে৩১ জানুয়ারি ২০২৪

স্পাইওয়্যার মূলত একধরনের ম্যালওয়্যার, যা ফোনের তথ্য চুরি করে সাইবার অপরাধীদের কাছে পাঠাতে পারে। তাই স্মার্টফোনে আড়ি পাততে সক্ষম অ্যাপ বা স্পাইওয়্যারের সাহায্যে নির্দিষ্ট ব্যক্তির অনলাইন বা দৈনন্দিন কার্যক্রমে নজরদারি করে থাকে সাইবার অপরাধীসহ বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান। এ কারণে সব আইফোন ব্যবহারকারীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে অ্যাপল।

আরও পড়ুনস্মার্টফোনের মাইক্রোফোন কি গোপনে আপনার কথা শুনছে? পরীক্ষা করবেন যেভাবে২২ নভেম্বর ২০২৪

মার্সেনারি স্পাইওয়্যার হামলা থেকে রক্ষা পেতে আইফোনে থাকা সব সফটওয়্যার নিয়মিত হালনাগাদের পাশাপাশি সর্বশেষ নিরাপত্তা সুবিধাগুলো চালুর পরামর্শ দিয়েছে অ্যাপল। এ ছাড়া আইফোনে শক্তিশালী পাসকোড ব্যবহার, অ্যাপল আইডিতে টু ফ্যাক্টর অথেনটিকেশন সুবিধা চালুসহ অপরিচিত ব্যক্তিদের পাঠানো কোনো লিংকে ক্লিক না করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র অ য পল আইফ ন

এছাড়াও পড়ুন:

৮ ঘণ্টা পর দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেতর দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

ফেরত দেওয়া বাংলাদেশিরা হলেন, বগুড়া জেলার মহাস্থান গড় বকুল তলা এলাকার সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম (২২) ও পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমানপুর গাটিয়ারভিটা এলাকার মোস্তাফিজ হোসেনের ছেলে মাহফুজ ইসলাম ইমন (১৬)। তারা সম্পর্কে মামা-ভাগিনা।

শুক্রবার ৮ ঘণ্টা পর রাত দুইটার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, শুক্রবার সন্ধ্যায় আন্তর্জাতিক সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার এলাকায় কাঁটাতারের বেড়ার এপাশে থাকা ভারতীয় চা বাগানে টিকটকের ভিডিও বানানোর সময় ওই দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে বিজিবির আহ্বানে তাদের ফেরত দিতে সম্মত হয় বিএসএফ।

ইমন ও সাজেদুলের উদ্ধৃতি দিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, বিএসএফ ওই দুজনের সঙ্গে কোনো দুর্ব্যবহার করেনি। দেশে আসার পর তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ