কাশ্মীরে হত্যাকাণ্ড সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে বলে মন্তব্য করেছেন ঢাকায় দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, এই হত্যাকাণ্ড আমাদের সামগ্রিক চৈতন্যে নাড়া দিয়েছে। এটা আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের অভিশাপকে শেষ করে দিতে আমাদের সংগ্রামের অঙ্গীকারকে আরও পাকাপোক্ত করেছে।

গত ২২ এপ্রিল কাশ্মীরে হামলায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে শুক্রবার হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে প্রণয় ভার্মা এসব কথা বলেন।

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে গত ২২ এপ্রিল ওই হামলায় ২৬ জন নিহত হন। হামলার ক্ষেত্রে পাকিস্তান সন্ত্রাসীদের সহযোগিতা করেছে বলে ভারতের অভিযোগ।

হামলার পর দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কে আরও অবনতি ঘটে। তারা কূটনৈতিক সম্পর্ক সীমিত করে ফেলে; একে অপরের নাগরিকদের  বিতাড়িত করাসহ দ্বিপক্ষীয় নানা চুক্তিও স্থগিত হয়ে যায়।

আয়োজনের কথা তুলে ধরে ফেসবুক পোস্টে হাইকমিশন জানিয়েছে, হামলায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন একটি ভাবগাম্ভীর্যপূর্ণ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে।

হাইকমিশন জানায়, হাইকমিশনার প্রণয় ভার্মার পাশাপাশি ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীও সে আয়োজনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প রণয় ভ র ম

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ