‘বহু বছর পর ভোট দিলাম বেঁচে থাকলে আবার দেব’
Published: 3rd, May 2025 GMT
কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের পুকুরিয়া উজিয়াখালী খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচন হয়েছে। গতকাল শনিবার ৯০ বছর বয়সী সাহেরা বেগম নাতির হাত ধরে জনতা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে হাজির হন। বয়সের ভারে ন্যুব্জ হলেও ভোটাধিকার প্রয়োগে তাঁর উদ্দীপনা ছিল প্রশংসনীয়।
ভোট দিয়ে বেরিয়ে উচ্ছ্বসিত সাহেরা বেগম বলেন, ‘বয়স অনেক হইছে, কিন্তু ভোট দেওন থাইকা পিছাই না। বহু বছর পর ভোট দিতে পারলাম। বেঁচে থাকলে আবার ভোট দিব।’
গতকাল শনিবার দুপুরের দিকে ভোট দেন সাহেরা বেগম। তাঁর নাতি জুবায়েল মিয়া জানান, তাঁর দাদি সকালেই ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। তাঁর ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে কেন্দ্রে নিয়ে যান।
পুকুরিয়া উজিয়াখালী খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ হাজার ৪৪৪ জন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটারদের অংশগ্রহণ ছিল সন্তোষজনক।
ছাতা প্রতীক নিয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফজলুল হক ও চাকা প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আব্দুল্লাহ ওরফে রুবেল মিয়া। এ ছাড়া সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও ছয় সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল