কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের পুকুরিয়া উজিয়াখালী খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচন হয়েছে। গতকাল শনিবার ৯০ বছর বয়সী সাহেরা বেগম নাতির হাত ধরে জনতা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে হাজির হন। বয়সের ভারে ন্যুব্জ হলেও ভোটাধিকার প্রয়োগে তাঁর উদ্দীপনা ছিল প্রশংসনীয়।
ভোট দিয়ে বেরিয়ে উচ্ছ্বসিত সাহেরা বেগম বলেন, ‘বয়স অনেক হইছে, কিন্তু ভোট দেওন থাইকা পিছাই না। বহু বছর পর ভোট দিতে পারলাম। বেঁচে থাকলে আবার ভোট দিব।’
গতকাল শনিবার দুপুরের দিকে ভোট দেন সাহেরা বেগম। তাঁর নাতি জুবায়েল মিয়া জানান, তাঁর দাদি সকালেই ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। তাঁর ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে কেন্দ্রে নিয়ে যান।
পুকুরিয়া উজিয়াখালী খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ হাজার ৪৪৪ জন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটারদের অংশগ্রহণ ছিল সন্তোষজনক।
ছাতা প্রতীক নিয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফজলুল হক ও চাকা প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আব্দুল্লাহ ওরফে রুবেল মিয়া। এ ছাড়া সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও ছয় সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

খুলনা বিশ্ববিদ্যালয়ে এমবিএ ও এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামে ভর্তির সুযোগ

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিনে ২০২৪-২৫ সেশনে দ্বিতীয় ব্যাচে ইভিনিং এমবিএ ও এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

ইভিনিং ও এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের বিস্তারিত

ইভিনিং এমবিএ ২০২৪-২৫ (২য় ব্যাচ):

১. যোগ্যতা: ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি।

২. আসনসংখ্যা ৪৫।

৩. ক্লাসের সময়: ছুটির দিন সন্ধ্যায়।

৪. আবেদন ফি লাগবে: ১ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুনযুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের পরিবর্তে উচ্চশিক্ষায় ভারতীয়রা কেন ঝুঁকছেন বাংলাদেশ–সিঙ্গাপুর–উজবেকিস্তান–রাশিয়ার দিকে০২ আগস্ট ২০২৫

এক্সিকিউটিভ এমবিএ ২০২৪-২৫ (২য় ব্যাচ) :

১. যোগ্যতা: তিন বা চার বছরের ব্যাচেলর ডিগ্রি, কমপক্ষে দুই বা তিন বছরের কাজের অভিজ্ঞতা গ্র্যাজুয়েশনের পর।

২. আসনসংখ্যা ৩৫।

৩. ক্লাসের সময়: শুধু শুক্রবার।

৪. আবেদন ফি লাগবে: ২০০০ টাকা।

আবেদনের শেষ তারিখ

১. ইভিনিং এমবিএ: ৪ আগস্ট ২০২৫।

২. এক্সিকিউটিভ এমবিএ: ১৭ আগস্ট ২০২৫।

আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২৯ জুলাই ২০২৫নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ

১. ইভিনিং এমবিএ: ৪ আগস্ট ২০২৫।

২. এক্সিকিউটিভ এমবিএ: ১৯ আগস্ট ২০২৫।

ভর্তি পরীক্ষা হবে

১. ইভিনিং এমবিএ: ৯ আগস্ট, সকাল ১০টা।

২.এক্সিকিউটিভ এমবিএ: ২২ আগস্ট, সকাল ১০টা।

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

আরও পড়ুনফিনল্যান্ড কীভাবে গড়েছে বিশ্বসেরা শিক্ষাব্যবস্থা, সাফল্যের ৬ কারণ৮ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ