কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (পূর্ব)–এর ১১-২০ গ্রেডভুক্ত ৬টি পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। কম্পিউটার অপারেটর (২টি), উচ্চমান সহকারী (৯টি), ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (১টি), গাড়িচালক (৯টি), সিপাই (৪৫টি) ও অফিস সহায়ক (১৯টি) পদসহ ৮৫টি শূন্য পদে নিয়োগে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পদভিত্তিক রোল নম্বর প্রকাশ করা (মেধাক্রম অনুসারে) হয়েছে।

আরও পড়ুনপ্রাথমিকে আসছে কোটাবিহীন শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি১২ ঘণ্টা আগে

এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সন্তোষজনক পুলিশ তদন্ত প্রতিবেদন, অন্য দলিলাদি যাচাই ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট প্রাপ্তির পর নিয়োগ প্রদান করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্য থেকে কোনো প্রার্থীর বিরুদ্ধে পুলিশ তদন্ত প্রতিবেদনে কোনো বিরূপ মন্তব্য থাকলে, দলিলাদি যাচাইয়ে কোনোরূপ ভুল তথ্য পাওয়া গেলে কিংবা স্বাস্থ্য পরীক্ষায় অনুপযুক্ত বিবেচিত হলে তাঁর প্রাথমিক নির্বাচন বাতিল বলে গণ্য হবে। নিয়োগকারী কর্তৃপক্ষ প্রকাশিত ফলাফলের বিষয়ে যেকোনো সংশোধন/পরিমার্জনের অধিকার সংরক্ষণ করে।

* ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুনজাপানের মেক্সট বৃত্তি, মাসে ১ লাখ ১৭ হাজার ইয়েন, একাদশ উত্তীর্ণ শিক্ষার্থীদেরও সুযোগ১২ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ

এছাড়াও পড়ুন:

মদপান নিয়ে কথা-কাটাকাটি, টেকনাফে পান দোকানিকে গলা কেটে হত্যা

কক্সবাজারের টেকনাফে মদপান নিয়ে কথা-কাটাকাটি ও পূর্ব বিরোধের জেরে ইমদাদ হোসেন (৪৭) নামে এক পান দোকানিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইমদাদ একই এলাকার মৃত আলী হোসেনের ছেলে।

আরো পড়ুন:

দিনাজপুরে টাকা চুরিকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা

বরিশালে বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার ৭

টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) হিমেল রায় বলেন, ‘‘বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠানে মদপানকে কেন্দ্র করে ইমদাদ হোসেনের সঙ্গে আব্দুর রহমান নামের একজনের কথা-কাটাকাটি হয়। সেখান থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা ইমদাদকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে।’’

তিনি আরো বলেন, ‘‘ঘটনার পরপরই স্থানীয়রা কামাল হোসেন নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’

নিহতের ছোট ভাই শামসু আলম অভিযোগ করে বলেন, “মদপান নিয়ে কথা-কাটাকাটি ও পূর্ব বিরোধের জেরে জালিয়াপাড়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে কামাল হোসেন ও নুরুল ইসলামের নেতৃত্বে আব্দুর রহমান, মো. ইসমাইল, মো. শফিক, মো. হামিদ, সৈয়দ আলমসহ আরো কয়েকজন মিলে আমার ভাইকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।”

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আসিফ আলভী বলেন, ‘‘ভোর ৫টার দিকে ইমদাদ হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।’’

ঢাকা/তারেকুর/রাজীব

সম্পর্কিত নিবন্ধ