Prothomalo:
2025-05-12@02:07:09 GMT

অনন্য ছিলেন আব্বাসী ভাই

Published: 11th, May 2025 GMT

ভাইয়ের (মুস্তাফা জামান আব্বাসী) পাশে গত বৃহস্পতিবার অনেকক্ষণ বসে ছিলাম। মনটা খুব খারাপ। ভাইয়ের মুখে কথা নেই। আমি বললাম, বউ চলে গেল (ভাবিকে আমি বউ বলে ডাকতাম)। রেজাও চলে গেল আমাকে কিছু না বলে (আমার স্বামী রেজাউর রহমানের ডাকনাম)। তোর কী ইচ্ছা? আমরা একটা কাজ করতে পারি। তুই আর আমি হাত–ধরাধরি করে টুক করে বলরামপুর কোচবিহার চলে যাই। দার্জিলিং চলে যাই। কাউকে কিছু বলব না। কেউ আমাদের খুঁজেও পাবে না।

কথাটা শুনে ভাই নড়ল–চড়ল। মনে হলো, কথাটা ওর মনের গভীরকে স্পর্শ করেছে। সে তাকাল আমার দিকে। হাত দুটো ওপরে তুলে আমার মুখ ধরার চেষ্টা করল। আমিই ওর একটা হাত ধরলাম। সেই ছিল ওর সঙ্গে শেষ কথা।

মুস্তাফা জামান আব্বাসী ও ফেরদৌসী রহমান.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কত কোটি টাকার মালিক সাই পল্লবী?

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সাই পল্লবী। সাধারণত রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমায় বেশি দেখা যায় তাকে। তেলেগু, তামিল, মালায়ালাম ভাষার সিনেমায় অভিনয় করে ভার্সেটাইল অভিনয়শিল্পী হিসেবে দারুণ খ্যাতি কুড়িয়েছেন।

সাই পল্লবীর ন্যাচারাল অভিনয় তার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করেছে। নাচেও ভীষণ পারদর্শী। কিছুদিন আগে তার নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তার অনবদ্য পারফরম্যান্সে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীরাও মুগ্ধ! কেবল যশ-খ্যাতি নয়, অর্থ-বিত্তের মালিক ‘প্রেমাম’ তারকা।

চলতি বছরের হিসাব অনুযায়ী, ৪৭-৫০ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ৬৩-৭১ কোটি টাকা) মালিক সাই পল্লবী। তার এই অর্থের বড় অংশ এসেছে দক্ষিণী সিনেমা থেকে। বিজ্ঞাপনে কাজ করার ক্ষেত্রে ভীষণ খুঁতখুঁতে সাই পল্লবী। স্কিনকেয়ার বা ফেয়ারনেসে ক্রিমের বিজ্ঞাপন কোনোভাবেই গ্রহণ করেন না। তারপরও বেশ কিছু নির্বাচিত বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। এখান থেকেও বেশ অর্থ আয় করেছেন সাই পল্লবী।

সাই পল্লবী প্রতি সিনেমার জন্য আড়াই থেকে ৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। নিতেশ তিওয়ারি নির্মিত ‘রামায়াণ’ সিনেমায় অভিনয় করছেন সাই পল্লবী। তবে এ সিনেমার জন্য ডাবল পারিশ্রমিক নিয়েছেন। সীতা হতে সাই পল্লবী নিয়েছেন ৬ কোটি রুপি। এতে রাম চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। এর আগে ‘থান্ডেল’ সিনেমায় নাগা চৈতন্যর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন সাই পল্লবী। এ সিনেমার জন্য পারিশ্রমিক নেন ৫ কোটি রুপি।

২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। ২০১৪ সালে মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেত্রী। ২০১৭ সালে তেলেগু ভাষার ‘ফিদা’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন সাই পল্লবী। তার পরের গল্প সবারই জানা।

তথ্যসূত্র: সিয়াসাত ডটকম

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ