সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যক্তিগতভাবে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও দলগত ফলাফল আশানুরূপ নয়। আল নাসরের হয়ে মৌসুমজুড়ে ধারাবাহিকভাবে গোল করে লিগের শীর্ষ গোলদাতা তিনি। তবুও তার দল পয়েন্ট টেবিলে নেমে এসেছে চতুর্থ স্থানে। ফলে প্রশ্ন উঠেছে, আগামী মৌসুমেও কি এই ক্লাবের জার্সিতে দেখা যাবে পর্তুগিজ সুপারস্টারকে?

২০২২ সালে সৌদি ক্লাবটিতে যোগ দিয়েছিলেন রোনালদো। চলতি বছরের জুনে চুক্তির মেয়াদ শেষ হবে ৫ বারের ব্যালন ডি’অর জয়ীর। ইউরোপীয় গণমাধ্যমগুলোর দাবি, রোনালদো আল নাসরের সঙ্গে আরও দুই বছরের চুক্তিতে আগ্রহ দেখালেও, ক্লাবটি আপাতত আলোচনা স্থগিত রেখেছে। এতে জল্পনা বেড়েছে তার ভবিষ্যৎ নিয়ে।

গত বুধবার লিগের শীর্ষে থাকা আল-ইত্তিহাদের বিপক্ষে ৩-২ গোলের হারে আরও পিছিয়ে পড়ে আল নাসের। বর্তমানে তারা রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। মৌসুম শেষে এই অবস্থান থাকলে আগামী বছরের এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হাতছাড়া হতে পারে তাদের। এর আগে, গত সপ্তাহে জাপানি ক্লাব কাওয়াসাকি ফ্রন্টেলের কাছে হেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে আল নাসর।

সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত লিগ বা মহাদেশীয় কোনো শিরোপাই জিততে পারেননি। একমাত্র অর্জন ২০২৩ সালে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জয়। আড়াই বছর পেরিয়ে যাচ্ছে বলে এখন হয়তো প্রাপ্তির হিসাবই কষছেন রোনালদো।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আল ন স

এছাড়াও পড়ুন:

সৌদিতে অনিশ্চিত রোনালদোর ভবিষ্যৎ

সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যক্তিগতভাবে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও দলগত ফলাফল আশানুরূপ নয়। আল নাসরের হয়ে মৌসুমজুড়ে ধারাবাহিকভাবে গোল করে লিগের শীর্ষ গোলদাতা তিনি। তবুও তার দল পয়েন্ট টেবিলে নেমে এসেছে চতুর্থ স্থানে। ফলে প্রশ্ন উঠেছে, আগামী মৌসুমেও কি এই ক্লাবের জার্সিতে দেখা যাবে পর্তুগিজ সুপারস্টারকে?

২০২২ সালে সৌদি ক্লাবটিতে যোগ দিয়েছিলেন রোনালদো। চলতি বছরের জুনে চুক্তির মেয়াদ শেষ হবে ৫ বারের ব্যালন ডি’অর জয়ীর। ইউরোপীয় গণমাধ্যমগুলোর দাবি, রোনালদো আল নাসরের সঙ্গে আরও দুই বছরের চুক্তিতে আগ্রহ দেখালেও, ক্লাবটি আপাতত আলোচনা স্থগিত রেখেছে। এতে জল্পনা বেড়েছে তার ভবিষ্যৎ নিয়ে।

গত বুধবার লিগের শীর্ষে থাকা আল-ইত্তিহাদের বিপক্ষে ৩-২ গোলের হারে আরও পিছিয়ে পড়ে আল নাসের। বর্তমানে তারা রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। মৌসুম শেষে এই অবস্থান থাকলে আগামী বছরের এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হাতছাড়া হতে পারে তাদের। এর আগে, গত সপ্তাহে জাপানি ক্লাব কাওয়াসাকি ফ্রন্টেলের কাছে হেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে আল নাসর।

সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত লিগ বা মহাদেশীয় কোনো শিরোপাই জিততে পারেননি। একমাত্র অর্জন ২০২৩ সালে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জয়। আড়াই বছর পেরিয়ে যাচ্ছে বলে এখন হয়তো প্রাপ্তির হিসাবই কষছেন রোনালদো।

সম্পর্কিত নিবন্ধ