Samakal:
2025-11-03@13:19:42 GMT

স্লিম ডিজাইন মানেই দুর্বল নয়

Published: 11th, May 2025 GMT

স্লিম ডিজাইন মানেই দুর্বল নয়

হালকা-পাতলা ফোন মানেই দুর্বল পারফরম্যান্স– অধিকাংশ স্মার্ট গ্রাহকের মনে এমন ধারণা। অনেকের ধারণা এমনই। এমন ভাবনার প্রতিফলন স্মার্ট ডিভাইসের বিপণন বাজারেও। স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড অপো ধারণা ভেঙে দিতে উদ্ভাবন করেছে এ৫এক্স মডেল।
বাংলাদেশে অচিরেই ব্র্যান্ডের এ-সিরিজ লাইনআপের অভিনব ডিভাইস এটি, যা স্মার্টফোন ডিজাইনে আগের ধারণা বদলে দেবে। ডিভাইসের পুরুত্ব মাত্র ৭.

৯৯ মিলিমিটার। স্লিম ডিজাইনের কারণে ডিভাইসের পারফরম্যান্সে কিছুটা ছাড় দিতে হয়, এমন ধারণায় পরিবর্তন আনবে নির্মাতা ব্র্যান্ড।
সাধারণত স্লিম ডিভাইসের স্মার্টফোনে গড়পড়তা মানের ব্যাটারি পারফরম্যান্স থাকলেও নতুন প্রেক্ষাপটে পরিবর্তনের আভাস পাওয়া গেছে। মডেলে রয়েছে ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ার সক্ষমতার ব্যাটারি। স্ট্রিমিং, শিক্ষা উপকরণ, কাজ বা যোগাযোগ– সময়োপযোগী প্রয়োজনের সব চাহিদার পূরণে কাজ করবে মডেলটি।
স্মার্টফোনের নকশায় রয়েছে ভিন্নতা। 
রঙের বৈচিত্র্যে রয়েছে লেজার হোয়াইট ও মিডনাইট ব্লু।
পুরোনো মিথ ভেঙে স্টাইল বা কার্যকারিতা যে কোনোটি বেছে নেওয়ার শর্ত থাকবে না। পাতলা স্মার্টফোনের আকাঙ্ক্ষা আর পারফরম্যান্সের মধ্যে কমবে বিভেদ আর দূরত্ব। কারিগরি আর প্রযুক্তিগত উদ্ভাবনে ব্র্যান্ডটি বৈশ্বিক সমাদৃত। ডিজাইনে বৈচিত্র্য আনার সঙ্গে সময়োপযোগী চাহিদা নিয়ে কাজ করছে উদ্ভাবনী এ ব্র্যান্ড।
বাংলাদেশের মতো তারুণ্যনির্ভর স্মার্টফোন বাজারে গ্রাহকের বিচিত্র ধরনের চাহিদা তৈরি হয়েছে। এমন সব ডিভাইস গ্রাহকের জন্য তৈরি করতেই ব্র্যান্ডটি এখন কাজ করছে বলে নির্মাতারা জানায়।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: প রফরম য ন স ড জ ইন

এছাড়াও পড়ুন:

অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’

নতুন অ্যালবাম প্রকাশ করেছে কক্সবাজারের তরুণদের গানের দল ‘পেনোয়া’। ১৩টি গান নিয়ে প্রকাশ করেছে নিজেদের প্রথম অ্যালবাম ‘এ রুহের তলে’। এ অ্যালবামটি শোনা যাচ্ছে ইউটিউব, স্পটিফাই প্রভৃতি আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে। অ্যালবামের গানগুলো সরাসরি শোনাতে কনসার্টের উদ্যোগ নিয়েছে তারা। চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকায় হবে তিনটি কনসার্ট। যেখানে গানের সঙ্গে থাকবে থিয়েট্রিক্যাল পারফরম্যান্স, ব্যান্ডের সদস্যরা শোনাবে গানের গল্প।

আরও পড়ুনকক্সবাজারের ব্যান্ডটির গান কেন শুনছেন তরুণেরা০৭ ডিসেম্বর ২০২৪

২০ নভেম্বর চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ‘অ্যালবাম কমপ্লিশন কনসার্ট’ শিরোনামের প্রথম আয়োজনটি হবে। চলবে রাত ১০টা পর্যন্ত। যেখানে থিয়েট্রিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে অ্যালবামের পেছনের অনেক গল্প জানতে পারবেন শ্রোতারা। দ্বিতীয় আয়োজনটি হবে ২৫ ডিসেম্বর কক্সবাজারে, আর শেষ কনসার্টটি হবে জানুয়ারির মাঝামাঝি, সম্ভাব্য ভেন্যু ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টার।

আয়োজনের পোস্টার

সম্পর্কিত নিবন্ধ

  • অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’