হালকা-পাতলা ফোন মানেই দুর্বল পারফরম্যান্স– অধিকাংশ স্মার্ট গ্রাহকের মনে এমন ধারণা। অনেকের ধারণা এমনই। এমন ভাবনার প্রতিফলন স্মার্ট ডিভাইসের বিপণন বাজারেও। স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড অপো ধারণা ভেঙে দিতে উদ্ভাবন করেছে এ৫এক্স মডেল।
বাংলাদেশে অচিরেই ব্র্যান্ডের এ-সিরিজ লাইনআপের অভিনব ডিভাইস এটি, যা স্মার্টফোন ডিজাইনে আগের ধারণা বদলে দেবে। ডিভাইসের পুরুত্ব মাত্র ৭.
সাধারণত স্লিম ডিভাইসের স্মার্টফোনে গড়পড়তা মানের ব্যাটারি পারফরম্যান্স থাকলেও নতুন প্রেক্ষাপটে পরিবর্তনের আভাস পাওয়া গেছে। মডেলে রয়েছে ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ার সক্ষমতার ব্যাটারি। স্ট্রিমিং, শিক্ষা উপকরণ, কাজ বা যোগাযোগ– সময়োপযোগী প্রয়োজনের সব চাহিদার পূরণে কাজ করবে মডেলটি।
স্মার্টফোনের নকশায় রয়েছে ভিন্নতা।
রঙের বৈচিত্র্যে রয়েছে লেজার হোয়াইট ও মিডনাইট ব্লু।
পুরোনো মিথ ভেঙে স্টাইল বা কার্যকারিতা যে কোনোটি বেছে নেওয়ার শর্ত থাকবে না। পাতলা স্মার্টফোনের আকাঙ্ক্ষা আর পারফরম্যান্সের মধ্যে কমবে বিভেদ আর দূরত্ব। কারিগরি আর প্রযুক্তিগত উদ্ভাবনে ব্র্যান্ডটি বৈশ্বিক সমাদৃত। ডিজাইনে বৈচিত্র্য আনার সঙ্গে সময়োপযোগী চাহিদা নিয়ে কাজ করছে উদ্ভাবনী এ ব্র্যান্ড।
বাংলাদেশের মতো তারুণ্যনির্ভর স্মার্টফোন বাজারে গ্রাহকের বিচিত্র ধরনের চাহিদা তৈরি হয়েছে। এমন সব ডিভাইস গ্রাহকের জন্য তৈরি করতেই ব্র্যান্ডটি এখন কাজ করছে বলে নির্মাতারা জানায়।
উৎস: Samakal
কীওয়ার্ড: প রফরম য ন স ড জ ইন
এছাড়াও পড়ুন:
ভারতের কোচের পদত্যাগ
ফুটবলে হতাশাজনক পারফরম্যান্সের ছায়া দীর্ঘদিন ধরেই ঘনাচ্ছিল ভারতীয় শিবিরে। অবশেষে তারই প্রতিফলন ঘটল। দলটির প্রধান কোচ মানোলো মার্কেজ নিজেই দায়িত্ব ছাড়লেন। যদিও ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) বলছে, এটি ছিল একটি ‘পারস্পরিক সমঝোতায়’ গৃহীত সিদ্ধান্ত।
স্প্যানিশ কোচ মানোলোর বিদায়ে এখন প্রশ্ন উঠেছে, ভবিষ্যতের পথ চলাটা কেমন হবে ভারতীয় ফুটবলের?
সদ্য বিদায়ী কোচ মানোলোর অধীনে ভারত খেলেছে মাত্র আটটি ম্যাচ। যার মধ্যে জয় এসেছে কেবল একটিতে। সেটিও এক প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে। বাকি ফলাফলগুলো মোটেও আশাব্যঞ্জক নয়। হংকংয়ের কাছে হারের ধাক্কা আর বাংলাদেশের সঙ্গে ড্র। সব মিলিয়ে ফুটবলারদের আত্মবিশ্বাসে যেন ভাঙন ধরেছিল। কোচের কৌশল এবং খেলানোর ধরণ নিয়েও ভেতরে ভেতরে অসন্তোষ দানা বাঁধছিল।
আরো পড়ুন:
প্রেমের গুঞ্জন উসকে দিলেন কার্তিক-শ্রীলীলা
গিলের সেঞ্চুরি, জয়সওয়ালের আক্ষেপ
ইগর স্টিমাচের বিদায়ের পর দায়িত্ব নিয়েছিলেন মানোলো। পাশাপাশি তিনি কোচ ছিলেন আইএসএলের এফসি গোয়ারও। ফলে জাতীয় দলের প্রতি তার মনোযোগ নিয়ে সন্দেহ তৈরি হয় অনেকের মধ্যে। মাঠের পারফরম্যান্সও সেই সন্দেহকে আরও জোরালো করে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মানোলো নিজেই হংকং ম্যাচের পর পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। আর এআইএফএফ সেটি গোপনে নয়, প্রকাশ্যেই মেনে নিয়েছে। সহ-সচিব কে সত্যানারায়ণ জানান, ‘‘দুই পক্ষের আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমেই এই সিদ্ধান্ত হয়েছে। খুব শিগগিরই নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।’’
২০২৭ সালের এশিয়ান কাপের বাছাইপর্ব সামনে রেখে ভারতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা এখন বড় এক প্রশ্নচিহ্নের মুখে। নতুন কোচ কে হবেন, তিনি কেমন করে দলকে ঘুরে দাঁড় করাবেন, তা নিয়েই এখন উৎসুক ফুটবলপ্রেমীরা।
ঢাকা/আমিনুল