মহাবিশ্বের শুরু আছে, তেমনি একদিন শেষ হবে। সেই শেষ সময়টা কবে, তা নিয়ে নতুন গবেষণায় চমকানো তথ্য পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, মহাবিশ্ব আগের ধারণা করা সময়ের আগেই ধ্বংস হয়ে যাবে। নতুন এই গবেষণা স্টিফেন হকিংয়ের কৃষ্ণগহ্বরের বাষ্পীভবন তত্ত্বের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

নেদারল্যান্ডসের র‍্যাডবাউড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মহাবিশ্বের শেষ সময় নিয়ে গবেষণা করেছেন। মহাবিশ্ব পূর্বের অনুমানের চেয়ে অনেক আগেই শেষ সময়ে পৌঁছে যেতে পারে বলে ধারণা করছেন তাঁরা। সাধারণভাবে বিভিন্ন তত্ত্বে মহাবিশ্ব আরও প্রায় ১০ সংখ্যার পরে ১ হাজার ১০০ শূন্য বসলে যে সংখ্যা হবে, তত বছর টিকে থাকবে বলে বিশ্বাস করা হয়। নতুন গণনা থেকে বলা হচ্ছে, মহাবিশ্ব কার্যকরভাবে প্রায় ১০ সংখ্যার পরে ৭৮টি শূন্য বসলে যে সংখ্যা হয়, তত বছরে অস্তিত্বহীন হয়ে যেতে পারে। সেই সময় অবশ্য আমাদের দৃষ্টিকোণ থেকে অকল্পনীয়ভাবে অনেক দূরের।

স্টিফেন হকিং.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।

কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে প্রাথমিকভাবে বিএনপি নেতা ফজলুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি।

মির্জা ফখরুল বলেন, ‘‘আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ভোটের মাঠে লড়বেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে, ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে।’’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ