যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে একটি প্রজনন স্বাস্থ্যসেবা কেন্দ্রের কাছে গতকাল শনিবার বোমা বিস্ফোরণে একজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনাকে ‘ইচ্ছাকৃত সন্ত্রাসী কার্যক্রম’ বলেছে এফবিআই।

তদন্তে এক সন্দেহভাজনকে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। তবে তারা আর কাউকে খুঁজছে না বলে সাংবাদিকদের জানিয়েছেন এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস কার্যালয়ের সহকারী পরিচালক আকিল ডেভিস। তিনি এ বিষয়ে আর কোনো তথ্য দেননি।

ঘটনার বর্ণনায় আকিল ডেভিস বলেন, ক্লিনিকের বাইরে বিস্ফোরণে একটি গাড়ি টুকরা টুকরা হয়ে যায়। নিহত ব্যক্তি ওই গাড়ির কাছে ছিলেন। ক্লিনিকটি আমেরিকান রিপ্রোডাক্টিভ সেন্টার পরিচালিত।

পাম স্প্রিংস শহরটি লস অ্যাঞ্জেলেস থেকে ১৬০ কিলোমিটার পূর্বে। শহরের মেয়র রন ডিহার্ট বলেছেন, স্থানীয় সময় বেলা ১১টার আগে বোমাটি বিস্ফোরিত হয়। বোমাটি ক্লিনিকের কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ভেতরে অথবা পাশে রাখা ছিল।

ডেভিস বলেন, ‘ভুল হওয়ার কোনো অবকাশই নেই, এটা একটি ইচ্ছাকৃত সন্ত্রাসী কার্যক্রম।’

এফবিআই এখন তদন্ত করে দেখছে এটি আন্তর্জাতিক সন্ত্রাসী কার্যক্রম, নাকি দেশের ভেতরের কেউ করেছে।

তদন্তে যিনি সন্দেহভাজন হিসেবে চিহ্নিত, নিহত ব্যক্তির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি আকিল ডেভিস।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ডিভাইসে নেক্সট জেনারেশন সুবিধা

বাংলাদেশে ফাইভজি ঘরানার ১৪ ও ১৪টি দুটি মডেলের স্মার্টফোন উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড। মডেল দুটিতে ল্যাগ-ফ্রি গেমিং, দ্রুত ডাউনলোড, স্মুথ স্ট্রিমিং, ব্লেজিং ফাস্ট ফাইভজি সংযোগ ও সিম স্লটে ডুয়াল মোড ফাইভজি ফিচার নেক্সট জেনারেশন অভিজ্ঞতা 
দেবে বলে জানায় রিয়েলমি।
সিরিজের ১৪ মডেলে রয়েছে ১২ জিবি র‌্যাম আর ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি। ব্যাটারি ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার। রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ই-স্পোর্টস ডিসপ্লে। বৈচিত্র্য দেবে  ফ্লুইড অ্যানিমেশন, রেসপনসিভ টাচ এক্সপেরিয়েন্স ও আইডিয়াল মাল্টিমিডিয়া অ্যান্ড গেমিং। মডেলে ভার্সেটাইল ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা স্পষ্ট ছবির নিশ্চয়তা দেয়। অন্যদিকে সিরিজের 
১৪টি মডেলে রয়েছে মিডিয়াটেক ডাইমেনেস্টি ৬৩০০ ফাইভজি চিপসেট, অক্টাকোর প্রসেসর, 
যা স্মুথ মাল্টিটাস্কিং কাজকে সহজ করে।
৬.৬৭ ইঞ্চির ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে। রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জ সক্ষমতার ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। মডেলের এআই সক্ষমতার ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, যা ভারসাম্যহীন আলোতেও ছবি তুলতে সক্ষম। র‌্যাম ৮ জিবি। দুটি সংস্করণে স্টোরেজ যথাক্রমে ১২৮ আর ২৫৬ জিবি।
মডেল দুটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১৫ ইউআই ৬.০ সংস্করণ। রয়েছে আইপি৬৯, আইপি৬৮ এবং আইপি৬৬ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, যা ডিভাইসকে ধুলা ও পানি থেকে
সুরক্ষা দেবে।
 

সম্পর্কিত নিবন্ধ