দ্বিজেন্দ্রলাল রায় স্মরণে ‘সুরের দয়াল রায়’
Published: 18th, May 2025 GMT
‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ গানের প্রতিটি পঙ্ক্তিতে মিশে আছে বাঙালি জাতির আবেগ, পরিচয়। গানটিতে বাঙালির মাটি ও মন, আশা ও অহংকার যেন একাকার হয়ে আছে। এই গানের স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়। বাংলা গানের পঞ্চস্থপতির একজন। তাঁর প্রয়াণদিবসে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজন করেছে গীতনাট্য ‘সুরের দয়াল রায়’। পরিবেশনায় ছিল ভৈরবী গীতরঙ্গ দল।
দর্শক আবিষ্কার করেন নতুনভাবে পরিচিত এক দ্বিজেন্দ্রলালকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সাতক্ষীরায় ৩৫ সাংবাদিক নিয়ে বাস খাদে
সাতক্ষীরার তালায় গতকাল রোববার বিকালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তালা উপজেলার পাটকেলঘাটা থানার মির্জাপুর বাজার সংলগ্ন ইসলামকাঠির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ওই বাসে ৩৫ জন সাংবাদিক ছিলেন। তারা সুন্দরবন সফর শেষে ঢাকায় ফিরছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ মে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ কাভার করার জন্য ঢাকা থেকে ৩৫ জন সাংবাদিক সাতক্ষীরা এসেছিলেন। পরে তারা সুন্দরবন সফরে যান। সেখান থেকে ঢাকায় ফেরার পথে তাদের বহনকারী বাসটি তালার ইসলামকাঠির মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা অনেকে কমবেশি আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। রাস্তার খারাপ অবস্থা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পাটকেলঘাটা থানা পুলিশ ও তালা ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে যান।
পাটকেলঘাটা থানার ওসি মো. মাইন উদ্দীন জানান, দুর্ঘটনায় বাসটি উল্টে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।