বান্দরবানের লামায় আবুল খায়ের তামাক কোম্পানির অফিস থেকে লুট হওয়া আরও ৩০ লাখ ৭০ হাজার টাকা পুলিশ উদ্ধার করেছে। গতকাল শনিবার গভীর রাতে চকরিয়ার সাহারবিল ইউনিয়নে কোরালখালীতে মাটি খুঁড়ে টাকা পাওয়া যায়। এই নিয়ে লুট হওয়া ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকার মধ্যে ৫১ লাখ ৮৭ হাজার ২০০ টাকা উদ্ধার হয়েছে বলে আজ রোবববার রাতে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, লামা পৌরসভায় আবুল খায়ের তামাক কোম্পানির অফিসে ডাকাতির ঘটনায় আজ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে টাকা উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

শনিবার রাতে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালী গ্রামে একজন সন্দেহভাজনের বাড়ির পাশে মাটি খুঁড়ে ৩০ লাখ ৭০ হাজার টাকা পাওয়া গেছে। তবে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে। এর আগে ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা লামা পৌরসভার গ্রেপ্তারকৃতদের বাসাবাড়ির আশপাশে মাটি খুঁড়ে পাওয়া গিয়েছিল।

৮ মে রাতে লামা পৌরসভার লাইনঝিরি এলাকায় আবুল খায়ের তামাক কোম্পানির অফিসে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকা লুট করে নিয়ে যায়। কোম্পানির ব্যবস্থাপক আব্দুর রব জানিয়েছেন, ঘটনার পর কোম্পানি থেকে ১৫–২০ জনের নামে মামলা করা হয়েছে। পুলিশ অভিযান চালাচ্ছে। টাকা উদ্ধার হয়েছে শুনলেও মামলা প্রক্রিয়ায় না হলে কোম্পানির কাছে আসার সুযোগ নেই। তামাকের মৌসুমে প্রতি সপ্তাহে তামাকের মূল্য পরিশোধ, শ্রমিক বেতনসহ কয়েক কোটি টাকা লেনদেন হয়ে থাকে। বহু বছর ধরে এভাবে লেনদেন চললেও এবার প্রথম ডাকাতির ঘটনা ঘটেছে।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম আজ সন্ধ্যা সাড়ে সাতটায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গ্রেপ্তার আটজন থেকে পাওয়া তথ্যে অভিযান অব্যাহত রয়েছে। ডাকাতেরা লুট করা টাকা বিভিন্ন জায়গায় মাটিতে লুকিয়ে রেখেছে। তাদের দেওয়া তথ্যে মাটি খুঁড়ে বিভিন্ন জায়গায় টাকা পাওয়া যাচ্ছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ