বান্দরবানের লামায় আবুল খায়ের তামাক কোম্পানির অফিস থেকে লুট হওয়া আরও ৩০ লাখ ৭০ হাজার টাকা পুলিশ উদ্ধার করেছে। গতকাল শনিবার গভীর রাতে চকরিয়ার সাহারবিল ইউনিয়নে কোরালখালীতে মাটি খুঁড়ে টাকা পাওয়া যায়। এই নিয়ে লুট হওয়া ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকার মধ্যে ৫১ লাখ ৮৭ হাজার ২০০ টাকা উদ্ধার হয়েছে বলে আজ রোবববার রাতে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, লামা পৌরসভায় আবুল খায়ের তামাক কোম্পানির অফিসে ডাকাতির ঘটনায় আজ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে টাকা উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

শনিবার রাতে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালী গ্রামে একজন সন্দেহভাজনের বাড়ির পাশে মাটি খুঁড়ে ৩০ লাখ ৭০ হাজার টাকা পাওয়া গেছে। তবে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে। এর আগে ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা লামা পৌরসভার গ্রেপ্তারকৃতদের বাসাবাড়ির আশপাশে মাটি খুঁড়ে পাওয়া গিয়েছিল।

৮ মে রাতে লামা পৌরসভার লাইনঝিরি এলাকায় আবুল খায়ের তামাক কোম্পানির অফিসে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকা লুট করে নিয়ে যায়। কোম্পানির ব্যবস্থাপক আব্দুর রব জানিয়েছেন, ঘটনার পর কোম্পানি থেকে ১৫–২০ জনের নামে মামলা করা হয়েছে। পুলিশ অভিযান চালাচ্ছে। টাকা উদ্ধার হয়েছে শুনলেও মামলা প্রক্রিয়ায় না হলে কোম্পানির কাছে আসার সুযোগ নেই। তামাকের মৌসুমে প্রতি সপ্তাহে তামাকের মূল্য পরিশোধ, শ্রমিক বেতনসহ কয়েক কোটি টাকা লেনদেন হয়ে থাকে। বহু বছর ধরে এভাবে লেনদেন চললেও এবার প্রথম ডাকাতির ঘটনা ঘটেছে।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম আজ সন্ধ্যা সাড়ে সাতটায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গ্রেপ্তার আটজন থেকে পাওয়া তথ্যে অভিযান অব্যাহত রয়েছে। ডাকাতেরা লুট করা টাকা বিভিন্ন জায়গায় মাটিতে লুকিয়ে রেখেছে। তাদের দেওয়া তথ্যে মাটি খুঁড়ে বিভিন্ন জায়গায় টাকা পাওয়া যাচ্ছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এমিলিয়ানো মার্তিনেজকে চায় ইউরোপের দুই বড় ক্লাব, জেনে নিন কারা সেই ক্লাব

মৌসুম শেষে এমিলিয়ানো মার্তিনেজের অ্যাস্টন ভিলা ছেড়ে যাওয়া একদমই নিশ্চিত। ভিলা পার্কের সর্বশেষ ম্যাচে চোখের পানিতে ভক্ত-সমর্থকদের একরকম বিদায়ও জানিয়ে দিয়েছেন মার্তিনেজ। মার্তিনেজের ক্লাব ছাড়ার খবর সামনে আসার পর সবার কৌতূহল ছিল তাঁর ভবিষ্যৎ গন্তব্য নিয়ে।

শুরুতে অনিশ্চিত গন্তব্যের কথা শোনা গেলেও এখন সামনে এসেছে ইউরোপের দুটি বড় ক্লাবের নাম। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, মার্তিনেজকে পেতে চায় বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। দুটি ক্লাবই সাম্প্রতিক সময়ে গোলরক্ষক নিয়ে জটিল সময় পার করেছে। যে কারণে আপাতত মার্তিনেজকে কিনে নিজেদের গোলরক্ষক সমস্যার সমাধান করতে চায় দল দুটি।  

বার্সেলোনা সম্প্রতি লা লিগা শিরোপা নিশ্চিত করেছে, যেখানে পোলিশ গোলরক্ষক ভয়চেক সেজনির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে সেজনির ওপর এককভাবে ভরসা করে থাকার সুযোগ নেই। সেজনির বয়স ৩৫ বছর। নিয়মিত গোলরক্ষক টের স্টেগেন ছিটকে যাওয়ার পর তিনি বার্সায় যোগ দেন মূলত অবসর ভেঙে।

আরও পড়ুনপিএসজিকে কাঁপিয়ে দিল অ্যাস্টন ভিলা, চোখের জলে বিদায় মার্তিনেজদের১৫ এপ্রিল ২০২৫

সেজনির সঙ্গে অবশ্য বার্সার চুক্তি বাড়ানোর কথা শোনা যাচ্ছে। তবে মৌসুমের লম্বা সময়ের দিকে তাকালে বার্সার বিকল্প গোলরক্ষকের প্রয়োজনীয়তাও আছে। আর সেই বিকল্প হিসেবেই কাতালান ক্লাবটি চায় সেজনিকে।

দর্শকদের প্রতি করতালি দেওয়ার সময় কেঁদে ফেলেন মার্তিনেজ

সম্পর্কিত নিবন্ধ