চাঁদপুরে রিকশার সঙ্গে দ্রুতগতির মোটরসাইকেলের সংঘর্ষ, দুই চালক নিহত
Published: 20th, May 2025 GMT
চাঁদপুর শহরে মধ্যরাতে মোটরসাইকেল ও রিকশার মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ১২টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের চেয়ারম্যান ঘাট এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেলের চালক চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার মনির মালের ছেলে সমুদ্র মাল (২৫) ও ব্যাটারিচালিত রিকশার চালক মো.
এ ঘটনায় আহত তিনজন হলেন শহরের বাবুরহাট এলাকার মোটরসাইকেল আরোহী মো. রফিকুল (২৪), রিকশাযাত্রী আফজাল (২৬) ও পথচারী কিশোর সম্রাট (১৪)। তাঁদের মধ্যে রফিকুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার করা হয়। বাকি দুজনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী চেয়ারম্যান ঘাট এলাকার গোলাম হোসেন বলেন, রাত পৌনে ১২টায় দ্রুতগতির একটি মোটরসাইকেল শহর থেকে বাবুরহাটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি রিকশা হঠাৎ রাস্তায় মোড় নিলে মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি বাহনই দুমড়েমুচড়ে যায়। স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বেলায়েত হোসাইন জানান, দুর্ঘটনার পর হাসপাতালে নিয়ে আসা পাঁচজনের মধ্যে দুজনকে মৃত অবস্থায় আনা হয়। শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁদের মৃত্যু হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া বলেন, নিহত ব্যক্তিদের লাশ থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল ও রিকশা জব্দ করা হয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ট এল ক
এছাড়াও পড়ুন:
রাবির মেডিকেলে চেয়ার দিল ইবনে সিনা ট্রাস্ট
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেডিকেল সেন্টারে চিকিৎসা সেবা নিতে আসা শিক্ষার্থীদের বসার চেয়ার দিয়েছে ইবনে সিনা ট্রাস্ট। ট্রাস্টটির পক্ষ থেকে তিন আসনবিশিষ্ট ১৩ সেট চেয়ার প্রদান করা হয়েছে। এর মাধ্যমে একসঙ্গে ৩৯ জন শিক্ষার্থী বসতে পারবেন।
মঙ্গলবার (২০ মে) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে মেডিকেল সেন্টারের কাছে এসব চেয়ার হস্তান্তর করেন ইবনে সিনা ট্রাস্টের প্রতিনিধি দলের সদস্যরা।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের পরিচালক ডা. মাফরুহা সিদ্দিকা লিপি বলেন, “বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রতিদিন অনেক শিক্ষার্থী সেবা নিতে আসে। এখানে শিক্ষার্থীদের বসার জায়গার সংকট ছিল। এখন এই চেয়ারগুলো বসানোর মাধ্যমে শিক্ষার্থীরা অপেক্ষার সময় আরামদায়কভাবে বসতে পারবে। আমরা ইবনে সিনা ট্রাস্টকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আশা করি, ভবিষ্যতেও তারা এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।”
আরো পড়ুন:
নোবিপ্রবিতে গবেষণা মেলা ২২ জুন
রাবিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত
ইবনে সিনার রাজশাহী শাখার ইনচার্জ সায়েদুর রহমান সাঈদ বলেন, “ইবনে সিনা ট্রাস্টের উদ্যোগে আমরা অনেক করপোরেট কাজ করে থাকি। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের বসার সুবিধার্থে ৩৯টি চেয়ার প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসার জন্য যেকোনো সহায়তা দরকার হলে ইবনে সিনা ট্রাস্ট সহায়তা করবে।”
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, “রাবির মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দিতে এখনো বিভিন্ন জিনিসের সংকট রয়েছে, তার মধ্যে শিক্ষার্থীদের বসার জন্য চেয়ার সংকট অন্যতম। তবে আমরা মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করার চেষ্টা করছি। আমাদের আহ্বানে ইবনে সিনা ট্রাস্ট তিন আসনবিশিষ্ট ৩৯ জনের বসার জন্য চেয়ার সরবরাহ করেছে। তাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।”
তিনি বলেন, “শিক্ষার্থীদের উন্নত ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য মেডিকেল সেন্টার নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিকল্পনা রয়েছে। সে পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করছি।”
চেয়ার হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) মো. ফরিদ উদ্দীন খান, প্রক্টর মাহবুবুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক আখতার হোসেন মজুমদার, ইবনে সিনা মেডিকেলের মার্কেটিং ইনচার্জ গাউসুল আজম রায়হান, কর্পোরেট উইংয়ের মাসুদ রানা, শামীম ফেরদৌস প্রমুখ।
ঢাকা/ফাহিম/মেহেদী