দিনে কৌশলে খাবারে মিশিয়ে দেওয়া হয় চেতনানাশক ও ঘুমের ওষুধ। এ খাবার খেয়ে রাতে অঘোরে ঘুমান পরিবারের সবাই। সকালে জেগে দেখেন, ঘরের সব তছনছ করা। স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান সামগ্রী নেই। ঝিনাইদহের শৈলকুপায় এভাবে একের পর এক ‘ঘুমপাড়ানি’ লুট চক্রের হানায় কয়েকটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। চক্রের সদস্যরা ধরাছোঁয়ার বাইরে থাকলেও পুলিশের দাবি, অপরাধীরা শনাক্ত হয়েছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।
ভুক্তভোগীদের ভাষ্য, চক্রটি এক মাসে ৪০ থেকে ৫০ ভরি স্বর্ণালংকারসহ কয়েকটি পরিবারের অন্তত দুই কোটি টাকার মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়েছে। গত ১৯ এপ্রিল রাতে চক্রটি প্রথম হানা দেয় উপজেলার মির্জাপুর গ্রামের সুবোধ কুমার বিশ্বাস ও হাসিবুল হোসেন অপুর বাড়িতে। তারা পরিবারের সদস্যদের গভীর ঘুমে আচ্ছন্ন করিয়ে সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা লুট করে চলে যায়। কীভাবে খাবারে চেতনানাশক আসছে, বলতে পারেননি কেউ। কয়েকজনের ধারণা, কোনো প্রতিবেশী এগুলো খাবারে মেশাতে পারেন।
গৃহবধূ দেবী দাসের ভাষ্য, সকালে তিনি ভাত ও তরকারি রান্না করলে সবাই সে খাবার খান। এরপর প্রথমে তাঁর মেয়ে বমি করেন। শ্বশুর-শাশুড়িরও একই অবস্থা হয়। দিনভর তাদের অসুস্থতা ও ঘুম ঘুম ভাব ছিল। ঘটনাটি তাঁর স্বামী খুলনার পল্লী সঞ্চয় ব্যাংকে কর্মরত স্বপন বিশ্বাসকে জানালে তিনি বাড়িতে আসেন। সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। দেড়টার দিকে ঘুম ভাঙলে দেখেন, কাপড় দিয়ে তাদের মশারি ঘেরা। সেখান থেকে বেরিয়ে দেখেন, আলমারিসহ দুটি ঘরের সব এলোমেলো পড়ে আছে। কক্ষের বাইরে থেকে সিটকিনি লাগানো। তিনি মোবাইল ফোনে প্রতিবেশীদের সহযোগিতা চান। প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করেন। দেবী দাস বলেন, তারা ঘটনার পর দেখেন, বিয়েসহ বিভিন্ন সময়ে তৈরি করা অন্তত ১০ ভরির বেশি স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে গেছে দুর্বৃত্তরা। গেটের তালা ও গ্রিল ভেঙে চক্রটি তাদের বাড়িতে প্রবেশ করে।
একই গ্রামের গৃহবধূ মিম আক্তারের স্বামী হাসিবুল দুপুরে তাঁকে জানান, তাঁর মাথা ঘুরছে, ঘুম আসছে ও শরীর দুর্বল হয়ে যাচ্ছে। এ অবস্থায় তিনি চরিয়ারবিল বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে অচেতন হয়ে পড়েন। একটু সুস্থ হলে রাত ১১টার দিকে তাঁকে বাড়ি পৌঁছে দেন অন্যরা। এরপর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। গৃহবধূর ভাষ্য, রাত ১টা ৫৫ মিনিটে দরজা ভেঙে অস্ত্রসহ চার ব্যক্তি প্রবেশ করে চুপচাপ বসে থাকতে বলে। এরপর আলমারি থেকে আড়াই ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা নিয়ে চলে যায়। চুপ না থাকলে তারা হত্যার হুমকি দেয়।
এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও কাউকে ধরতে পারেনি পুলিশ। গাড়াগঞ্জ এলাকার জিহাদ হোসেন জানান, গত ২২ এপ্রিল রাতে একই এলাকায় তাঁর ফুপুর বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা লুট হয়েছে। ২৩ এপ্রিল রাতে চক্রটি আবার হানা দেয় চরগোলকনগর গ্রামের প্রবাসী টিপু সুলতানের বাড়িতে। সেখান থেকে চক্রটি আট ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা এবং ব্যাংকের কিছু কাগজ নিয়ে পালিয়ে যায়। শৈলকুপা থানার ওসি মাসুম খান ঘটনাস্থল পরিদর্শন করলেও ধরা পড়েনি চক্রের কেউ।
গত শুক্রবার রাতে দুধসর গ্রামের আব্দুল গফুর মোল্যাসহ তিনজনের বাড়িতে হানা দেয় চক্রটি। রাতভর তারা আসবাব তছনছ করে স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়। গফুর মোল্যার পুত্রবধূ নাহিদা আক্তার বলেন, শুক্রবার রাতে তিনি ও তাঁর স্বামী গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। কোনো এক সময় চক্রটি বাড়ির গেটের তালা ভেঙে প্রবেশ করে তাদের কক্ষের দরজা বাইরে থেকে আটকে দেয়। চারটি কক্ষের আলমারিসহ আসবাব তছনছ করে ১০ ভরির বেশি স্বর্ণালংকারসহ নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় তারা। সকালে শাশুড়ি ঘুম থেকে জাগালে তারা বিষয়টি টের পান।
রাতে এভাবে একের পর এক বিভিন্ন বাড়ি থেকে স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুটের বিষয়ে ঝিনাইদহ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ইশারত হোসেন খোকন বলেন, তারা শৈলকুপার এ ধরনের কয়েকটি ঘটনার কথা শুনেছেন। তাঁর পরামর্শ, ভুক্তভোগীদের প্রতিবেশী কারও প্রতি যদি সন্দেহ থাকে, তাহলে পুলিশকে জানিয়ে তদন্তে সহযোগিতা করতে পারে। এতে দ্রুত চক্রটি আইনের আওতায় আসবে।
পুলিশ চক্রটিকে শনাক্ত করতে পেরেছে বলে জানিয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, বিভিন্ন তথ্য যাচাই-বাছাই চলছে। দ্রুত তাদের ধরে আইনের আওতায় আনা হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল টপ ট স বর ণ ল ক র ও শ লক প পর ব র

এছাড়াও পড়ুন:

রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়

আগের দিন রোহিত শর্মার রেকর্ড ভেঙেছিলেন বাবর আজম। লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১১ রানের ইনিংস খেলেই ভারতের সাবেক অধিনায়ককে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছিলেন বাবর। পাকিস্তানের সাবেক অধিনায়ক আজ তৃতীয় টি-টোয়েন্টিতে ৬৮ রানের ইনিংস খেলে কেড়েছেন আরেক ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলির রেকর্ড। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে বাবরের এটি ৪০তম ৫০ ছোঁয়া ইনিংস। ৩৯টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে এত দিন বাবরের সঙ্গে  রেকর্ডটির যৌথ মালিক ছিলেন কোহলি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩ ইনিংস পর ফিফটি পাওয়া বাবরের ইনিংসে ভর করেই লাহোরে তৃতীয় টি-টোয়েন্টিটা ৪ উইকেট জিতেছে পাকিস্তান। তাতে তিন ম্যাচের সিরিজটা পাকিস্তান জিতল ২-১ ব্যবধানে। প্রথম ম্যাচ হারার পর ঘুরে দাঁড়িয়েই সিরিজ জিতল পাকিস্তান।

টসে হেরে ব্যাটিং পাওয়া দক্ষিণ আফ্রিকা পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে করে ১৩৯ রান। রানটা ৬ বল হাতে রেখেই পেরিয়ে গেছে পাকিস্তান।

রান তাড়ায় ইনিংসের ১১তম বলে ৮ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। বাবর ব্যাটিংয়ে নামেন এরপরই। দ্বিতীয় উইকেটে সাহিবজাদা ফারহানকে নিয়ে ৩৬ রান জুটি গড়া বাবর তৃতীয় উইকেটে সালমান আগাকে নিয়ে ৫২ বলে  যোগ করেন আরও ৭৬ রান। ২৬ বলে ৩৩ রান করে পাকিস্তান অধিনায়ক সালমান যখন ফেরেন ২৭ বলে ২০ রান দরকার পাকিস্তানের।

৫ রান যোগ হওয়ার পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন বাবর ৪৭ বলে ৯ চারে ৬৮ রান করা বাবর ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর ১৫ রানের প্রয়োজন মেটাতে গিয়ে আরও ২ উইকেট হারিয়ে জয়ের অপেক্ষা একটু লম্বা করেছে পাকিস্তান।

এর আগে দক্ষিণ আফ্রিকার ইনিংসে ৩৬ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন ওপেনার রিজা হেনড্রিকস। এ ছাড়া অধিনায়ক ডোনোভান ফেরেইরা ১৪ বলে ২৯ ও অলরাউন্ডার করবিন বশ ২৩ বলে করেন ৩০ রান। পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট।

দুই দল এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। সিরিজের প্রথম ম্যাচ মঙ্গলবার ফয়সালাবাদে।

সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৩৯/৯ (হেনড্রিকস ৩৪, বশ ৩০*, ফেরেইরা ২৯, ব্রেভিস ২১; আফ্রিদি ৩/২৬, তারিক ২/২৬, ফাহিম ২/২৮)।
পাকিস্তান: ১৯ ওভারে ১৪০/৬ (বাবর ৬৮, সালমান ৩৩, ফারহান ১৯; বশ ২/২৪, উইলিয়ামস ২/২৬)।
ফল: পাকিস্তান ৪ উইকেটে জয়ী।
সিরিজ: ৩-ম্যাচ সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী।

সম্পর্কিত নিবন্ধ

  • আরব আমিরাতকে ৪৯ রানে গুঁড়িয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
  • চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা
  • ‘দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব’
  • বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...
  • ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
  • শাহরুখকে ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, এরপর...
  • প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর ‘তোমার জন্য মন’
  • জেমিনিতে যুক্ত হলো গুগল স্লাইডস তৈরির সুবিধা, করবেন যেভাবে
  • নড়াইলে ৩ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
  • রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়