এক লাইনের চিঠিতে বিএনপির ৮ কমিটি বিলুপ্ত
Published: 21st, May 2025 GMT
এক লাইনের ১২ শব্দের একটি চিঠিতে গাজীপুর জেলা বিএনপি তাদের অধীনস্থ ৮টি কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে।
মঙ্গলবার (২০ মে) ওই সিদ্ধান্ত নিয়েছে গাজীপুর জেলা বিএনপি।
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী ওই চিঠিতে স্বাক্ষর করেন।
তাদের তিনজনের স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করেছেন, ‘গাজীপুর জেলা বিএনপি'র অধীনস্থ সকল ইউনিট কমিটিগুলোকে বিলুপ্ত ঘোষণা করা হলো।’
হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে জানতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘‘ গাজীপুরের পাঁচটি উপজেলা ও তিনটি পৌর বিএনপি’র কমিটি মেয়াদ উত্তীর্ণ। যে কারণে সবগুলিতে আহ্বায়ক কমিটি করা হবে। আহ্বায়ক কমিটি করার আগে বিলুপ্ত করার নিয়ম রয়েছে।”
তিনি আরো বলেন, “এখন বিলুপ্ত কমিটিসহ অন্যান্যদের সঙ্গে আলোচনা করে নতুন আহ্বায়ক কমিটি করা হবে।”
গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, “ভবিষ্যতে বিএনপির কার্যক্রমকে আরো বেগবান করার জন্য পুরনো কমিটিকে বিলুপ্ত করে প্রথমে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এরপর সম্মেলনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটির করা হবে। যার কারণে জেলার বিএনপি’র ৮টি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।”
ঢাকা/রেজাউল/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘মেঘের নৌকা’ গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার অ্যাওয়ার্ড পেলেন আসিফ ইকবাল
চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমা ‘প্রহেলিকা’-এর জনপ্রিয় গান ‘মেঘের নৌকা’ গানের চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার লাভ করেছেন আসিফ ইকবাল।
সম্প্রতি দেশের কিংবদন্তি সুরকার শেখ সাদী খানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন আসিফ ইকবাল, যা তার জন্য ছিল এক আবেগঘন ও গর্বের মুহূর্ত। পরপর তিনবারসহ মোট পাঁচবারের শ্রেষ্ঠ গীতিকারের মর্যাদা লাভ করেন তিনি।
পুরস্কার গ্রহণের পর গানটির সুরকার ও গায়ক ইমরান এবং গায়িকা কোনালের প্রতি কৃতজ্ঞতা জানান আসিফ ইকবাল। পাশাপাশি ধন্যবাদ জানান পরিচালক চয়নিকা চৌধুরী, অভিনয়শিল্পী মাহফুজ আহমেদ ও শবনম বুবলী, প্রযোজক জামাল হোসেন এবং শিরীন আখতারকে।
তিনি বলেন, ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের মতো একটি নির্ভরযোগ্য সংগীত প্ল্যাটফর্ম না থাকলে সংগীতচর্চা এভাবে এগিয়ে যেত না। এ আয়োজন আমাদের মতো গীতিকবিদের জন্য শক্তি ও প্রেরণার উৎস।’
সংগীত জীবনের অনুপ্রেরণা হিসেবে তিনি শ্রদ্ধা জানান নকিব খান, কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরীকে, এবং ধন্যবাদ জানান তার পরিবার ও শুভানুধ্যায়ীদের, যাদের ভালোবাসায় তিনি আজও সৃষ্টিশীলতায় নিজেকে নিয়োজিত রাখতে পারছেন।