এক লাইনের চিঠিতে বিএনপির ৮ কমিটি বিলুপ্ত
Published: 21st, May 2025 GMT
এক লাইনের ১২ শব্দের একটি চিঠিতে গাজীপুর জেলা বিএনপি তাদের অধীনস্থ ৮টি কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে।
মঙ্গলবার (২০ মে) ওই সিদ্ধান্ত নিয়েছে গাজীপুর জেলা বিএনপি।
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী ওই চিঠিতে স্বাক্ষর করেন।
তাদের তিনজনের স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করেছেন, ‘গাজীপুর জেলা বিএনপি'র অধীনস্থ সকল ইউনিট কমিটিগুলোকে বিলুপ্ত ঘোষণা করা হলো।’
হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে জানতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘‘ গাজীপুরের পাঁচটি উপজেলা ও তিনটি পৌর বিএনপি’র কমিটি মেয়াদ উত্তীর্ণ। যে কারণে সবগুলিতে আহ্বায়ক কমিটি করা হবে। আহ্বায়ক কমিটি করার আগে বিলুপ্ত করার নিয়ম রয়েছে।”
তিনি আরো বলেন, “এখন বিলুপ্ত কমিটিসহ অন্যান্যদের সঙ্গে আলোচনা করে নতুন আহ্বায়ক কমিটি করা হবে।”
গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, “ভবিষ্যতে বিএনপির কার্যক্রমকে আরো বেগবান করার জন্য পুরনো কমিটিকে বিলুপ্ত করে প্রথমে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এরপর সম্মেলনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটির করা হবে। যার কারণে জেলার বিএনপি’র ৮টি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।”
ঢাকা/রেজাউল/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা, আপনার আসনে কে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পেয়েছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
ঢাকায় বিএনপির মনোনয়ন পেলেন যারা
ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস
দেখে নিন আপনার আসনে বিএনপির প্রার্থী কে
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ