অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চক্রান্ত করা হচ্ছে
Published: 23rd, May 2025 GMT
অন্তর্বর্তী সরকারকে নানাভাবে ব্যর্থ করে দিতে ভারতীয় আধিপত্যবাদের দোসররা চক্রান্ত চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জুলাই ঐক্য নামের একটি প্ল্যাটফর্মের সংগঠকেরা। একই সঙ্গে সচিবালয় থেকে ভারতীয় আধিপত্যবাদীদের অপসারণ, ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার চেষ্টা চালানো উপদেষ্টাদের অপসারণ এবং কালবিলম্ব না করে জুলাই ঘোষণাপত্র প্রদানের দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জুলাই ঐক্য আয়োজিত এক সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়েছে।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ও জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ বলেন, অন্তর্বর্তী সরকারকে নানাভাবে ব্যর্থ করে দিতে চক্রান্ত চালাচ্ছে ভারতীয় আধিপত্যবাদের দোসররা। তারা এই সরকারকে ব্যর্থ করে দিয়ে জুলাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করে এই দেশকে আবারও ভারতীয় কর্তৃত্ববাদীদের হাতে তুলে দিতে চায়।
জুলাই ঐক্যের একজন কর্মী বা একজন জুলাই যোদ্ধা বেঁচে থাকতে এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না মন্তব্য করে মুসাদ্দিক আলী বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ড.
জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মুসাদ্দিক আলী আরও বলেন, ‘কালবিলম্ব না করে জুলাই ঘোষণাপত্র প্রদান করতে হবে এবং এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো ধরনের টালবাহানা সারা দেশের ছাত্র–জনতা মেনে নেবে না।’
জুলাই ঐক্যের অন্যতম সংগঠক আপ বাংলাদেশের প্রতিনিধি আবদুল্লাহ আল মিনহাজ বলেন, ‘আজকে জুলাই বিপ্লবের এতগুলো মাস পার হয়ে যাওয়ার পরেও আমাদেরকে রাজপথে কেন নামতে হচ্ছে, সেটা সবার কাছে পরিষ্কার। জুলাই যোদ্ধাদের যে নিরাপত্তা নিশ্চিত করার কথা ছিল, সেগুলোর দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিয়ে, আমরা দেখতে পাচ্ছি তাঁরা ক্ষমতার কামড়াকামড়িতে লিপ্ত হয়েছেন।’
আবদুল্লাহ আল মিনহাজ বলেন, ‘আমরা সরকারকে বলব, জুলাইয়ের চেতনাকে ধারণ করে আওয়ামী লীগের বিচার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।’ তিনি আরও বলেন, ‘যাঁরা শুধু নির্বাচন নির্বাচন করেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিতের ব্যাপারে আপনাদের মুখে কোনো কথা আমরা শুনছি না। আপনাদের এই নির্বাচনের স্বপ্ন, আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস্তবায়ন হতে দেব না।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স গঠক
এছাড়াও পড়ুন:
ঢাকায় মধ্যরাতে যাত্রীবেশে উঠে চালককে হাতুড়িপেটা, সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই
রাজধানীতে যাত্রীবেশে উঠে চালককে হাতুড়িপেটা করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে রাজধানীর কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অটোরিকশাচালক কবির মিয়াকে (৪৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে একজন রিকশাচালক কবির মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওই রিকশাচালকের কাছ থেকে খবর পেয়ে কবির মিয়ার ছেলে সাব্বির মিয়া আজ বৃহস্পতিবার ভোরে হাসপাতালে যান।
সাব্বির মিয়া প্রথম আলোকে বলেন, দিবাগত রাত দুইটার দিকে ফকিরাপুল এলাকা থেকে দুজন ব্যক্তি যাত্রীবেশে তাঁর বাবার সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। তাঁদের একজন কলাবাগানে নেমে যান। এরপর কলেজ গেটে পৌঁছালে অন্যজন অটোরিকশা থামাতে বলেন। এ সময় সেখানে থাকা ওই যাত্রীর কয়েকজন সহযোগী এগিয়ে আসেন। তাঁরা তাঁর বাবাকে হাতুড়ি দিয়ে আঘাত করেন। তিনি ঘাড়ে ও হাতে আঘাত পেয়েছেন।
সাব্বির মিয়ার অভিযোগ, যাত্রীবেশে থাকা ওই ব্যক্তি ও তাঁর সহযোগীরা তাঁর বাবার কাছ থেকে সিএনজিচালিত অটোরিকশা, প্রায় এক হাজার টাকা এবং মুঠোফোনের ব্যাটারি খুলে নিয়ে গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, কবির মিয়াকে চিকিৎসা শেষে আজ সকালে তাঁর স্বজনেরা হাসপাতাল থেকে বাসায় নিয়ে গেছেন।
অটোরিকশাচালক কবির মিয়া পরিবার নিয়ে রাজধানীর খিলগাঁও এলাকায় থাকেন। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে এখনো পুলিশে অভিযোগ জানানো হয়নি। সাব্বির মিয়া বলেন, মামলা করা হবে কি না, তা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।