ছুটে চলা ব্যস্ততার ভিড়ে দুদণ্ড শান্তি দেয় তারা
Published: 23rd, May 2025 GMT
‘ফুলের গন্ধে ঘুম আসে না’—এ রকম বললেই কি কোথাও ফুলের গন্ধ পাওয়া যায়? এ রকম ফুলের গন্ধ এখন মৌলভীবাজার পৌরসভা কার্যালয় প্রাঙ্গণ ধরে হাঁটতে গেলে অনেকেই টের পেয়ে থাকেন। কার্যালয় ভবনের পশ্চিমের বারান্দা ছুঁয়ে দাঁড়ানো দুটি কাঁঠালচাঁপাগাছ আছে, তাতে সবুজ পাতার ফাঁকে উঁকি দেওয়া সোনালি ফুল ফুটেছে। সেই ফুলের গন্ধই ছড়িয়ে পড়ছে গাছের নিচে, আশপাশে।
এ রকম ফুলের গন্ধ আছে শহরের কোর্ট রোডের সার্কিট হাউস এলাকাতেও। ওখানেও দু-একটি গাছে ফুটেছে কাঁঠালচাঁপা ফুল, সেই গন্ধ এখন সড়ক দিয়ে আসা-যাওয়ার সময় পাওয়া যায়।
শুধু ওই কাঁঠালচাঁপাই নয়, গন্ধ নেই তবু অমন অনেক ফুল ফুটেছে মৌলভীবাজার শহরে। এই ফুলেরা গাছের শাখা-প্রশাখায় দিনভর হাসছে। ‘মোর পথিকেরে’—এ রকম কথায়, সুরে যেন তারা পথিককেই ডেকে চলছে। কোথাও লাল, কোথাও সাদা, কোথাও হলুদ রঙে ভেঙে পড়ছে ফুলের হাসি। মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণের ওই কাঁঠালচাঁপাগাছের উল্টে দিকে পুকুরপাড়ে ফুটেছে নাগচাঁপা ফুল। সবুজ পাতার চূড়ায় অশান্ত সময়ের বিপরীতে সাদা সাদা ফুল শান্তির পায়রা হয়ে পালক মেলছে, হাওয়ায় ভাসছে।
শহরের অনেকগুলো স্থানে জ্বলছে কৃষ্ণচূড়ার লাল আগুন। মৌলভীবাজার শহরের কোর্ট রোডে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এ রকম
এছাড়াও পড়ুন:
২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা, আপনার আসনে কে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পেয়েছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
ঢাকায় বিএনপির মনোনয়ন পেলেন যারা
ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস
দেখে নিন আপনার আসনে বিএনপির প্রার্থী কে
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ