‘ফুলের গন্ধে ঘুম আসে না’—এ রকম বললেই কি কোথাও ফুলের গন্ধ পাওয়া যায়? এ রকম ফুলের গন্ধ এখন মৌলভীবাজার পৌরসভা কার্যালয় প্রাঙ্গণ ধরে হাঁটতে গেলে অনেকেই টের পেয়ে থাকেন। কার্যালয় ভবনের পশ্চিমের বারান্দা ছুঁয়ে দাঁড়ানো দুটি কাঁঠালচাঁপাগাছ আছে, তাতে সবুজ পাতার ফাঁকে উঁকি দেওয়া সোনালি ফুল ফুটেছে। সেই ফুলের গন্ধই ছড়িয়ে পড়ছে গাছের নিচে, আশপাশে।

এ রকম ফুলের গন্ধ আছে শহরের কোর্ট রোডের সার্কিট হাউস এলাকাতেও। ওখানেও দু-একটি গাছে ফুটেছে কাঁঠালচাঁপা ফুল, সেই গন্ধ এখন সড়ক দিয়ে আসা-যাওয়ার সময় পাওয়া যায়।

শুধু ওই কাঁঠালচাঁপাই নয়, গন্ধ নেই তবু অমন অনেক ফুল ফুটেছে মৌলভীবাজার শহরে। এই ফুলেরা গাছের শাখা-প্রশাখায় দিনভর হাসছে। ‘মোর পথিকেরে’—এ রকম কথায়, সুরে যেন তারা পথিককেই ডেকে চলছে। কোথাও লাল, কোথাও সাদা, কোথাও হলুদ রঙে ভেঙে পড়ছে ফুলের হাসি। মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণের ওই কাঁঠালচাঁপাগাছের উল্টে দিকে পুকুরপাড়ে ফুটেছে নাগচাঁপা ফুল। সবুজ পাতার চূড়ায় অশান্ত সময়ের বিপরীতে সাদা সাদা ফুল শান্তির পায়রা হয়ে পালক মেলছে, হাওয়ায় ভাসছে।

শহরের অনেকগুলো স্থানে জ্বলছে কৃষ্ণচূড়ার লাল আগুন। মৌলভীবাজার শহরের কোর্ট রোডে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এ রকম

এছাড়াও পড়ুন:

শেরপুরের সাবেক ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মাসুদ রানা। 

শুক্রবার (২৩ মে) ভোরে শেরপুর শহরের সিংপাড়া এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শেরপুর সদর থানার ওসি জুবাইদুল আলম দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিপক্ষে অবস্থান নেন গ্রেপ্তার মাসুদ রানা। আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়।

আরো পড়ুন:

অভয়নগরে কৃষক দল নেতাকে গুলি করে হত্যা

এবার যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ছাত্রদলের

শেরপুর সদর থানার ওসি জুবাইদুল আলম বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার এজাহার নামীয় আসামি হিসেবে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।”

ঢাকা/তারিকুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ