জর্জ ফ্লয়েড হত্যার পাঁচ বছর, নানা আয়োজনে স্মরণ
Published: 26th, May 2025 GMT
জর্জ ফ্লয়েড হত্যার পাঁচ বছর পূর্তি দিবস ছিল গতকাল রোববার। নানা আয়োজনে তাঁকে স্মরণ করা হচ্ছে। ২০২০ সালের ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটার মিনিয়াপোলিস শহরে জাল নোট ব্যবহারের অভিযোগে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে আটক করে পুলিশ। এরপর ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েডকে হাঁটু দিয়ে গলা চিপে হত্যা করে এক শ্বেতাঙ্গ পুলিশ। কাতরাতে কাতরাতে জর্জ ফ্লয়েড মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ঘটনার পরপরই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন। বর্ণবাদ, পুলিশি সহিংসতা ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে এক জোরালো বার্তা পৌঁছায় আমেরিকান সমাজে। হত্যার দায়ে শ্বেতাঙ্গ পুলিশ চৌভিনের ২২ বছর কারাদণ্ড হয়। তখন ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায়।
মিনিয়াপোলিসের যে সড়ক মোড়ে ফ্লয়েডের জীবনের শেষ মুহূর্তগুলো ক্যামেরায় ধরা পড়ে, সেটিকে এখন ‘জর্জ ফ্লয়েড স্কয়ার’ নামে ডাকা হয়। সেখানে আয়োজন করা হয়েছে স্মরণ অনুষ্ঠানের। স্থানটিকে ঘিরে থাকা আবাসিক এলাকাটিতে এখন রয়েছে নানা ধরনের প্রতিবাদী শিল্পকর্ম, যার মধ্যে রয়েছে বেগুনি রঙের একটি দেয়ালচিত্র, তাতে লেখা, ‘তুমি দুনিয়াকে বদলে দিয়েছ, জর্জ ফ্লয়েড’।
যে স্থানটিতে ফ্লয়েড মৃত্যুর ভিডিও ধারণ করা হয়েছিল গত শুক্রবার দুপুরে, সেখানে পরিবারের সদস্যসহ বেশ কিছু লোক এক স্মরণ অনুষ্ঠানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নীরবতা পালন করেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স মরণ
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন