জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে মহানগর যুবদলের ৫ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ
Published: 26th, May 2025 GMT
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবাষির্কী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচির গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর।
সোমবার (২৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ এ কর্মসূচির ঘোষণা করেন।
৫দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, কুরআন খানি, ফাতেহা পাঠ, দোয়া মাহফিল ও অসহায় দুঃস্থদের মাঝে রান্না করা খাবার, বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করার জন্য আগামী ৩০মে থেকে ৩ জুন পর্যন্ত ৫দিনের কর্মসূচি গ্রহণ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর ও বন্দর উপজেলাসহ মহানগরের ২৭টি ওয়ার্ড এবং ৭টি ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় পৃথক পৃথক ভাবে এ কর্মসূচি পালন করা হবে।
এর আগে জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন সকল থানা ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতৃবৃন্দদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: য বদল ন র য়ণগঞ জ জ য় উর রহম ন র য বদল র
এছাড়াও পড়ুন:
শ্রীমতী ময়ূরী মন্ডলের আশু রোগমুক্তি কামনায় পূজা পরিষদের বিশেষ প্রার্থনা
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল ও ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ মন্ডলের মাতা অসুস্থ শ্রীমতী ময়ূরী মন্ডলের আশু রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বিকেল চারটায় শহরের চাষাড়া শ্রী শ্রী গোপাল জিওর মন্দিরে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। এসময়ে অসুস্থ শ্রীমতী ময়ূরী মন্ডলের আশু রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ- সভাপতি তিলোত্তমা দাস, প্রদীপ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, মনিকা শীল, পংকজ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক প্রনব পাল, সহ- সাংগঠনিক সম্পাদক রিপন রুদ্র, কোষাধ্যক্ষ শান্তি দাস, প্রচার সম্পাদক তপন গোপ সাধু, দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ- সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা, হিমাদ্রি সাহা হিমু, দুলাল দাস, রতন পোদ্দার, রতন রাউদ, গোপাল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শংকর রায়, সঞ্জয় দাস, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, সহ- সাংগঠনিক সম্পাদক সঞ্চয় সাহা, প্রচার সম্পাদক রিপন ঘোষ, সিদ্ধিরগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, সাধারণ সম্পাদক খোকন বর্মন, বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাসসহ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।