একে একে বছর পেরিয়ে যাচ্ছে, সিনেমা মুক্তিও থেমে নেই, কেবল সাফল্যের দেখা মিলছে না অক্ষয় কুমারের। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘ওএমজি-২’ (ও মাই গড-২) সিনেমাটি খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছিল এই সুপারস্টার অভিনেতাকে। কারণ, এ সিনেমার আগেও ‘সেলফি’, ‘রক্ষাবন্ধন’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘বচ্চন পান্ডে’ মুখ থুবড়ে পড়েছিল বলিউড বক্স অফিসে।

কেবল ‘রামসেতু’ সিনেমাটি গড়পরতা ব্যবসা করেছিল। কিন্তু ‘ওএমজি-২’ সিনেমা ব্যবসাসফল হলেও পুনরায় অভিনয় ক্যারিয়ার পড়েছে খড়ার মুখে। ফ্লপের তালিকায় ‘মিশন রানীগঞ্জ’, ‘সারফিরা’, ‘খেল খেল মে’ সিনেমাগুলো। যার পরিপ্রেক্ষিতে অনেকে ধরে নিয়েছেন অক্ষয়ের অভিনয় ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে শিগগরিই। কিন্তু সহজে হেরে যাওয়ার পাত্র নন বলেই লড়াই ময়দান ছেড়ে যাননি খিলাড়িখ্যাত এই অভিনেতা। 

ভালো সিনেমার জন্য কমিয়েছেন পারিশ্রমিক। গল্প, চরিত্র নির্বাচনেও আগের চেয়ে মনোযোগী হয়ে উঠেছেন। কিন্তু নিজেকে বদলে ফেলা অক্ষয় সাফল্যের দেখা পাবে কিনা? সে প্রশ্ন থেকেই যাচ্ছে। আর সে প্রশ্নের উত্তরের জন্য এখন অপেক্ষা ‘হাউজফুল-৫’ সিনেমা মুক্তি পর্যন্ত। যদিও সাফল্য ব্যর্থতা নির্ভর করছে দর্শক মনোযোগ কেড়ে নেওয়ার ওপর, তারপরও হাউজফুলের পঞ্চম কিস্তি নিয়ে অনেকে আশার আলো দেখিয়ে যাচ্ছেন অভিনেতাকে। কারণ একটাই, হাস্যরসাত্মক গল্পের সিনেমার একে একে মুক্তি পাওয়া চার কিস্তির সবগুলোই বক্স অফিসে সাফল্য পেয়েছে।

শুধু তাই নয়, হাউসফুল ফ্র্যাঞ্চাইজির ছবিগুলোর জনপ্রিয়তা এতটুকু কমেনি। তাই শুরু থেকেই সিনেমার পঞ্চম কিস্তি নিয়ে দর্শক উন্মাদনা ছিল তুঙ্গে। সেই উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে হাউসফুলের টিজার। যা দেখে মনে হয়েছে, প্রায় অর্ধেক বলিউডই যেন হাজির এ সিনেমায়! অক্ষয় কুমার ছাড়াও অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকার, ফারদিন খান, চাঙ্কি পান্ডে, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, চিত্রাঙ্গদা সিং, নার্গিস ফাখরি, ডিনো মারিও, শ্রেয়াস তালপেড়ে, সৌন্দর্য শর্মা, জনি লিভার এবং রণজিতের মতো তারকারা অভিনয় করেছেন।

নির্মাতারা জানিয়েছেন, শুধু তারকাবহুলই নয়; বরং বলিউডের ইতিহাসে ভিন্ন এক চমক নিয়ে আসছে ‘হাউসফুল ৫’ সিনেমাটি। 

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন অনুযায়ী সিনেমায় একজন নয়, দু’জন খুনি থাকবে। তবে  দু’জনকে নিয়েই বড় টুইস্ট রয়েছে।

জানা গেছে, দুই খুনি এক সঙ্গে দেখা যাবে না। দর্শকদের দুইবার সিনেমাটি দেখতে হবে। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা সিনেমাটি দুটি ভার্সনে মুক্তি দেবেন। একটি হলো ‘হাউসফুল ৫’ এবং অন্যটি ‘হাউসফুল ৫-এ’। 
‘হাউসফুল ৫-এ যদি খুনি ‘এক্স’ হয়, তাহলে হাউসফুল ৫-এ তে খুনি ‘ওয়াই’ হবে। দুটি ভার্সনেই পুরো সিনেমা একই রকম হবে। তবে শেষ ২০ মিনিটে দর্শকরা সম্পূর্ণ ভিন্ন টুইস্ট উপভোগ করবেন। 

নির্মাতাসূত্র আরও জানিয়েছে, ‘বুক মাই শো’তে সিনেমার দুটি ভার্সন আলাদাভাবে তালিকাভুক্ত করা হবে। কোনো সিনেমা মুক্তির জন্য এটি একটি অভিনব কৌশল। এই কৌশলের ফলে দর্শকরা এটি নিয়ে আলোচনা করবেন। কারণ, আলাদা আলাদা ভার্সন দেখা দর্শকদের জন্য খলনায়ক আলাদা হবে। এই অভিনব আইডিয়ায় চমকে গিয়েছেন বলিউডের অন্য প্রযোজকরাও। কারণ, এটা শুধুই মার্কেটিং নয়, দর্শককে একই সিনেমা দ্বিতীয়বার দেখাতে বাধ্য করার টেকনিক!

সূত্রের দাবি, এই পরিকল্পনা নাকি বেরিয়েছে ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার মাথা থেকে। একই সিনেমা, অথচ আলাদা দুটি চমক একেবারে অপ্রত্যাশিত প্ল্যান। তরুণ মনসুখানির পরিচালিত ‘হাউসফুল ৫’ আগামী ৬ জুন। যে দিনটি ক্যারিয়ারের খড় কাটিয়ে নতুন করে রচনা করতে অক্ষয়ের সাফল্যগাথা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন য স ফল য

এছাড়াও পড়ুন:

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।

কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে প্রাথমিকভাবে বিএনপি নেতা ফজলুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি।

মির্জা ফখরুল বলেন, ‘‘আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ভোটের মাঠে লড়বেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে, ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে।’’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ