কৃষিকে লাভজনক করতে পারিবারিক শ্রমেরও মূল্য দিতে হবে: কৃষি সচিব
Published: 31st, May 2025 GMT
কৃষিকে লাভজনক ও টেকসই করতে হলে কেবল কৃষকের নয়, তাঁর পরিবারের সদস্যদের শ্রমেরও অর্থনৈতিক মূল্য নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। তিনি বলেন, কৃষকের পরিবারের সদস্যরা যে সময় ও শ্রম দেন, সেটাও অর্থনীতির অংশ। যদি তাঁরা অন্য কোনো পেশায় যুক্ত হতেন, তাহলে সেখান থেকেও আয় হতো। সুতরাং কৃষিকাজে তাঁদের অবদানকে হিসাবের বাইরে রাখা যাবে না। কৃষিকে লাভজনক দেখাতে হলে এই শ্রমের অর্থমূল্য নির্ধারণ জরুরি বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
কর্মশালার আয়োজন ছিল কৃষি মন্ত্রণালয়ের বৃহৎ প্রকল্প 'পার্টনার'—এর আওতায়। কৃষি সচিব বলেন, শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকারসহ অনেক খাতে কমিশন থাকলেও কৃষিতে আজও কোনো কমিশন গঠিত হয়নি। অথচ কৃষি আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখনই সময় কৃষি খাতে একটি পূর্ণাঙ্গ কমিশন গঠনের।
তিনি জানান, সরকার ২০৫০ সাল পর্যন্ত কৃষির জন্য একটি ২৫ বছর মেয়াদি পরিকল্পনা নিয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিষয়টি উঠে এসেছে। সেই বৈঠক ২০ মিনিট নির্ধারিত থাকলেও তা দেড় ঘণ্টা ধরে চলে, যা থেকেই কৃষি খাত নিয়ে সরকারের আগ্রহ স্পষ্ট।
পার্টনার প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৯১ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল ১ হাজার ১৫১ কোটি টাকা, বাকিটা বিদেশি ঋণ। এই প্রকল্প বাস্তবায়ন হবে দেশের ৮ বিভাগের ১৪টি কৃষি সম্প্রসারণ অঞ্চলের ৪৯৫টি উপজেলায়।
সচিব বলেন, প্রকল্পে কোনো কোনো গবেষকের পেছনে গড়ে ৮০ লাখ থেকে ১ কোটি ৩০ লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। অথচ একজন সরকারি কর্মকর্তার পুরো বছরের বেতন-ভাতা এর চেয়ে অনেক কম। এই অনুপাতে প্রকল্পের ফলাফল নিশ্চিত করতে হবে। কারণ ঋণের অর্থ শোধ করতে হবে বাজারমূল্যে।’
তিনি জানান, কৃষি মন্ত্রণালয়ের মোট বাজেটের প্রায় ৭০ শতাংশই যাচ্ছে সারে ভর্তুকিতে। অথচ মাঠপর্যায়ের অনেক কর্মকর্তাই জানেন না, বর্তমানে কোন সারে কত ভর্তুকি দেওয়া হচ্ছে। সচিব বলেন, এই অবস্থা থেকে বেরিয়ে এসে তথ্যনির্ভর ও সমন্বিত সিদ্ধান্ত নিতে হবে।
পার্টনার প্রকল্পের পরিচালক মো.
তিনি বলেন, গ্যাপ (উত্তম কৃষি চর্চা) ভিত্তিক চাষে ১৫টি ফসল নির্ধারণ করা হয়েছে, এর মধ্যে ৭টি ফসলে কৃষকদের গ্যাপ সার্টিফিকেট দেওয়া হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী ৩ লাখ হেক্টর জমিতে এই পদ্ধতিতে উৎপাদনের কথা থাকলেও জনবল সংকটে তা ব্যাহত হচ্ছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিদেশিদের বন্দর দেওয়ার সিদ্ধান্ত পাল্টাতে হবে
নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ চট্টগ্রাম বন্দরের স্থাপনা দেশি বা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে গণ–অনশন কর্মসূচি পালন করছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। আজ শনিবার সকাল ৯টা থেকে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে শুরু হওয়া অনশন চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সকালে শতাধিক শ্রমিক প্রেসক্লাব চত্বরে জড়ো হন। একে একে বক্তব্য দেন শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী। তাঁরা দাবি করেন, দেশের প্রধান সমুদ্রবন্দর হিসেবে চট্টগ্রাম বন্দর নিজস্ব সক্ষমতায় সফলভাবে পরিচালিত হচ্ছে। এখানে বিদেশি অপারেটরের প্রয়োজন নেই।
স্কপের যুগ্ম সমন্বয়ক রিজওয়ানুর রহমান খান বলেন, চট্টগ্রাম বন্দর নিজস্ব ব্যবস্থাপনাতেই ভালোভাবে চলছে। বছরে আড়াই হাজার কোটি টাকার বেশি মুনাফা করে এই প্রতিষ্ঠান। এমন একটি লাভজনক প্রতিষ্ঠানের পরিচালনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার কোনো যুক্তি নেই। ফলে সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, লাভজনক প্রতিষ্ঠান হয়েও নিউমুরিং টার্মিনাল ও লালদিয়া চর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। তাঁরা বলেন, চট্টগ্রামের মানুষ কোনোভাবেই এটি সফল হতে দেবে না। বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া মানে দেশের সার্বভৌমত্ব নিয়ে খেলা।
অনশন কর্মসূচিতে অংশ নেওয়া বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা পরিচালনা পরিষদের সমন্বয়ক শফি উদ্দিন কবির বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকার কাউকে না জানিয়ে বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার চুক্তি করেছিল। বর্তমান সরকারও সেটি পর্যালোচনা না করে বাস্তবায়ন করছে। এটি দেশের মানুষের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
চট্টগ্রাম বন্দরের চারটি কনটেইনার টার্মিনালে বিনিয়োগ ও পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে দেশে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদে শুরু হওয়া সেই প্রক্রিয়া বর্তমান অন্তর্বর্তী সরকারও এগিয়ে নিচ্ছে।
এর আগে গত ২২ অক্টোবর ইজারা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে স্কপ। সমাবেশ শেষে বন্দর এলাকার দিকে মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। ওই কর্মসূচি থেকেই আজকের গণ–অনশনের ঘোষণা দেওয়া হয়। ২৭ অক্টোবর ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা।