রূপগঞ্জে দিনব্যাপি চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষ রোপণ,স্বাস্থ্যসেবা, পাঠাগার উদ্ধােধনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়া মাদ্রাসা-স্কুলের শিক্ষার্থী, নারী, নানা শ্রেণীপেশার ২০ হাজার মানুষকে আপ্যায়ন করা হয়। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মুড়াপাড়া বিশ্বাবিদ্যালয় মাঠ এ কর্মসূচি পালন করা হয়। 

শনিবার( ৩১ মে ) মুড়াপাড়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক খোকনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, নুরুন্নবী ভূইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ, অ্যাডভোকেট গোলজার হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ, রূপগঞ্জ থানা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম, মামুন মিয়াসহ আরো অনেকে। কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৫০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই'শ শিক্ষার্থী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। এছাড়া শহীদ জিয়াউর রহমানের নামে পাঠাগার উদ্ধোধন করা হয়। ৩ টি ক্যাম্প সাধারণ মানুষের জন্য দেওয়া হয় দিনব্যাপি স্বাস্থ্যসেবা। তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ১০ টি জব ফেয়ার বুথ খোলা হয়। প্রায় ৬০০ বৃক্ষ রোপণ করা হয়।  

সভায় প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, জিয়াউর রহমান শুধু দেশ স্বাধীনের ঘোষণাই দেননি। তিনি দেশকে আর্ন্তজাতিক মানচিত্রে স্থান করিয়েছেন। সৌদি আরবের মাটিতেও রোপন করেছিলেন নিম গাছ। এখন মক্কা-মদীনার মানুষ ওই গাছকে জিয়া গাছ নামেই চিনে।

নারায়ণঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন সাধারণ মানুষের নেতা। তিনি মানুষের জন্য কাজ করতেন। তরুণ প্রজন্মের আইকন তারেক জিয়া তৃণমূলের নেতা।  পরে কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ জ য় উর রহম ন ব এনপ র স র রহম ন র পগঞ জ

এছাড়াও পড়ুন:

বেনাপোল দিয়ে ইলিশের প্রথম চালান গেল ভারতে

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩৭ দশমিক ৪৬ মেট্রিকটন ইলিশ রপ্তানি করা হয়েছে, যা প্রায় ৯৭৯ মণের সমান।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সাতটি ট্রাকে করে প্রথম চালান ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। 

বেনাপোল বন্দর পরিচালক শমীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভারতের কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান- ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল এবং আর জে ইন্টারন্যাশনাল এসব ইলিশ আমদানি করেছে। বাংলাদেশ থেকে রপ্তানি করেছে সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকী ট্রেডিং।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতে মোট ১২০০ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। ৩৭টি প্রতিষ্ঠানকে এ অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠানকে ৩০ টন করে মোট ৭৫০ টন, ৯টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে ৩৬০ টন এবং দুটি প্রতিষ্ঠানকে ২০ টন করে ৪০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে।

বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে। প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য ১২ দশমিক ৫ মার্কিন ডলার বা ১৫০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে।

ঢাকা/রিটন/এস

সম্পর্কিত নিবন্ধ

  • ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
  • রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
  • দুর্গাপূজায় নিরাপত্তায় সতর্ক অবস্থায় থাকবে পুলিশ: আইজিপি
  • শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিঙ্গাইরের ৭৭ মণ্ডপে অনুদান বিতরণ
  • শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বন্দরে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত 
  • মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন, মেসির উপহার
  • বেনাপোল দিয়ে ইলিশের প্রথম চালান গেল ভারতে
  • সরকারি আশেক মাহমুদ কলেজে ক্যারিয়ার–বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • সদরে টাইফয়েড টিকাদান ক্যাম্পইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা
  • আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মতবিনিময় সভা