রূপগঞ্জে জিয়ার ৪৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষ রোপণ কর্মসূচি
Published: 31st, May 2025 GMT
রূপগঞ্জে দিনব্যাপি চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষ রোপণ,স্বাস্থ্যসেবা, পাঠাগার উদ্ধােধনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়া মাদ্রাসা-স্কুলের শিক্ষার্থী, নারী, নানা শ্রেণীপেশার ২০ হাজার মানুষকে আপ্যায়ন করা হয়। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মুড়াপাড়া বিশ্বাবিদ্যালয় মাঠ এ কর্মসূচি পালন করা হয়।
শনিবার( ৩১ মে ) মুড়াপাড়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক খোকনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, নুরুন্নবী ভূইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ, অ্যাডভোকেট গোলজার হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ, রূপগঞ্জ থানা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম, মামুন মিয়াসহ আরো অনেকে। কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৫০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই'শ শিক্ষার্থী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। এছাড়া শহীদ জিয়াউর রহমানের নামে পাঠাগার উদ্ধোধন করা হয়। ৩ টি ক্যাম্প সাধারণ মানুষের জন্য দেওয়া হয় দিনব্যাপি স্বাস্থ্যসেবা। তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ১০ টি জব ফেয়ার বুথ খোলা হয়। প্রায় ৬০০ বৃক্ষ রোপণ করা হয়।
সভায় প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, জিয়াউর রহমান শুধু দেশ স্বাধীনের ঘোষণাই দেননি। তিনি দেশকে আর্ন্তজাতিক মানচিত্রে স্থান করিয়েছেন। সৌদি আরবের মাটিতেও রোপন করেছিলেন নিম গাছ। এখন মক্কা-মদীনার মানুষ ওই গাছকে জিয়া গাছ নামেই চিনে।
নারায়ণঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন সাধারণ মানুষের নেতা। তিনি মানুষের জন্য কাজ করতেন। তরুণ প্রজন্মের আইকন তারেক জিয়া তৃণমূলের নেতা। পরে কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ জ য় উর রহম ন ব এনপ র স র রহম ন র পগঞ জ
এছাড়াও পড়ুন:
বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন রাইজিংবিডির রুমন চক্রবর্তী
কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বেস্ট রিপোটিং অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাতে স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়।
এতে বেস্ট রিপোটিং অ্যাওয়ার্ড ২০২৫ উপলক্ষ্যে চারটি ক্যাটাগরিতে চারজন সাংবাদিককে সেরা প্রতিবেদকের সম্মাননা প্রদান করা হয়। জুরি বোর্ডের চারজন বিচারকের সংবাদ বিশ্লেষণের ভিত্তিতে “কিশোরগঞ্জে পানি উঠছে না নলকূপে, খাবার পানির তীব্র সংকট” অনুসন্ধানমূলক সংবাদের জন্য ইলেকট্রনিক মিডিয়া থেকে রাইজিংবিডি ও একুশে টেলিভেশনের জেলা প্রতিনিধি রুমন চক্রবর্তীকে বেস্ট রিপোটিং অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়।
এছাড়াও মাল্টিমিডিয়া থেকে ডিবিসি জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, প্রিন্ট মিডিয়া থেকে আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহমেদ পাপন ও অনলাইন মিডিয়া থেকে খবরের কাগজের জেলা প্রতিনিধি তাসলিমা আক্তার মিতুকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
ক্লাবের সভাপতি ও মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নয়াদিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি মো. আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সকল আগত অতিথিরা সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এরপর শুরু হয় বেস্ট রিপোটিং অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননা প্রদান।
শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা বলেন, জেলা পর্যায়ে এমন আয়োজন সাংবাদিকদের কাজের প্রতি দায়িত্ব ও স্বচ্ছতা বাড়িয়ে দেবে। তাই এমন আয়োজন বছরে অনন্ত একবার হলেও প্রয়োজন। সাংবাদিকরা হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, তাদের সম্মাননা করা মানে সমাজের প্রতি আরো বেশি দায়িত্ব নিয়ে কাজে আগ্রহ করা।
ঢাকা/রুমন/এস