জামায়াতকে নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই: শফিকুর রহমান
Published: 31st, May 2025 GMT
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা জামায়াতকে নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই। ইসলামের আলোয় ন্যায়ভিত্তিক রাষ্ট্র কায়েম হলে; মদিনার আদলে নারী-পুরুষ নির্বিশেষে সবাই সমান নিরাপত্তা পাবেন।”
শনিবার (৩১ মে) নীলফামারীর সৈয়দপুরে দুই দিনব্যাপী জেলা ও মহানগরী কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চল এই শিক্ষাশিবিরের আয়োজন করে।
ডা.
আরো পড়ুন:
৫ম শ্রেণি পাস করলেই শিশুদের শিবির-ছাত্রী সংস্থায় ভর্তির আহ্বান
শাহবাগে সমাবেশে যোগ দিলেন কারামুক্ত আজহারুল ইসলাম
সামাজিক দায়িত্বের কথা তুলে ধরে তিনি বলেন, “মুমিনদের দায়িত্ব হলো প্রতিবেশীর হক আদায় করা। আমরা সবাই আল্লাহর গোলাম—এটাই আমাদের মূল পরিচয়। সংগঠনের কেউ অপরাধ করলে অপরাধের মাত্রা অনুযায়ী তার বিচার হবে। ব্যক্তি নিজেকে পাহারা দেবে, সংগঠন সবাইকে পাহারা দেবে।”
তিনি সব ইসলামী দল ও শক্তির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি ও সম্পর্ক সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। শহীদ নেতাদের রক্ত, মজলুমের চোখের পানি এবং ত্যাগী নেতাকর্মীদের কারণে জনগণের আস্থা ও ভালোবাসা বেড়েছে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির।
এ সময় তিনি সংগঠনের জনশক্তিকে কোরআন-হাদিস অধ্যয়নের পাশাপাশি পরিবারের প্রতি দায়িত্বশীলতা বাড়ানোর নির্দেশনা দেন।
ঢাকা/সিথুন/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন