হাতিয়ায় ট্রলার ডুবি: নিহত ১, নিখোঁজ ৩, উদ্ধার ৩৫
Published: 1st, June 2025 GMT
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন তিনজন। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ৩৫ জনকে।
শনিবার (৩১ মে) এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকৃতদের ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল ও সুবর্ণচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানিয়েছেন, শনিবার দুপুর ২টার দিকে হাতিয়ার ভাসান চর থেকে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে। ট্রলারের যাত্রীদের মধ্যে তিনজন পুলিশ সদস্য, চারজন আনসার সদস্য, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী ও ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে থাকা কয়েকজন রোহিঙ্গা রোগী ছিলেন।
ট্রলারটি ভাসানচর থেকে ৭-৮ কিলোমিটার অতিক্রম করে বিকেল ৩টার দিকে হাতিয়ার করিম বাজারের ঘাটের সন্নিকটে ডুবোচরের সাথে লেগে যায়। এসময় তলা ফেটে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিক নদীতে থাকা অন্য ট্রলারের জেলেরা কয়েকজন যাত্রীকে জীবিত এবং একজনকে মৃত উদ্ধার করেন।
পরে ফায়ার সার্ভিস, পুলিশ, নৌ পুলিশ এবং যুব রেডক্রিসেন্ট সদস্যরা উদ্ধার কাজে যোগ দেন।
রাত ১২টা পর্যন্ত ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে এক রোহীঙ্গা নারীকে আশঙ্কাজনক অবস্থায় সুবর্নচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়া আরো ৮ জনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে। তারা হলেন পুলিশ সদস্য মোস্তাফিজুর রহমান (৫২) ও মো.
নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মোস্তাফিজর রহমান বলেন, “হাসপাতালে ভর্তি ৮ জনের মধ্যে পুলিশের এক এসআই, এক কনস্টেবল, একজন সিনিয়র স্টাফ নার্স ও চারজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন। তাদের মধ্যে সাত জনের বুকে একটু ব্যাথা হচ্ছে, এছাড়া তাদের সার্বিক অবস্থা ভালো আছে। তবে, সিনিয়র স্টাফ নার্স ফারজানা বিনতে মমিনের ফুসফুসে পানি চলে যাওয়ায় তাকে অক্সিজেন দিতে হয়েছে।”
হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্য মো. ফরহাদ বলেন, “আমাদের ট্রলারটা নতুন ছিল, মাঝিও ভালো ছিল। আমরা ঘাটে প্রায় পৌঁছে গেছিলাম। হঠাৎ মাঝখানে একটা চরে আমাদের ট্রলারটা আটকে যায়। চরের ওপর যখন ট্রলারটা চালানো হচ্ছিল এসময় কয়েকটা ধাক্কা খেয়েছিল। ধাক্কা খাওয়ার পরে দেখলাম যে হঠাৎ করে ট্রলারের ভেতর থেকে পানি বের হচ্ছে। এরপর একটা ঢেউ এসে বাড়ি মারার পর ট্রলারটা উল্টে যায়। আমরা যে যার মতো চেষ্টা করে প্রায় দুই ঘণ্টা ভেসে ছিলাম। পরে আমাদেরকে উদ্ধার করা হয়। সেসময় আমাদের উদ্ধারকৃত ট্রলারসহ আরো একটি ট্রলার এসে নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করে।”
নোয়াখালী যুব রেডক্রিসেন্টের বিভাগীয় প্রধান (প্রশাসন সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগ) মো. জোবাইর হোসেন বলেন, “নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর হবে। উনার নাম গিয়াস উদ্দিন এবং তিনি ডাক বিভাগে চাকরি করেন বলে শুনেছি।”
তিনি আরো বলেন, “রাতে উদ্ধার কাজ সমাপ্ত করে ফায়ার সার্ভিস ও যুব রেডক্রিসেন্টর সদস্যরা ফিরে যান।”
ঢাকা/সুজন/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আম দ র সদস য
এছাড়াও পড়ুন:
২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা, আপনার আসনে কে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পেয়েছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
ঢাকায় বিএনপির মনোনয়ন পেলেন যারা
ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস
দেখে নিন আপনার আসনে বিএনপির প্রার্থী কে
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ