মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ৫ হাজার ৭৮ কোটি টাকা বরাদ্দ
Published: 2nd, June 2025 GMT
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ৫ হাজার ৭৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৩৮ কোটি টাকা বেশি।
সোমবার (২ জুন) বিকেল ৩টায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাজেটে এ প্রস্তাব উপস্থাপন করেন।
প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, “নারীর অধিকার, সুরক্ষা এবং অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করা আমাদের সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। নিরাপত্তা নিশ্চিতে ১ হাজার ৩৯৯ জন নারীর জন্য আবাসন সুবিধা প্রদান করা হয়েছে। নারী প্রশিক্ষণ ও উন্নয়ন জাতীয় একাডেমির মাধ্যমে এবং উপজেলা পর্যায়ে নারী প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে নারীদের জন্য দক্ষতাভিত্তিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”
আরো পড়ুন:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ৩১ হাজার ৩৯ কোটি টাকা বরাদ্দ
বিএনপির বাজেট প্রতিক্রিয়া বুধবার
তিনি বলেন, “জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বৃদ্ধির প্রকল্পের আওতায় ১০ হাজার ৪৫৫ জন নারী উদ্যোক্তাকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ২০ হাজার নির্বাচিত নারীকে ক্ষমতায়ন ও দারিদ্র্য দূরীকরণে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।”
অর্থ উপদেষ্টা জানান, কিশোর-কিশোরী ক্লাব প্রতিষ্ঠা প্রকল্পের আওতায় ৭ লাখ ৩২ হাজার ৪৫০ কিশোর-কিশোরীকে বাল্যবিবাহ রোধ, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নারীদের আর্থিক অন্তর্ভুক্তি ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিটি শাখায় নারী উদ্যোক্তাদের জন্য একটি করে আলাদা ডেস্ক স্থাপন করা হয়েছে।
ড.
তিনি আরো বলেন, “আমি পরবর্তী অর্থবছরে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদার ও তাদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নের লক্ষ্যে ১২৫ কোটি টাকার একটি তহবিল বরাদ্দের প্রস্তাব করছি।”
তিনি বলেন, “বর্তমান অর্থবছরে দেশের প্রায় ৪০ হাজার শিশু তাদের শারীরিক, মানসিক এবং সাংস্কৃতিক উন্নয়নের জন্য বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে প্রশিক্ষণ পেয়েছে। এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে শিশুদের মধ্যে সৃজনশীলতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার প্রচেষ্টা করা হয়েছে।”
তিনি আরো বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শিশু শহীদদের ৮৪টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং আহত শিশুদের মূলধারায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। শিশু ডে-কেয়ার সেন্টারের মাধ্যমে ১ হাজার ৭০০ শিশুকে সেবা প্রদান করা হচ্ছে এবং অন্য একটি প্রকল্পের অধীনে ২০টি ডে-কেয়ার সেন্টারে ৬ মাস থেকে ৬ বছর বয়সী ১ হাজার ২০০ শিশুকে সেবা দেওয়া হচ্ছে।”
২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ হাজার কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব বাজেটের আকার ৫ লাখ ৭৪ হাজার কোটি টাকা।
এর আগে সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদ সদস্যদের বিশেষ বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এটি অন্তর্বর্তী সরকারের প্রথম ও দেশের ইতিহাসে ৫৪তম বাজেট।
সংসদ না থাকায় এবারের ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হয়েছে।
ঢাকা/হাসান/সাইফ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রস ত ব ত ব জ ট র প রস ত ব র আওত য় উপদ ষ ট বর দ দ র জন য সরক র
এছাড়াও পড়ুন:
বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) ও অর্ধবার্ষিক (এপ্রিল-সেপ্টেম্বর, ২০২৫) পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৩.৫৩ শতাংশ।
রবিবার (২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে শনিবার (১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৩.০৮ টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১১.৯৬ টাকা। সেহিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১.১২ টাকা বা ৯.৩৬ শতাংশ।
এদিকে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক বা দুই প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩১.১৪ টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩২.২৮ টাকা। সেহিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ১.১৪ টাকা বা ৩.৫৩ শতাংশ।
আর ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫৬.৩৩ টাকা।
ঢাকা/এনটি/ইভা