২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ৫ হাজার ৭৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৩৮ কোটি টাকা বেশি।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাজেটে এ প্রস্তাব উপস্থাপন করেন।

প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, “নারীর অধিকার, সুরক্ষা এবং অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করা আমাদের সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। নিরাপত্তা নিশ্চিতে  ১ হাজার ৩৯৯ জন নারীর জন্য আবাসন সুবিধা প্রদান করা হয়েছে। নারী প্রশিক্ষণ ও উন্নয়ন জাতীয় একাডেমির মাধ্যমে এবং উপজেলা পর্যায়ে নারী প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে নারীদের জন্য দক্ষতাভিত্তিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”

আরো পড়ুন:

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ৩১ হাজার ৩৯ কোটি টাকা বরাদ্দ

বিএনপির বাজেট প্রতিক্রিয়া বুধবার

তিনি বলেন, “জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বৃদ্ধির প্রকল্পের আওতায় ১০ হাজার ৪৫৫ জন নারী উদ্যোক্তাকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ২০ হাজার  নির্বাচিত নারীকে ক্ষমতায়ন ও দারিদ্র্য দূরীকরণে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।”

অর্থ উপদেষ্টা জানান, কিশোর-কিশোরী ক্লাব প্রতিষ্ঠা প্রকল্পের আওতায় ৭ লাখ ৩২ হাজার ৪৫০ কিশোর-কিশোরীকে বাল্যবিবাহ রোধ, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নারীদের আর্থিক অন্তর্ভুক্তি ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিটি শাখায় নারী উদ্যোক্তাদের জন্য একটি করে আলাদা ডেস্ক স্থাপন করা হয়েছে।

ড.

সালেহউদ্দিন আহমেদ বলেন, “নারীদের সহজে ঋণ প্রাপ্তি নিশ্চিত করতে ৩০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করা হয়েছে, যার আওতায় নারীরা ২৫ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ পাচ্ছেন।”

তিনি আরো বলেন, “আমি পরবর্তী অর্থবছরে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদার ও তাদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নের লক্ষ্যে ১২৫ কোটি টাকার একটি তহবিল বরাদ্দের প্রস্তাব করছি।”

তিনি বলেন, “বর্তমান অর্থবছরে দেশের প্রায় ৪০ হাজার শিশু তাদের শারীরিক, মানসিক এবং সাংস্কৃতিক উন্নয়নের জন্য বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে প্রশিক্ষণ পেয়েছে। এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে শিশুদের মধ্যে সৃজনশীলতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার প্রচেষ্টা করা হয়েছে।”

তিনি আরো বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শিশু শহীদদের ৮৪টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং আহত শিশুদের মূলধারায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। শিশু ডে-কেয়ার সেন্টারের মাধ্যমে ১ হাজার ৭০০ শিশুকে সেবা প্রদান করা হচ্ছে এবং অন্য একটি প্রকল্পের অধীনে ২০টি ডে-কেয়ার সেন্টারে ৬ মাস থেকে ৬ বছর বয়সী ১ হাজার ২০০ শিশুকে সেবা দেওয়া হচ্ছে।”

২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ হাজার কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব বাজেটের আকার ৫ লাখ ৭৪ হাজার কোটি টাকা।

এর আগে সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদ সদস্যদের বিশেষ বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এটি অন্তর্বর্তী সরকারের প্রথম ও দেশের ইতিহাসে ৫৪তম বাজেট।

সংসদ না থাকায় এবারের ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হয়েছে।

ঢাকা/হাসান/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রস ত ব ত ব জ ট র প রস ত ব র আওত য় উপদ ষ ট বর দ দ র জন য সরক র

এছাড়াও পড়ুন:

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নির্দেশনা মাউশির, কে কত টাকা পাবেন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে কোন গ্রেডের শিক্ষকেরা বিশেষ সুবিধা পাবেন বা বিশেষ সুবিধা বাবদ কত শতাংশ হারে টাকা পাবেন, তা জানানো হয়েছে।

আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২৯ জুলাই ২০২৫

গতকাল বুধবার মাউশির অফিস আদেশে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড-৯ থেকে তদূর্ধ্ব (ওপরের) গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই ২০২৫ থেকে প্রতিবছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১০ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন। এ ছাড়া গ্রেড-১০ থেকে তদনিম্ন (নিচের) গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই ২০২৫ থেকে প্রতিবছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১৫ শতাংশ হারে, তবে ১ হাজার ৫০০ টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন। এই গ্রেডের শিক্ষকেরা ‘বিশেষ সুবিধা’র ক্ষেত্রে কেউই ১ হাজার ৫০০ টাকার কম পাবেন না।

আরও পড়ুনআমেরিকার ফুলব্রাইট বৃত্তি: আবেদনের সময় বৃদ্ধি, প্রয়োজন টোয়েফলে ৮০ কিংবা আইইএলটিএসে ৭৫ ঘণ্টা আগে

দেশে এখন ২২ হাজার ১৭৪টি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৬০৮ জনের মতো।

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১ আগস্ট ২০২৫)
  • নীতি সুদহার অপরিবর্তিত, বেসরকারি খাতের জন্য সুখবর নেই
  • সংকোচনমূলক মুদ্রানীতি বাণিজ্য-বিনিয়োগের প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করবে: ঢাকা চেম্বার
  • জুলাইয়ের ৩০ দিনে রেমিট্যান্স ২৩৬ কোটি ডলার ছাড়িয়েছে
  • নতুন মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার অপরিবর্তিত
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নির্দেশনা মাউশির, কে কত টাকা পাবেন
  • সবজির দামে স্বস্তি, মজুরি বৃদ্ধির হার এখনো কম
  • ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের লভ্যাংশ ঘোষণা
  • গ্যাস অপচয়ে বছরে ক্ষতি ৩ হাজার কোটি টাকার বেশি: পেট্রোবাংলা
  • সার আমদানি ও জমি হস্তান্তরের প্রস্তাব অনুমোদন