বাংলাদেশের ক্রিকেট আর ঢাকাই সিনেমার মধ্যে একটা ভালো মিল আছে। ক্রিকেটে আছে ‘সাকিবিয়ান’ আর ‘তামিমিয়ান’। বাংলা সিনেমার দুনিয়ায় এক দশকের বেশি সময় ধরে আছে ‘শাকিবিয়ান’, এর মধ্যে নতুন করে যোগ হয়েছে ‘নিশোইয়ান’। বড় তারকার আলাদা ভক্ত-সমর্থক থাকতেই পারে। সাধারণ ভক্তদের আবেগের বশে মাঝেমধ্যে বাড়াবাড়িও হয়ে থাকে। কিন্তু দুই তারকার ভক্তদের মধ্যে বিনা কারণে যে ‘ভার্চ্যুয়াল যুদ্ধ’ বেধেছে, এর ব্যাখ্যা কী। অতীতে এটা অনেকবার হলেও রায়হান রাফীর ঈদের সিনেমা ‘তাণ্ডব’কে ঘিরে যা হচ্ছে, সেটা যেন সব সীমা ছাড়িয়ে গেছে।

আরও পড়ুনশাকিবের ‘বরবাদ’ আরও ভালো হতে পারত কি০৮ এপ্রিল ২০২৫

ঈদের সিনেমার দুই প্রতিদ্বন্দ্বী তারকার ভক্তদের মধ্যে অন্তর্জালে ‘ভার্চ্যুয়াল যুদ্ধ’-এর বিশদে যাওয়ার আগের পটভূমি একটু বলা যাক। গত ২৩ মে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ছিল মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আফরান নিশো ও তাসনিয়া ফারিণ। অনুষ্ঠানে চলচ্চিত্রে ২৫ বছর পূর্তির জন্য শাকিব খানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। তারকা জরিপে ‘তুফান’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কারও পান তিনি। তবে বড় চমক তখনো বাকি ছিল।

একপর্যায়ে শাকিব ও নিশোকে মঞ্চে দেখা যায় একসঙ্গে পারফর্ম করতে। অনুষ্ঠানে শাকিবের প্রশংসা করেন নিশো। ব্যস, সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় দুই তারকার পারফরম্যান্স। অনেকে সাধুবাদ জানান। কেউ আবার তাঁদের এই ‘মধুর মিলন’ মানতে পারেননি। তাঁরা আবার মিম বানান, কেউ আবার নাচের কিছু খণ্ডিত অংশে প্রচার করে বলার চেষ্টা করেন, শাকিবের উপস্থিতি পছন্দ করেননি নিশো। তবে মোটাদাগে দুই তারকার পারফরম্যান্স প্রশংসিত হয়। কিন্তু ঝড়ের তখনো বাকি ছিল।

মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের শেষ পরিবেশনায় শাকিব খান ও প্রীতম হাসানের ‘লাগে উরাধুরা’ গান ও নৃত্যের সঙ্গে দুই উপস্থাপক আফরান নিশো ও তাসনিয়া ফারিণ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন ত রক র

এছাড়াও পড়ুন:

অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’

নতুন অ্যালবাম প্রকাশ করেছে কক্সবাজারের তরুণদের গানের দল ‘পেনোয়া’। ১৩টি গান নিয়ে প্রকাশ করেছে নিজেদের প্রথম অ্যালবাম ‘এ রুহের তলে’। এ অ্যালবামটি শোনা যাচ্ছে ইউটিউব, স্পটিফাই প্রভৃতি আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে। অ্যালবামের গানগুলো সরাসরি শোনাতে কনসার্টের উদ্যোগ নিয়েছে তারা। চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকায় হবে তিনটি কনসার্ট। যেখানে গানের সঙ্গে থাকবে থিয়েট্রিক্যাল পারফরম্যান্স, ব্যান্ডের সদস্যরা শোনাবে গানের গল্প।

আরও পড়ুনকক্সবাজারের ব্যান্ডটির গান কেন শুনছেন তরুণেরা০৭ ডিসেম্বর ২০২৪

২০ নভেম্বর চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ‘অ্যালবাম কমপ্লিশন কনসার্ট’ শিরোনামের প্রথম আয়োজনটি হবে। চলবে রাত ১০টা পর্যন্ত। যেখানে থিয়েট্রিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে অ্যালবামের পেছনের অনেক গল্প জানতে পারবেন শ্রোতারা। দ্বিতীয় আয়োজনটি হবে ২৫ ডিসেম্বর কক্সবাজারে, আর শেষ কনসার্টটি হবে জানুয়ারির মাঝামাঝি, সম্ভাব্য ভেন্যু ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টার।

আয়োজনের পোস্টার

সম্পর্কিত নিবন্ধ

  • অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’