অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে বৃহস্পতিবার (৫ জুন) দিবাগত রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কের ২৫ কিলোমিটারে থেমে থেমে যানবাহন চলছে। মাঝরাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে ঘারিন্দা পর্যন্ত এ অবস্থার সৃষ্টি হয়েছে। 

এতে ঈদে ঘরমুখো উত্তরাঞ্চলের হাজার হাজার মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের কষ্ট পাচ্ছে।

ঢাকা থেকে রাজশাহীগামী বাসের যাত্রী সুলতান বলেন, ‘‘যেখানে ৫ ঘণ্টায় বাড়ি যেতে পারি। আজকে ১৩ ঘণ্টাও টাঙ্গাইল সদর উপজেলা ছাড়তে পারলাম না। গরমে বাসে বসে কষ্ট পেতে হচ্ছে।’’

আরো পড়ুন:

রেলওয়ে উপদেষ্টা
ভোগান্তির বিষয়ে যাত্রীদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়নি

সড়কে পরিবহন সংকট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

পাবনাগামী বাসের যাত্রী রাসেল মিয়া বলেন, ‘‘৪০০ টাকার ভাড়া ১ হাজার টাকা দিয়ে যাচ্ছি। তারপর পথে যানজটে কষ্ট হচ্ছে।’’

বাসের নারী যাত্রী রুমা বেগম বলেন, ‘‘সব জায়গায় নারীদের ভোগান্তি বেশি। যানজটে শিশু সন্তান নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। যানজটে আছি প্রায় ৬ ঘণ্টা ধরে। এর আগে গাজীপুর, চন্দ্রায়ও যানজটে ছিলাম।’’

শুক্রবার (৬ জুন) সকালে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মো.

শরিফ জানান, যানবাহনের চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে মহাসড়‌কে পুলিশ কাজ করছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।
 

ঢাকা/কাওছার/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন সড়ক দ র ঘটন য নজট

এছাড়াও পড়ুন:

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।

কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে প্রাথমিকভাবে বিএনপি নেতা ফজলুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি।

মির্জা ফখরুল বলেন, ‘‘আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ভোটের মাঠে লড়বেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে, ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে।’’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ