ঢাকায় ফেরার পথে দুর্ঘটনায় নিহত রাইড শেয়ারের দুই মোটরসাইকেলচালক
Published: 17th, June 2025 GMT
ঢাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন দুই বন্ধু আবু মোতালেব (২৭) ও সাজু ইসলাম (৩৩)। ঈদে তাঁরা বাড়ি এসেছিলেন। ঈদের পর মোটরসাইকেলে করে ঢাকায় ফিরছিলেন তাঁরা। কিন্তু পথে দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই দুই বন্ধু। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রাঙামাটি বিজিবি ক্যাম্পসংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত আবু মোতালেব দিনাজপুরের কাহারোল উপজেলার জয়রামপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। সাজু ইসলাম একই উপজেলার জগন্নাথপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি পিকআপ ফুলবাড়ী শহর থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে আসছিলেন আবু মোতালেব ও সাজু ইসলাম। ডাঙ্গাপাড়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
নিহত আবু মোতালেবের স্ত্রীর বড় ভাই মিজানুর রহমান বলেন, দুই বছর আগে মোতালেব বিয়ে করেন। এর পর থেকে তিনি ঢাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। সম্প্রতি কর্মসংস্থানের জন্য সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঢাকায় গিয়ে পাসপোর্ট ও ভিসাসংক্রান্ত কাজ শেষ করে কয়েক দিনের মধ্যেই বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই মৃত্যুর সংবাদ এল।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহিব্বুল হক বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। পিকআপটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে চালক ও সহকারী পলাতক। দুজনের মরদেহ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা আসার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ র ঘটন ইসল ম উপজ ল
এছাড়াও পড়ুন:
ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।
আরো পড়ুন:
যে আসন থেকে লড়বেন তারেক রহমান
২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, ৩টি আসনে লড়বেন খালেদা জিয়া
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়।
এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ঢাকা-৮ আসনের সম্ভ্যাব্য প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।”
মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।”
বিএনপি মহাসচিব বলেন, “দিনাজপুর-৩ থেকে আগামী নির্বাচনে অংশ নেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকেও লড়বেন তিনি।”
সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ