প্রাইভেটকার ভাড়া করে স্ত্রী ও তিন শিশুসন্তান নিয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন জুনেদ আহমদ। পথে গাড়ির ব্রেক ফেল করলে চালক নিয়ন্ত্রণ হারান। এর পর গাড়িটি সড়কের পাশের গাছে ধাক্কা দিয়ে খাদে পড়ে প্রাণ হারান জুনেদ আহমদের স্ত্রী ও বড় ছেলে। আহত হয়েছেন তিনিসহ চারজন।

গতকাল বুধবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পারাইচক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিলাম ইউনিয়নের আকিলপুর গ্রামের জুনেদ আহমদের স্ত্রী ঝর্ণা বেগম (৩৫) ও বড় ছেলে সিয়াম আহমদ (৮)। আহত হয়েছেন জুনেদ, তাঁর অন্য দুই শিশুসন্তান ও প্রাইভেটকারের চালক। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

স্থানীয়রা জানান, স্ত্রী ও তিন সন্তান নিয়ে ফেঞ্চুগঞ্জ এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন জুনেদ। পথে প্রাইভেটকার গাছে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জুনেদের স্ত্রী মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।

এদিকে জকিগঞ্জ উপজেলায় বরযাত্রীর গাড়ির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বর-কনেসহ আটজন। বিকেলে জকিগঞ্জ-সিলেট মহাসড়কের কসকনকপুর ইউনিয়ন অফিস বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম শাহাবুদ্দিন সাবু। তিনি দুর্ঘটনাকবলিত টমটমের চালক। 

জকিগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মোমেন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, বরযাত্রী বহনকারী মাইক্রোবাসের চালক বেপরোয়া গতিতে গাড়িটি চালানোয় দুর্ঘটনা ঘটেছে।

কাজে যাওয়া হলো না দুই শ্রমিকের
ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন নূর ইসলাম (৩০) ও ছেলে মাসুম আহম্মেদ (২৮)। গতকাল সকালে দু’জন এক মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে সৈয়দপুরগামী শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষে দু’জনই প্রাণ হারিয়েছেন। নীলফামারীর সৈয়দপুর উপজেলার সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নূর ইসলাম উপজেলার কামারপুকুর ইউনিয়নের দৌহলিয়া মুন্সিপাড়া গ্রামের বুদারু মাহমুদের ছেলে এবং মাসুম একই ইউনিয়নের দৌহলিয়া মুন্সিপাড়া গ্রামের বুদারু মাহমুদের ছেলে। 

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।

গাড়ি উল্টে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
মেহেরপুরের গাংনী উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ গাড়ি আগলামন উল্টে নাহিদ হোসেন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছেন চালকসহ দু’জন। 

গতকাল বিকেলে গাংনী-সাহারবাটি সড়কের ইবাদতখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ রায়পুর ইউনিয়নের এলাঙ্গী গ্রামের বাবলু মিয়ার ছেলে।

ট্রাকের চাকায় পিষ্ট শিশু
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ট্রাকচাপায় রওজাতুন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বিকেলে হিলি-বিরামপুর সড়কের হিলি মুহাড়াপাড়া বিজিবি ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রওজাতুন পাশের জয়পুরহাট জেলার মঙ্গলবাড়ি উপজেলার বুজরক গ্রামের ওমর ফারুকের মেয়ে। 

স্থানীয়রা জানান, দাদা-দাদির সঙ্গে বিরামপুরের কাটলায় নানাবাড়ি থেকে ভ্যানে বাড়ি ফিরছিল রওজাতুন। বিরামপুরে যাওয়ার সময় সড়কের পাশের গর্তে পড়ে ভ্যানটি উল্টে যায়। রওজাতুন ছিটকে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। 

এদিকে সুনামগঞ্জের দিরাই উপজেলায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় রিহান (৪) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দিরাই-শ্যামারচর সড়কের বড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিহান দিরাইয়ের চরনাচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের মোহাম্মদ হিরা মিয়ার ছেলে।

(তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতা)

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দ র ঘটন ন হত এল ক য় এ দ র ঘটন আহত হয় ছ ন উপজ ল র রওজ ত ন উপজ ল য় সড়ক র গতক ল

এছাড়াও পড়ুন:

ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে তরুণের মৃত্যু

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (আন্তর্জাতিক বিমানে যাত্রী ওঠার জন্য লাগানো সিঁড়ি) চাকা ফেটে রক্ষণাবেক্ষণের কাজ করা রুম্মান আহমদ (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৪টার দিকে রুম্মান আহমদের মৃত্যু হয়।

রুম্মান আহমদ সিলেটের বিমানবন্দর থানা এলাকার কান্দিপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন এনামুল (২৫) নামের অপর এক যুবক। তিনি বিমানবন্দর থানা এলাকার মহালদি গ্রামের বাসিন্দা। তাঁরা বিমানবন্দরে রক্ষণাবেক্ষণের কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী।

বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বিমানে যাত্রী ওঠার জন্য সিঁড়ি হিসেবে বোর্ডিং ব্রিজ ব্যবহার করা হয়। সেটি স্থানান্তর করতে নিচে চাকা লাগানো থাকে। বিমান চলাচলের ফাঁকে সেগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে বোর্ডিং ব্রিজের দুটি চাকা বদলানোর কাজ করছিলেন দুই কর্মী। এ সময় হঠাৎ বিকট শব্দে একটি চাকা ফেটে যায়। এতে তাঁরা আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় রুম্মানকে একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, বোর্ডিং ব্রিজের চাকা বদলাতে গিয়ে একটি চাকা ফেটে গিয়েছিল। এ সময় চাকার পাশে থাকা দুজন আহত হন। পরে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অসাবধনতা বা দুর্ঘটনা যা-ই হোক, দুঃখজনক ঘটনা ঘটে গেছে।

সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, বিমানবন্দরের অভ্যন্তরে বোর্ডিং ব্রিজের চাকা খুলে নেওয়ার সময় সেটি বিকট শব্দে ফেটে গিয়েছিল। এতে একজনের মৃত্যু হয়েছে, আরেকজন আহত অবস্থায় চিকিৎসাধীন। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত নিবন্ধ

  •  সোনারগাঁয়ে হাতপাখার প্রার্থী ফারুক মুন্সিকে সংবর্ধনা
  • বাবা-মেয়ের কাছ থেকে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২
  • দেশের জন্য যা যা করা দরকার, সব করেছেন আহমদ ছফা
  • ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না: নজরুল ইসলাম খান
  • জুলাই সনদে আমাদের যে সম্মতি সেটি আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন
  • ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে তরুণের মৃত্যু
  • সংসদের উচ্চকক্ষে পিআর চালুর প্রস্তাব কমিশনের, আলোচনায় উত্তেজনা