ট্রাম্প কী করবেন, সেই অনিশ্চয়তা থেকে বাড়ছে তেলের দাম
Published: 19th, June 2025 GMT
মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে গতকাল বুধবার সারা বিশ্বে তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা গেছে। ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে পড়ার সম্ভাবনা—এ দুই বিষয় নিয়ে বিনিয়োগকারীরা গতকাল দিনভর ভেবেছেন।
স্বাভাবিকভাবেই গতকাল আবারও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। গতকাল দিন শেষে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৭৬ দশমিক ৭০ ডলার; আগের দিনের তুলনায় ২৫ সেন্ট বেশি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম বেড়ে দাঁড়ায় ৭৫ দশমিক ১৪ ডলার; বেড়েছে ৩০ সেন্ট। যদিও দিনের শুরুতে দাম প্রায় ২ শতাংশ কমে গিয়েছিল,গত মঙ্গলবারের তুলনায় দাম বেড়েছে ৪ শতাংশের বেশি।
তবে আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববাজারে তেলের দাম আবার কিছুটা কমেছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১৬ সেন্ট কমে ৭৬ দশমিক ৫৪ ডলারে নেমে এসেছে। ডব্লিউটিআই ক্রুডের দাম অবশ্য ব্যারেলপ্রতি ৬ সেন্ট বেড়ে ৭৫ দশমিক ২০ ডলারে উঠেছে।
বিশ্লেষকেরা বলছেন, এ পরিস্থিতির মূল কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পাল্টাপাল্টি বক্তব্য। খামেনি ট্রাম্পের ‘শর্তহীন আত্মসমর্পণ’-এর আহ্বান প্রত্যাখ্যান করেন। অন্যদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁর ‘ধৈর্যের সীমা ফুরিয়ে এসেছে’; যদিও পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি হয়তো করব, হয়তো করব না—আসলে কেউই জানে না আমি কী করব।’ ট্রাম্প আরও দাবি করেন, ইরান আলোচনার আগ্রহ দেখিয়েছে, এমনকি হোয়াইট হাউসে বৈঠকের প্রস্তাবও এসেছে; কিন্তু তাঁর মন্তব্য, ‘কথা বলার জন্য অনেক দেরি হয়ে গেছে।’
হোয়াইট হাউসের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, এমন আশঙ্কাও আছে, যেখানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় অংশ নিতে পারে।
বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়লে পুরো অঞ্চলের জ্বালানি অবকাঠামো ঝুঁকিতে পড়বে। এ বিষয়ে রিটারবুশ অ্যান্ড অ্যাসোসিয়েটস নামে এক জ্বালানি পরামর্শদাতা প্রতিষ্ঠানের বিশ্লেষণে বলা হয়েছে, ‘পরিস্থিতির মোড় যেদিকেই যাক, ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ৮৩ ডলার পর্যন্ত উঠতে পারে; আবার পরিস্থিতি শান্ত হলে ৬৮ ডলারে নামতেও পারে।’
বিশ্ববাজারে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো হরমুজ প্রণালি। আইএনজি ব্যাংকের বিশ্লেষকেরা বলছেন, ‘সারা বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত মোট তেলের এক-তৃতীয়াংশ যায় হরমুজ প্রণালি দিয়ে। এখানে বড় কোনো বিঘ্ন ঘটলে তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলার ছাড়িয়ে যেতে পারে।’
ইরান ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। দেশটি প্রতিদিন গড়ে ৩৩ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন করে।
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জেনেভা থেকে জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানে সরাসরি জড়িয়ে পড়লে ইরান কড়া জবাব দেবে—এ বার্তা ওয়াশিংটনকে দেওয়া হয়েছে।
এদিকে অর্থনৈতিক দিক থেকেও মার্কিন নীতিনির্ধারকদের অবস্থানের দিকে সবার দৃষ্টি। গতকাল ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখলেও ভবিষ্যতে ধাপে ধাপে তা কমানো হবে—এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির ফলে উচ্চ মূল্যস্ফীতির পূর্বাভাস বিবেচনায় নিয়ে সুদ কমানোর গতি কিছুটা শ্লথ করেছে তারা।
মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, ২০২৫ সালের মধ্যে মোট শূন্য দশমিক ৫০ শতাংশ সুদ কমানো হলেও ২০২৬ ও ২০২৭ সালে মাত্র শূন্য দশমিক ২৫ শতাংশ কমানোর পরিকল্পনা আছে। সুদহার কমলে সাধারণত অর্থনৈতিক প্রবৃদ্ধির পালে হাওয়া লাগে; তখন স্বাভাবিকভাবেই তেলের চাহিদা বেড়ে যায়। গত দুই বছরে হামাস-ইসরায়েল সংঘাত, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুতি বিদ্রোহীদের হামলার মতো বেশ কিছু ঘটনা থাকলেও শেষমেশ তেলের দাম বাড়েনি, বরং উল্টো কমেছে। এর মূল কারণ চাহিদা না থাকা।
এদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) হিসাব অনুযায়ী, গত সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুত ১ কোটি ১৫ লাখ ব্যারেল কমে দাঁড়িয়েছে ৪২০ দশমিক ৯ মিলিয়ন বা ৪২ দশমিক শূন্য ৯ কোটি ব্যারেল, যেখানে বিশ্লেষকেরা ১৮ লাখ ব্যারেল ঘাটতির পূর্বাভাস দিয়েছিলেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ক তর ষ ট র র ইসর য় ল গতক ল দশম ক
এছাড়াও পড়ুন:
শেখ হাসিনা ভারতে বসে আবারও ষড়যন্ত্র করছে: দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে আবারও ষড়যন্ত্র করছে। চোরাগোপ্তা হামলার পরিকল্পনা করছে।”
জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে আয়োজিত প্রতীকী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, “তারা যদি আবার ষড়যন্ত্র করে, নির্বাচন বানচালের চেষ্টা করে, তাহলে জনগণ আর কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। সম্মিলিতভাবে আবার তাদেরকে প্রতিহত করা হবে। বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন। এ নির্বাচনের প্রত্যাশায় দীর্ঘ ১৬-১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে অনেক তরুণ প্রাণ ঝরে গেছে, লক্ষাধিক নেতা-কর্মীর নামে মামলা হয়েছে এবং গণতন্ত্র রক্ষায় মানুষ নির্বাসিত জীবনযাপন করছে।”
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, “যদি নির্বাচনের ঘোষণা আসে, তাহলে দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে আবারও ক্ষমতায় আনবে।”
তিনি বলেন, “আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বাংলাদেশের নেতৃত্বে আসবেন এবং জনগণের ওপর নির্ভর করে দেশকে এগিয়ে নেবেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মধ্যে দিয়েই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়। আরো বক্তব্য রাখেন—বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, বিলকিস ইসলাম, প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নেসারুল হক,মৎস্যজীবী দলের নেতা ইসমাইল হোসেন সিরাজী, কৃষক দলের নেতা আব্দুর রাজী, ছাত্রদলের নেতা শামীম আখন্দ প্রমুখ।
ঢাকা/রায়হান/রফিক