‘দ্য সেফকিপ’ জিতে নিল উইমেনস প্রাইজ ফর ফিকশন
Published: 19th, June 2025 GMT
ষাটের দশকে নেদারল্যান্ডসের এক অপ্রত্যাশিত প্রেমের গল্প নিয়ে ইয়েল ভ্যানডার উওডেন লিখেছেন মাস্টারফুল রোমান্স উপন্যাস ‘দ্য সেফকিপ’। রোমান্টিক এবং পারিবারিক গল্পে সাজানো উপন্যাসটি জিতে নিল এবারের ‘উইমেন প্রাইজ ফর ফিকশন’। গত বছর বুকার পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছিল আলোচিত উপন্যাসটি।
বিচারকরা বইটিকে ‘একটি আশ্চর্যজনক আত্মপ্রকাশ; ইতিহাস, সাসপেন্স এবং ঐতিহাসিক সত্যতার একটি দুর্দান্ত সংমিশ্রণ’ বলে অভিহিত করেছেন। ১২ জুন লন্ডনে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ৩০তম উইমেন্স প্রাইজ ফর ফিকশন বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হয়। পুরস্কার হিসেবে ৩৮ বছর বয়সী ডাচ এই লেখক পেয়েছেন ৩০ হাজার পাউন্ড। অর্থিক পুরস্কারের পাশাপাশি বিজয়ীকে দেওয়া হয় শিল্পী গ্রিজেল নিভেনের তৈরি ‘বেসি’ নামে একটি ব্রোঞ্জের আবক্ষ মূর্তিও।
উপন্যাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ডাচ ইহুদিদের প্রতি কী রকম আচরণ করা হতো তার বর্ণনা রয়েছে। এ ছাড়া ১৯৬১ সালে নেদারল্যান্ডসের পটভূমিতে একটি রোমান্টিক ও পারিবারিক কাহিনিও ফুটিয়ে তোলা হয়েছে।
প্রধান বিচারক লেখক কিট ডি ওয়াল উপন্যাসটিকে ‘নির্মাণের পথে ধ্রুপদি’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘উপন্যাসটি আগামী প্রজন্মের জন্য প্রিয় এবং প্রশংসিত হবে। এমন বই প্রতিদিন আসে না। প্রতিটি শব্দ নিখুঁতভাবে স্থাপন করা হয়েছে, পৃষ্ঠার পর পৃষ্ঠা যুদ্ধ এবং এতে এমন একটি দিক প্রকাশ করে– যা এখন পর্যন্ত বেশির ভাগ ক্ষেত্রেই কল্পকাহিনিতে অনাবিষ্কৃত ছিল। এ ছাড়া এটি একটি প্রেমের গল্প, যেখানে সুন্দরভাবে উপস্থাপন করা অন্তরঙ্গ দৃশ্যগুলো সূক্ষ্মতা এবং আকর্ষণীয় কামোত্তেজকতার সঙ্গে লেখা হয়েছে।’ v
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামের এই সড়কে ঝুঁকি নিয়ে চলাচল
২ / ৯দুটি বাসের মাঝখান দিয়ে বাম্পারে পা রেখে পার হচ্ছেন একজন।