চলন্ত গাড়ির চাপায় এক ডাকাত ও হামলায় অটোচালক নিহত
Published: 20th, June 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে যাত্রীবাহী গাড়ি থামিয়ে ডাকাতির সময় চলন্ত গাড়ির চাপায় এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ডাকাতদের হামলায় গুরুতর আহত হয়ে প্রাণ হারিয়েছেন এক সিএনজি অটোরিকশাচালকও।
বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাত দেড়টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের সাতখামাইর গজারি বনের ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত সিএনজি অটোরিকশা চালকের নাম আবুল কালাম (৪০)। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা মো.
শুক্রবার (২০ জুন) শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, ডাকাতির সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ডাকাত দলের চার সদস্যকে আটক করা হয়। আহত অবস্থায় উদ্ধার হওয়া অটোচালক আবুল কালাম ও ডাকাত সদস্য আরিফুল ইসলাম পরে মারা যান।
ওসি আব্দুল বারিক আরও জানান, আটককৃত চার ডাকাতের বিষয়ে তদন্ত চলছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অটোচালক আবুল কালামের ছেলে রনি বলেন, ‘বাবা রাত ১টার কিছু পরে মাওনা থেকে বরমীর দিকে রওনা দেন। পথে সাতখামাইর এলাকায় ডাকাতরা তার গাড়িকে থামাতে সিগন্যাল দেয়। কিন্তু যাত্রীদের নিরাপত্তার জন্য বাবা গাড়ি না থামানোয় তারা তাকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে আহত করে।’
পরে গুরুতর অবস্থায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
একই ঘটনায় পিকআপচালক শফিকুল ইসলাম বলেন, ‘ডাকাতরা আমার গাড়িও থামিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোন লুটে নেয়। এরপর একসঙ্গে পাঁচটি সিএনজি আসে, এর একটি ডাকাতদের সিগন্যাল উপেক্ষা করে দ্রুত চলে যায়। এতে এক ডাকাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।’
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন আক্তার বলেন, ‘আহত ডাকাত সদস্যের মাথায় মারাত্মক আঘাত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।’
ঢাকা/রফিক/টিপু
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ড ক ত সদস য উপজ ল
এছাড়াও পড়ুন:
২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা, আপনার আসনে কে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পেয়েছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
ঢাকায় বিএনপির মনোনয়ন পেলেন যারা
ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস
দেখে নিন আপনার আসনে বিএনপির প্রার্থী কে
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ