বিশ্বের অন্যতম বৃহৎ পোশাকের ব্র্যান্ড এইচঅ্যান্ডএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড্যানিয়েল আরভেয়ার জানিয়েছেন, আমদানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের প্রভাব পড়তে শুরু করেছে। এতে করে যুক্তরাষ্ট্রে পোশাকের দাম বাড়ছে। খবর দ্য গার্ডিয়ানের।

ড্যানিয়েল আরভেয়ার বলেন, আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রে কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যে দাম বাড়ানো শুরু করেছে। কেউ আগ্রাসীভাবে দাম বাড়াচ্ছে; আবার কেউ ধীরে এগোচ্ছে।

ট্রাম্পের পাল্টা শুল্ক পুরোপুরি কার্যকর হওয়ার পর বাজার পরিস্থিতি কীভাবে পরিবর্তিত হবে তা এখনো অনিশ্চিত বলে জানান আরভেয়ার। তিনি বলেন, পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। ট্রাম্প প্রশাসন একাধিকবার নিয়ম পরিবর্তন করেছে। তারপরও এইচঅ্যান্ডএম পণ্যের দাম, ফ্যাশনের আধুনিকতা ও টেকসই পরিবেশবান্ধব পণ্যের ক্ষেত্রে খুব প্রতিযোগিতামূলক থাকতে চেষ্টা করছে।

এইচঅ্যান্ডএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড্যানিয়েল আরভেয়ার.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আরভ য় র

এছাড়াও পড়ুন:

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।

কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে প্রাথমিকভাবে বিএনপি নেতা ফজলুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি।

মির্জা ফখরুল বলেন, ‘‘আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ভোটের মাঠে লড়বেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে, ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে।’’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ