নতুন সিনেমায় শাকিব খান, মোশাররফ করিম কি বাদ
Published: 3rd, July 2025 GMT
দুই দিন ধরেই শোনা যাচ্ছে শাকিব খানকে নিয়ে নাট্য পরিচালক আবু হায়াত মাহমুদ সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন, তাঁরা চুক্তিও করেছেন। এর সঙ্গে আরও শোনা যায়, এই পরিচালকের ঘোষণা করা এক বছর আগের একটি সিনেমায় মোশাররফ করিমের চরিত্রেই অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন শাকিব খান। তাহলে কি মোশাররফ করিম বাদ যাচ্ছেন? সিনেমাটি নিয়ে কী হচ্ছে, সেটাই জানালেন পরিচালক।
জানা গেল, নতুন সিনেমায় থাকছেন শাকিব খান। ঈদে ‘তাণ্ডব’ মুক্তির পরে বেশ কিছু সিনেমায় শাকিব খানের চুক্তিবদ্ধ হওয়ার কথা শোনা গেলেও অবশেষে শাকিব খানকে পাওয়া গেল আবু হায়াতের সিনেমায়। সিনেমাটির নাম এখনো ঠিক হয়নি। আবু হায়াত বলেন, ‘আমরা বেশ কয়েকবার শাকিব খানের সঙ্গে গল্প নিয়ে বসেছিলাম। তিনি আমাদের গল্প, প্রেক্ষাপট খুবই পছন্দ করেছেন। প্রশংসা করেছেন। যে কারণে তিনি সিনেমা নিয়ে আগ্রহী হন। গতকালই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিই।’
শাকিব খান.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সৌদিতে সক্রিয় যুক্তরাষ্ট্রের ‘থাড’!
বিশ্বের শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থাগুলোর একটি যুক্তরাষ্ট্র নির্মিত ‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড)’। এর প্রথম মোতায়েন শুরু হয়েছে সৌদি আরবে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে আরবি আন্তর্জাতিক সংবাদমাধ্যম আশরাক আল-আওসাতের বরাতে জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের। স্বল্প, মাঝারি এবং মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম ‘থাড’। এটিই একমাত্র মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরের লক্ষ্যবস্তুকে বাধা দিতেও সক্ষম।
সৌদিতে পরিচালিত প্রশিক্ষণ কর্মসূচি অনুসরণ করে জেদ্দা প্রদেশের বিমান প্রতিরক্ষা বাহিনী গবেষণা কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের উদ্বোধন করা হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা এবং কৌশলগত এলাকাগুলোকে রক্ষা করা। রয়টার্স।