সিলেটে নিজ দলের কর্মীদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছিনতাইকারী আখ্যা দিয়ে মারধর ও মাথা ন্যাড়া করার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

আহত এমদাদুল ইসলাম সিলেট বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। গত বুধবার বিকেলে নগরের আম্বরখানা এলাকা থেকে তাঁকে ধরে দর্শনদেউরি এলাকায় নিয়ে মারধরের পর মাথা ন্যাড়া করে দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার বিকেলে সিলেট নগরের আম্বরখানা এলাকা থেকে কয়েকজন যুবক এমদাদুল ইসলামকে ধরে নিয়ে যান। পরে পার্শ্ববর্তী দর্শনদেউরি এলাকায় নিয়ে এক প্রবাসী নারীর ব্যাগ ছিনতাইয়ের অভিযোগে মারধর করেন। পরে তাঁর মাথা ন্যাড়া করে ছেড়ে দেওয়া হয়।

এমদাদুল ইসলাম অভিযোগ করেন, প্রায় দুই বছর আগে ছাত্রদলের একজনের সঙ্গে তাঁর বিরোধ ছিল। এর জেরে বুধবার বিকেলে ১০ থেকে ১২ জন তাঁকে ধরে নিয়ে দর্শনদেউরি এলাকায় নিয়ে যান। তাঁরা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী। সেখানে মারধর করে তাঁর সঙ্গে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে একপর্যায়ে মাথা ন্যাড়া করে মিথ্যা অপবাদ দিয়ে ভিডিও ধারণ করা হয়।

এমদাদুল ইসলাম বলেন, তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনা তিনি দলের জেলা, মহানগর ও কেন্দ্রীয় নেতাদের জানিয়েছেন ও বিচার চেয়েছেন।

এ ব্যাপারে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফসর খানের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এমদ দ ল ইসল ম ম রধর

এছাড়াও পড়ুন:

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।

কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে প্রাথমিকভাবে বিএনপি নেতা ফজলুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি।

মির্জা ফখরুল বলেন, ‘‘আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ভোটের মাঠে লড়বেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে, ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে।’’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ