সিলেটে কর্মীদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের নেতার মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ
Published: 4th, July 2025 GMT
সিলেটে নিজ দলের কর্মীদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছিনতাইকারী আখ্যা দিয়ে মারধর ও মাথা ন্যাড়া করার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
আহত এমদাদুল ইসলাম সিলেট বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। গত বুধবার বিকেলে নগরের আম্বরখানা এলাকা থেকে তাঁকে ধরে দর্শনদেউরি এলাকায় নিয়ে মারধরের পর মাথা ন্যাড়া করে দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার বিকেলে সিলেট নগরের আম্বরখানা এলাকা থেকে কয়েকজন যুবক এমদাদুল ইসলামকে ধরে নিয়ে যান। পরে পার্শ্ববর্তী দর্শনদেউরি এলাকায় নিয়ে এক প্রবাসী নারীর ব্যাগ ছিনতাইয়ের অভিযোগে মারধর করেন। পরে তাঁর মাথা ন্যাড়া করে ছেড়ে দেওয়া হয়।
এমদাদুল ইসলাম অভিযোগ করেন, প্রায় দুই বছর আগে ছাত্রদলের একজনের সঙ্গে তাঁর বিরোধ ছিল। এর জেরে বুধবার বিকেলে ১০ থেকে ১২ জন তাঁকে ধরে নিয়ে দর্শনদেউরি এলাকায় নিয়ে যান। তাঁরা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী। সেখানে মারধর করে তাঁর সঙ্গে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে একপর্যায়ে মাথা ন্যাড়া করে মিথ্যা অপবাদ দিয়ে ভিডিও ধারণ করা হয়।
এমদাদুল ইসলাম বলেন, তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনা তিনি দলের জেলা, মহানগর ও কেন্দ্রীয় নেতাদের জানিয়েছেন ও বিচার চেয়েছেন।
এ ব্যাপারে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফসর খানের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এমদ দ ল ইসল ম ম রধর
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের জালে জাপানের ১১ গোল
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ছেলেদের উড়ন্ত সূচনার পর এবার মেয়েদের দিয়ে শুরু হলো হতাশার। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই জাপানের বিপক্ষে রীতিমতো ব্যর্থতার ছবি আঁকল বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ নারী হকি দল। চীনের দাজু হকি ট্রেইনিং সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে তারা হেরেছে ১১-০ গোলে।
ম্যাচের শুরুটা অবশ্য খুব একটা খারাপ ছিল না। প্রথম কোয়ার্টারে একটি মাত্র গোল হজম করেই প্রতিরোধ গড়ার আভাস দিয়েছিল লাল-সবুজের মেয়েরা। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ছন্দপতন ঘটে। দ্বিতীয় কোয়ার্টারে আরও দুই গোল হজম করে বাংলাদেশ। বিরতিতে যাওয়ার আগে স্কোরলাইন দাঁড়ায় ৩-০।
তৃতীয় কোয়ার্টারে কিছুটা লড়াইয়ের চেষ্টা ছিল বাংলাদেশের। জাপান সেখান থেকে মাত্র একবারই জাল খুঁজে নেয়। তবে শেষ কোয়ার্টারে পুরোপুরি ভেঙে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ। মাত্র ১৫ মিনিটে হজম করে আরও ৭ গোল। তাতেই ১১-০ গোলের বিশাল ব্যবধানে পরাজয়ের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশ দলকে।
আজ বাংলাদেশ পুরুষ দলের খেলা নেই। আগামীকাল ছেলেরা লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে। প্রথম ম্যাচে হংকংকে গতকাল ৩-০ গোলে হারায় তারা। কাল দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে মেয়েরা। দুটি ম্যাচই চীন সময় বিকেলে।