ব্যাটিংয়ে যশস্বী জয়সোয়াল আর আম্পায়ারিংয়ে শরফুদ্দৌলা সৈকত—এমন পরিস্থিতিতে কিছু একটা যেন ঘটবেই। গত কয়েক মাসের একাধিক ঘটনা তা-ই বলে। এবার এজবাস্টন টেস্টে আবারও আলোচনায় ভারতীয় ওপেনার ও বাংলাদেশি আম্পায়ার।

না, দুজনে একে অপরের মুখোমুখি হয়ে পড়েননি। বরং জয়সোয়ালকে নিয়ে শরফুদ্দৌলার সিদ্ধান্তে বিতর্কে জড়িয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তবে দিন শেষে যা হয়েছে, তাতে শরফুদ্দৌলার সিদ্ধান্তই সঠিক প্রমাণিত হয়েছে।

ঘটনাটি ইংল্যান্ড-ভারত দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষ বিকেলের। ভারতের দ্বিতীয় ইনিংসের অষ্টম ওভারে জয়সোয়ালের বিরুদ্ধে এলবিডব্লুর আবেদন করেন ইংলিশ পেসার জশ টাং। দায়িত্বে থাকা শরফুদ্দৌলার আঙুল তুলে জয়সোয়ালকে আউট ঘোষণা করেন।

সিদ্ধান্তটি ইংল্যান্ডকে খুশি করলেও জয়সোয়াল ছিলেন দ্বিধাগ্রস্ত। আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করবেন কি না, এ নিয়ে কথা বলেন সঙ্গী লোকেশ রাহুল। বেশ সময় নিয়েই রিভিউ নেওয়ার কথা জানান জয়সোয়াল, নিয়মানুযায়ী শরফুদ্দৌলা সেটি তৃতীয় আম্পায়ারের কাছে পাঠিয়ে দেন।

ঘটনার এ পর্যায়ে স্টোকস ছুটে যান শরফুদ্দৌলার দিকে। তাঁর দাবি, রিভিউ নেওয়ার ১৫ সেকেন্ডের নির্ধারিত সময় পেরিয়ে গেছে। রিভিউ নেওয়ার সুযোগ আর নেই। এ সময় শরফুদ্দৌলা তাঁকে জানান, সময়ের মধ্যেই জয়সোয়াল রিভিউ নিয়েছেন। তবে নিয়মের মধ্যেই রিভিউ হয়েছে জানালেও স্টোকস সেটি মানতে রাজি নন। বেশ কিছুটা সময় স্টোকস তর্ক করে যেতে থাকেন আম্পায়ারের সঙ্গে। এর মধ্যে ম্যাচের অপর আম্পায়ার ক্রিস গাফানিও এসে যোগ দেন। পুরো দৃশ্যপটে স্টোকসকে বেশ অসন্তুষ্ট দেখা গেছে।

এদিকে টিভি আম্পায়ার পল রাইফেল পর্যালোচনা করে দেখতে পান, জয়সোয়াল আউটই ছিলেন। চূড়ান্ত সিদ্ধান্ত জানার পর মাঠ ছাড়েন জয়সোয়াল, ভারত হারায় একটি রিভিউ। অর্থাৎ শরফুদ্দৌলার আউটের সিদ্ধান্ত সঠিকই ছিল—মাঝখানে জয়সোয়ালের মনে হয়েছে আম্পায়ার সঠিক সিদ্ধান্ত দেননি, স্টোকসের মনে হয়েছে আম্পায়ার নির্ধারিত সময়ের পরে রিভিউ নেওয়ার সুযোগ দিয়েছেন।

এর আগে ভারতের প্রথম ইনিংসেও জয়সোয়ালের বিরুদ্ধে আউটের আবেদনে সঠিক ছিলেন শরফুদ্দৌলা। তখন ক্রিস ওকসের বলে জয়সোয়ালকে এলবিডব্লু দেননি শরফুদ্দৌলা, সিদ্ধান্ত চ্যালেঞ্জ স্টোকস রিভিউ নিলেও ‘আম্পায়ার্স কল’ বহাল থাকে। গত ডিসেম্বরে বোর্ডার-গাভাস্কার ট্রফির মেলবোর্ন টেস্টে জয়সোয়ালকে তৃতীয় আম্পায়ার হিসেবে আউট দিয়ে ব্যাপকভাবে আলোচিত হয়েছিলেন শরফুদ্দৌলা।

চলমান ইংল্যান্ড-ভারত সিরিজে এজবাস্টন টেস্টসহ দুটি ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করার কথা শরফুদ্দৌলার। এখন পর্যন্ত এজবাস্টন টেস্টে ৭টি সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়েছে ভারত ও ইংল্যান্ড। এর মধ্যে ব্রাইডন কার্সের বিরুদ্ধে মোহাম্মদ সিরাজের এলবিডব্লুর নটআউট সিদ্ধান্ত বাদে আর একটিও সফল হয়নি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শরফ দ দ ল র আম প য় র র জয়স য় ল র

এছাড়াও পড়ুন:

দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে ব্যর্থ হলে সরকার নিজের মতো সিদ্ধান্ত নেবে

জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক-নির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে, তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে।

আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ‘জরুরি সভায়’ এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে সেখানে এক সংবাদ সম্মেলনে সরকারের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সংবাদ সম্মেলনে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে বলা হয়েছে, সনদের সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট হবে। গণভোটে প্রস্তাব পাস হলে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে।

তবে গণভোট কবে হবে, সে সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের ওপর ছেড়ে দিয়েছে ঐকমত্য কমিশন। সরকার সিদ্ধান্ত নেবে গণভোট কি জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে হবে, নাকি আগে হবে। এসব সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলো পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। এ রকম পরিস্থিতিতে আজ জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

সংবাদ সম্মেলনে কথা বলছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল

সম্পর্কিত নিবন্ধ