ছায়াসঙ্গী
একদিন ফড়িং হয়ে
কচি সবুজ ঘাসের ডগায় বসে
অপলক তাকিয়ে শুধু
মানুষ দেখেছি।
আর একদিন
জমির আইল ধরে হাঁটতে হাঁটতে
ছায়া হয়ে চলে গেছি
দূরের কোনো দেশে
অন্য রকম মানুষের দেশে,
আমি এক ছায়াসঙ্গী।
নতুন যাত্রাঘুম ভাঙতেই দেখেছি আমি
নতুন রবির কিরণ
ভুলেই গেছি গত দিনের
যত মনের পীড়ন
নতুন দিন, নতুন সময়
হবে নতুন যাত্রা
বৈচিত্র্যময় জীবনে যোগ
হবে নতুন মাত্রা
আমি একটা মানুষআমি তো আর মেশিন নই,
মুখস্থ কথা বলব।
বোতাম চাপলেই আর সবাইকে
খুশি করে চলব।
আমি একটা মানুষ
আমি শুধু জানি,
আমি একটা মানুষ।
মেশিনেরও কিন্তু কষ্ট হয়,
বুকে হয় জ্বালা।
হঠাৎ করে বিকল হয়ে
স্থির অবলা।
আমি একটা মানুষ।
আমি শুধু জানি,
আমি একটা মানুষ।
মেশিনের কোনো অনুভূতি নেই।
তবুও হয় কষ্ট।
হঠাৎ উচ্চ রক্তচাপে
সেও কিন্তু হয় নষ্ট।
আমি একটা মানুষ।
আমি শুধু জানি,
আমি একটা মানুষ।
মেশিন মেশিন বলছো শুধু,
যন্ত্র বললেই পারো।
কী বলব, আর কী বলব না,
এবার আমায় ছাড়ো।
আমি একটা মানুষ।
আমি শুধু জানি,
আমি একটা মানুষ।
মেশিনের এক বোতাম চেপেই
থামাও তুমি যত,
আমার মনটা নিয়ন্ত্রণহীন
চলে নিজের মতো।
আমি একটা মানুষ।
আমি শুধু জানি,
আমি একটা মানুষ।
বাস্তবতাআকাশ দেখেছি
সাগর দেখেছি
দেখেছি পাহাড় আর সমতল।
ঘর দেখেছি
দেখেছি স্বপ্ন
শুধু ভালোবাসাটাই নিষ্ফল।
যা কিছু হারিয়ে যায়পুরোনো কিছু
হারিয়ে গেলে,
যার সাথে শুরুটা হয়,
হারিয়ে গেলে,
অন্য রকম ভালো লাগা,
হারিয়ে গেলে,
কষ্ট হয়!
এখানে কতবার থেমেছি
একটু বিরতি,
এক কাপ চা,
ভালো লাগা,
হারিয়ে গেছে
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন