Prothomalo:
2025-11-03@12:55:12 GMT

হঠাৎ করে বিকল হয়ে স্থির অবলা

Published: 10th, July 2025 GMT

ছায়াসঙ্গী

একদিন ফড়িং হয়ে

কচি সবুজ ঘাসের ডগায় বসে

অপলক তাকিয়ে শুধু

মানুষ দেখেছি।

আর একদিন

জমির আইল ধরে হাঁটতে হাঁটতে

ছায়া হয়ে চলে গেছি

দূরের কোনো দেশে

অন্য রকম মানুষের দেশে,

আমি এক ছায়াসঙ্গী।

নতুন যাত্রা

ঘুম ভাঙতেই দেখেছি আমি

নতুন রবির কিরণ

ভুলেই গেছি গত দিনের

যত মনের পীড়ন

নতুন দিন, নতুন সময়

হবে নতুন যাত্রা

বৈচিত্র্যময় জীবনে যোগ

হবে নতুন মাত্রা

আমি একটা মানুষ

আমি তো আর মেশিন নই,

মুখস্থ কথা বলব।

বোতাম চাপলেই আর সবাইকে

খুশি করে চলব।

আমি একটা মানুষ

আমি শুধু জানি,

আমি একটা মানুষ।

মেশিনেরও কিন্তু কষ্ট হয়,

বুকে হয় জ্বালা।

হঠাৎ করে বিকল হয়ে

স্থির অবলা।

আমি একটা মানুষ।

আমি শুধু জানি,

আমি একটা মানুষ।

মেশিনের কোনো অনুভূতি নেই।

তবুও হয় কষ্ট।

হঠাৎ উচ্চ রক্তচাপে

সেও কিন্তু হয় নষ্ট।

আমি একটা মানুষ।

আমি শুধু জানি,

আমি একটা মানুষ।

মেশিন মেশিন বলছো শুধু,

যন্ত্র বললেই পারো।

কী বলব, আর কী বলব না,

এবার আমায় ছাড়ো।

আমি একটা মানুষ।

আমি শুধু জানি,

আমি একটা মানুষ।

মেশিনের এক বোতাম চেপেই

থামাও তুমি যত,

আমার মনটা নিয়ন্ত্রণহীন

চলে নিজের মতো।

আমি একটা মানুষ।

আমি শুধু জানি,

আমি একটা মানুষ।

বাস্তবতা

আকাশ দেখেছি

সাগর দেখেছি

দেখেছি পাহাড় আর সমতল।

ঘর দেখেছি

দেখেছি স্বপ্ন

শুধু ভালোবাসাটাই নিষ্ফল।

যা কিছু হারিয়ে যায়

পুরোনো কিছু

হারিয়ে গেলে,

যার সাথে শুরুটা হয়,

হারিয়ে গেলে,

অন্য রকম ভালো লাগা,

হারিয়ে গেলে,

কষ্ট হয়!

এখানে কতবার থেমেছি

একটু বিরতি,

এক কাপ চা,

ভালো লাগা,

হারিয়ে গেছে

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা, আপনার আসনে কে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পেয়েছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন:

ঢাকায় বিএনপির মনোনয়ন পেলেন যারা

ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস

দেখে নিন আপনার আসনে বিএনপির প্রার্থী কে

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ