নারীকে ১১ টুকরা করে হত্যা, স্বামী পলাতক
Published: 10th, July 2025 GMT
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকার বাসায় এক নারীকে ১১ টুকরা করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে নগরের একটি ভবনের নবম তলায় এ ঘটনা ঘটে। এর পর থেকে তাঁর স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনিই হত্যাকারী বলে সন্দেহ করছে পুলিশ।
নিহত ওই নারীর নাম ফাতেমা বেগম। তাঁর স্বামীর নাম মো.
পুলিশ বলছে, ওই নারীকে হত্যায় ছুরি ও চাপাতি ব্যবহার করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশ কেটে টুকরা টুকরা করা হয়েছে। হাড় থেকে মাংস কেটে ফেলা হয়েছে। ১১টি টুকরা ঘরের মেঝেতে ফেলে রেখে পালিয়ে যান খুনি।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, রাতে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
ওসি মোহাম্মদ কামরুজ্জামান আরও বলেন, ১০ বছর আগে সুমনের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। তাঁদের আট বছর বয়সী একটি সন্তান রয়েছে। সুমন পেশায় পিকআপচালক। ঘটনার সময় বাসায় তাঁরা স্বামী-স্ত্রী ছিলেন। একমাত্র সন্তান ছিলেন আত্মীয়ের বাসায়।
পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় স্ত্রীকে খুন করা হয়েছে বলে জানিয়েছেন ওসি কামরুজ্জামান। তিনি বলেন, পারিবারিক কলহের জেরে এই খুনের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে ফাতেমা ও সুমনের মধ্যে ঝগড়া চলে আসছিল। নিহত ফাতেমার পুরো শরীরে আঘাতের চিহ্ন। তাঁর পুরো শরীর ক্ষতবিক্ষত করার পর কেটে ১১ টুকরা করা হয়।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঢাকায় এসিসি সভা, আসতে রাজী নয় ভারত
আগামী ২৪ জুলাই ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। তবে, বাংলাদেশে এসে এসিসি সভায় যোগ দিতে রাজি নয় ভারতের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। এরই মধ্যে তারা এসিসিকে বিষয়টি জানিয়েছে। বাংলাদেশ থেকে সভা সরিয়ে নিলে কিংবা অনলাইনে করলেই ভারত যোগ দিতে পারবে বলে জানিয়েছে।
ভারতের ‘স্পোর্টস তক’ এক প্রতিবেদনে বলেছে, ‘‘বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতা চলছে, সেই প্রেক্ষাপটে সেখানে ভ্রমণ করা উপযুক্ত নয়। আমরা আনুষ্ঠানিকভাবে এসিসিকে জানিয়ে দিয়েছি যেন পরবর্তী বৈঠকের ভেন্যু সরিয়ে নেওয়া হয়।’’
সম্প্রতি ভারত বাংলাদেশেও দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে তাদের আসার কথা ছিল। কিন্তু, আগামী বছরের সেপ্টেম্বরে তাদের সফর পিছিয়ে গেছে।
আরো পড়ুন:
শূন্য থেকে শুরু বিপিএলের প্রস্তুতি
লর্ডস টেস্টে টস জিতে ব্যাট করছে ইংল্যান্ড
এসিসির চেয়ারম্যান মহসীন নাকভি এসিসির সদস্যভুক্ত দেশগুলোকে এরই মধ্যে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া সভার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ওই সময়ে বাংলাদেশ-পাকিস্তান সিরিজও অনুষ্ঠিত হবে। সব ম্যাচ হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
নানা কারণে এসিসির এবারের সভাটি গুরুত্বপূর্ণ। সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ভারতে। কিন্তু, পাকিস্তান ভারত সফর করবে না; তা আগে থেকেই জানা। ফলে এই টুর্নামেন্ট হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। ৫-২১ সেপ্টেম্বর চলবে এই প্রতিযোগিতা।
ঢাকা/ইয়াসিন