যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে উপদেষ্টার বৈঠক
Published: 11th, July 2025 GMT
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ট্যারিফ আলোচনার অংশ হিসেবে গত বৃহস্পতিবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) অ্যাম্বাসাডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১১টায় ওয়াশিংটন ডিসিতে ইউএসটিআরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য, শুল্ক নীতি এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তৃত আলোচনা হয়। বিশেষভাবে গুরুত্ব পায় চলমান ট্যারিফ আলোচনা, যা দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্বে নতুন মাত্রা যোগ করতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বৈঠকে দুই পক্ষই পারস্পরিক লাভ ও সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এই আলোচনা তিন দিনব্যাপী দ্বিতীয় দফার অংশ, যার দ্বিতীয় দিন ছিল বৃহস্পতিবার। উভয় দেশের সিনিয়র কর্মকর্তাদের অংশগ্রহণে বৈঠকগুলো হয়েছে অত্যন্ত ফলপ্রসূ ও গভীর বিশ্লেষণমূলক।
বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন- বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড.
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউএসটিআরের পাশাপাশি কৃষি, শ্রম, পরিবেশ, প্রাকৃতিক সম্পদ, ট্রেজারি বিভাগ, উদ্ভাবন ও মেধাস্বত্ব এবং বিনিয়োগ–সংক্রান্ত বিভিন্ন সংস্থার সিনিয়র প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টায় পুনরায় বৈঠকে বসে দুই পক্ষ। শুক্রবারও আলোচনা চলবে বলে জানানো হয়েছে।
ঢাকা/হাসান/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র র উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
বিএলআরআই নিয়োগবিধিতে বৈষম্যের অভিযোগে গবিতে মানববন্ধন
বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের (বিএলআরআই) নিয়োগবিধিতে সমন্বিত বিএসসি ডিগ্রি অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে মানববন্ধন করেছে গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থীরা।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন করেন তারা।
আরো পড়ুন:
সুদানে গণহত্যার প্রতিবাদে জাবি ও জবিতে মানববন্ধন
ইবিতে ছাত্রীর পোশাক নিয়ে শিক্ষকের কটূক্তি, শিক্ষার্থীদের প্রতিবাদ
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘অধিকারের নামে কেন এই বৈষম্য?’, ‘কম্বাইন্ড ডিগ্রিধারী ছাত্র-ছাত্রী চাই ন্যায্য সম্মান’, ‘কম্বাইন্ড ডিগ্রি অপরাধ নয়’, ‘ভেটেরিনারি একটাই পরিবার, কম্বাইন্ড ডিগ্রিতে সমান অধিকার’, ‘কম্বাইন্ড ডিগ্রিধারী ছাত্র-ছাত্রী চাই ন্যায্য সম্মান’, ‘ভেটেরিনারি পরিবারে সমান অধিকার’, ‘সমন্বিত শিক্ষা দেশের সম্মান’, ‘আদিম পশু পালনে নয়, বরং সমন্বিত ভেটেরিনারি শিক্ষা দেশের সম্মান’ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
শিক্ষার্থীরা জানান, দ্রুত সময়ের মধ্যে নিয়োগবিধি সংশোধন না হলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
এ সময় গবি ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য মো. হুমায়ুন কবির বলেন, “বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট কম্বাইন্ড ডিগ্রিধারীদের নিয়োগে বৈষম্য করছে। এটি আমাদের প্রতি স্পষ্ট অবিচার। আমরা ইতোমধ্যে প্রাণিসম্পদ ও মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার ম্যামসহ বিএলআরআই কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছি। কিন্তু তারা বারবার বিষয়টি উপেক্ষা করছে। আমরা এর স্থায়ী সমাধান চাই।”
আরেক শিক্ষার্থী মো. মাহিদুজ্জামান সিয়াম বলেন, “দেশের প্রাণিসম্পদ উন্নয়নের বৃহত্তর স্বার্থে ২০১৬ সালে গণ বিশ্ববিদ্যালয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর উদ্যোগে কম্বাইন্ড ডিগ্রি চালু হয়। পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও এই কোর্স চালু করা হয়। আমরা পশু চিকিৎসা ও পশু পালন—উভয় বিষয়ে সমন্বিত জ্ঞান অর্জন করি। অথচ বিএলআরআই আমাদের কোনো গবেষণা বা চাকরির সুযোগ দিচ্ছে না। এটি বৈষম্যমূলক ও স্বৈরাচারী আচরণ।”
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেন এবং সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় হস্তক্ষেপ দাবি করেন।
ঢাকা/সানজিদা/মেহেদী