যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে উপদেষ্টার বৈঠক
Published: 11th, July 2025 GMT
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ট্যারিফ আলোচনার অংশ হিসেবে গত বৃহস্পতিবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) অ্যাম্বাসাডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১১টায় ওয়াশিংটন ডিসিতে ইউএসটিআরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য, শুল্ক নীতি এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তৃত আলোচনা হয়। বিশেষভাবে গুরুত্ব পায় চলমান ট্যারিফ আলোচনা, যা দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্বে নতুন মাত্রা যোগ করতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বৈঠকে দুই পক্ষই পারস্পরিক লাভ ও সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এই আলোচনা তিন দিনব্যাপী দ্বিতীয় দফার অংশ, যার দ্বিতীয় দিন ছিল বৃহস্পতিবার। উভয় দেশের সিনিয়র কর্মকর্তাদের অংশগ্রহণে বৈঠকগুলো হয়েছে অত্যন্ত ফলপ্রসূ ও গভীর বিশ্লেষণমূলক।
বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন- বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড.
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউএসটিআরের পাশাপাশি কৃষি, শ্রম, পরিবেশ, প্রাকৃতিক সম্পদ, ট্রেজারি বিভাগ, উদ্ভাবন ও মেধাস্বত্ব এবং বিনিয়োগ–সংক্রান্ত বিভিন্ন সংস্থার সিনিয়র প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টায় পুনরায় বৈঠকে বসে দুই পক্ষ। শুক্রবারও আলোচনা চলবে বলে জানানো হয়েছে।
ঢাকা/হাসান/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র র উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
পাল্টা শুল্ক নিয়ে আলোচনা করতে কাল যুক্তরাষ্ট্র যাচ্ছে বাংলাদেশের দল
পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফার আলোচনা শেষ পর্যন্ত সশরীর হতে যাচ্ছে। ২৯ জুলাই মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অনলাইনে হওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্র সশরীর বৈঠক করতে রাজি হয়েছে।
আজ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যসচিব মাহবুবুর রহমান। বাণিজ্যসচিব জানান, আগামীকাল সোমবার রাতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে একটি দল ঢাকা ছাড়ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক হবে পরশু দিন।
বাণিজ্যসচিব বলেন, ‘শুল্ক চুক্তির খসড়া পাওয়ার পর কয়েক দফায় কাজ করেছি। ওয়াশিংটনে দুই দফা সরাসরি এবং অনলাইনে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রতিনিধি ও অংশীজনদের সঙ্গে বৈঠকের পর ২৩ জুলাই আমাদের চূড়ান্ত অবস্থান যুক্তরাষ্ট্রকে জানিয়েছি। এরপর তাদের কাছে নতুন করে সময় চেয়েছি। সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয় ২৯ ও ৩০ জুলাই সরাসরি বৈঠকের জন্য সময় দিয়েছে।’
বাংলাদেশের পক্ষ থেকে ইউএসটিআরের সঙ্গে আলোচনা করতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্যসচিব ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী যাবেন বলে জানা গেছে।
বাণিজ্যসচিব মাহবুবুর রহমান জানান, ‘দুই দিনের বৈঠকের পর ৩১ জুলাই সেখানে আরেকটি বৈঠক হতে পারে। যেহেতু তাদের সঙ্গে আলোচনা চলছে, ফলে নির্ধারিত সময়সীমা আগামী ১ আগস্টের মধ্যেই হয়তো শুল্কের বিষয়ে ফলাফল ঘোষণা হয়ে যাবে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২ এপ্রিল বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের জন্য পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। পাঁচ দিনের মাথায় ৭ এপ্রিল যুক্তরাষ্ট্রকে দুটি চিঠি পাঠায় বাংলাদেশ। পরে ৯ এপ্রিল ট্রাম্প প্রশাসন পাল্টা শুল্ক আরোপ তিন মাসের জন্য স্থগিত করে। তিন মাসের শেষ সময় ছিল ৯ জুলাই।
আগের দিন ৮ জুলাই ট্রাম্প নতুন করে ঘোষণা দিয়ে জানান, বাংলাদেশের জন্য পাল্টা শুল্কহার হবে ৩৫ শতাংশ, যা আগামী ১ আগস্ট থেকে হবে। বর্তমানে গড়ে ১৫ শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে বাংলাদেশ। নতুন হার কার্যকর হলে তখন মোট শুল্ক দাঁড়াবে ৫০ শতাংশ।