কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের চেকপোষ্টে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
Published: 12th, July 2025 GMT
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের চেকপোষ্টে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২০-৩৪৩৫) জব্দ করা হয়।
আটকরা হলো- নেত্রকোনা জেলার বারহাট্রা থানাট অতীতপুর গ্রামের আ: গনির ছেলে আ: হাসি (২৮) ও লালমানিরহাট সদর থানার হিরামানিক এলাকার মকবুল হোসেনের ছেলে শাকিনুর রহমান (২৬)।
শনিবার (১২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানা (ওসি) ওয়াহিদ মোরশেদ। এরআগে শুক্রবার (১১ জুলাই) রাত ১১ টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী লেনে বন্দর থানার লাঙ্গলবন্দ ব্রীজের পশ্চিম পার্শ্বে চেকপোষ্ট বসিয়ে তল্লাশিকালে ওই গাঁজাসহ দুই কারবারিকে আটক করা হয়।
কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) ওয়াহিদ মোরশেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী লেনে লাঙ্গলবন্দ ব্রীজের পশ্চিম পার্শ্বে চেকপোষ্ট বসিয়ে ১২ কেজি গাঁজা ও একটি পিকআপসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ক রব র
এছাড়াও পড়ুন:
আষাঢ়ের সন্ধ্যায় বাদলের সুর
কখনো হৃদয়ের ব্যাকুলতা, অভিমান; কখনো দ্রোহ, প্রেম আর বিরহ—আষাঢ়ের ঝলমলে সন্ধ্যায় হৃদয় নিংড়ে সুরের মায়াজাল ছড়ালেন রবীন্দ্রসংগীতশিল্পী শামা রহমান। রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশের কবিতার ছন্দে তাঁকে সঙ্গ দিলেন অভিনেতা, নির্দেশক আফজাল হোসেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে ‘মায়া-বাদল দিনের প্রথম কদম ফুল’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ। গান ও কবিতার যুগলবন্দীতে তন্ময় ছিলেন দর্শকেরা। সুর আর ছন্দের মূর্ছনা ছড়ালেন শামা ও আফজাল।
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই হোটেলটির বলরুম পূর্ণ হতে থাকে। তখন সন্ধ্যা ছয়টা, মঞ্চের সব আলো নিভে গেছে। মিলনায়তনজুড়ে ঘনঘোর অন্ধকার। চারপাশে মেঘ গুড়গুড় শব্দ। মেঘভাঙা বৃষ্টির ছন্দের তালে ছাতা হাতে মঞ্চের সামনে এলেন উপস্থাপক সারাহ আলম।
তিনি বললেন, ‘এই বাদল সন্ধ্যায়, যখন জানালার কাচে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে, তখন হৃদয়জুড়ে কদম ফুলের ঘ্রাণ, ঠিক তখনই শুরু হচ্ছে মায়া–বাদল দিনের প্রথম কদম ফুল।’
গান ও কবিতার যুগলবন্দীতে তন্ময় ছিলেন দর্শকেরা