শুধু সংকট হলেই প্রধান উপদেষ্টা ডাকেন: রুহিন হোসেন
Published: 23rd, July 2025 GMT
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেছেন, দেশে সংকট হলেই শুধু প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডাকেন এবং দেখান যে সবাই একমত। এর পর থেকে সরকার রাজনৈতিক দলের পরামর্শ গ্রহণ না করলে প্রধান উপদেষ্টার এমন আহ্বানে সাড়া দেবেন না তাঁরা।
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির পরদিন সেখানে ছাত্রবিক্ষোভ এবং সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ-ভাঙচুর ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে গতকাল রাতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ চারটি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেখানে গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা ফ্যাসিবাদের বিরুদ্ধে দলগুলোর ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান জানান। অপর দিকে দলগুলোর পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও শক্ত অবস্থান নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এরপর আজ বিকেলে ১৩টি দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওই বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিপিবি নেতা রুহিন হোসেন।
বৈঠকে গোপালগঞ্জ ও মাইলস্টোনের ঘটনা নিয়ে কথা বলেছেন জানিয়ে সিপিবির সাধারণ সম্পাদক বলেন, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচির আগে কেন উসকানিমূলক বক্তব্য দেওয়া হলো, সে প্রশ্ন বৈঠকে তুলেছেন। তিনি বলেছেন, অনেকে মনে করে এনসিপি প্রধান উপদেষ্টার প্রশ্রয়ে আছে। সচিবালয়ে বিক্ষোভের ঘটনায় পুলিশি হামলার ঘটনা কেন ঘটল, সেই প্রশ্নও বৈঠকে তুলেছেন।
রুহিন হোসেন বলেন, তাঁরা প্রধান উপদেষ্টাকে বলেছেন, জনগণকে সুশাসন দিতে না পারলে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হবে। কেউ কেউ বলতে পারে, ‘আগের সময়েই ভালো ছিলাম।’ সুতরাং অন্তর্বর্তী সরকারকে এমনভাবে কাজ করতে হবে, যেন এ ধরনের কথা কেউ না বলতে পারে।
বৈঠকে প্রধান উপদেষ্টাকে পতিত স্বৈরাচার ও আধিপত্যবাদের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বলে জানান রুহিন হোসেন। তিনি বলেন, পতিত স্বৈরাচার ফিরে আসতে চাইলে সবাই মিলে প্রতিহত করতে হবে। তাঁদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বল ছ ন
এছাড়াও পড়ুন:
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে প্রাথমিকভাবে বিএনপি নেতা ফজলুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি।
মির্জা ফখরুল বলেন, ‘‘আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ভোটের মাঠে লড়বেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে, ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে।’’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব