সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ছুরিকাহত
Published: 25th, July 2025 GMT
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সংগঠক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরের মদিনা মার্কেট এলাকার বিদ্যানিকেতন বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত তৌফিক ওমর (২২) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগর শাখার সংগঠক। তিনি সুনামগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। তানভীর সিলেট নগরের মোহাম্মদীয়া আবাসিক এলাকার বাসিন্দা হারুনুর রশীদের ছেলে।
পুলিশ ও আহত তৌফিকের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তানভীর বাসা থেকে বের হন। রাত সাড়ে ১১টার দিকে তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে মদিনা মার্কেট এলাকায় ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দা ও তাঁর বন্ধুরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দুর্বৃত্তরা তাঁর বাঁ হাঁটুর ওপরে দুটি ছুরিকাঘাত করে।
তানভীরের বাবা হারুনুর রশীদ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান। ছেলেকে কয়েকজন মিলে ছুরিকাঘাত করেছে বলে তাঁর বন্ধুদের কাছ থেকে জানতে পেরেছেন। তবে কারা কেন এমন হামলা চালিয়েছে, তা তিনি জানেন না।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কে বা কারা এবং কী কারণে হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আহতের অবস্থা এখন আশঙ্কামুক্ত।
এদিকে আজ শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ আয়োজন ঘিরে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাড়তি তৎপরতা দেখা গেছে। এরই মধ্যে এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটে অবস্থান করছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে প্রাথমিকভাবে বিএনপি নেতা ফজলুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি।
মির্জা ফখরুল বলেন, ‘‘আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ভোটের মাঠে লড়বেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে, ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে।’’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব