এক্সের কমিউনিটি নোটসে পরিবর্তন আসছে
Published: 26th, July 2025 GMT
নিজেদের কমিউনিটি নোটসে নতুন সুবিধা যুক্ত করছে এক্স (সাবেক টুইটার)। সুবিধাটি চালু হলে ভিন্নমতাবলম্বীদের পছন্দের পোস্টগুলোও অন্য ব্যবহারকারীরা দেখতে পারবেন। এক্স জানিয়েছে, বর্তমানে নির্বাচিত ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে সুবিধাটি ব্যবহার করতে পারছেন। ভবিষ্যতে ধাপে ধাপে সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করা হবে। একই সঙ্গে এক্সের অ্যালগরিদমও উন্নত করা হচ্ছে।
এক্সের তথ্যমতে, নতুন এ সুবিধার লক্ষ্য হলো এমন পোস্টগুলো সামনে আনা, যেগুলো বিভিন্ন শ্রেণি–পেশা ও মতাদর্শের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। এ জন্য বিতর্কিত বিভিন্ন পোস্টে রেটিং দেওয়ার সুযোগ পাবেন কমিউনিটি নোটসের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। নতুন এই সুবিধা ভিন্ন মতামত, তথ্য বা ভাবনা খুঁজে বের করতে সহায়তা করবে।
আরও পড়ুনএক্সে এআই ভিডিও তৈরি করে দেবে পারপ্লেক্সিটি চ্যাটবট২৫ জুন ২০২৫কমিউনিটি নোটসের পক্ষ থেকে এক্সে প্রকাশিত এক পোস্টে বলা হয়েছে, ‘আজ থেকে পরীক্ষামূলক গ্রুপের ব্যবহারকারীদের রেটিং অন্যদের কাছেও দৃশ্যমান হবে। যেসব পোস্ট একটি নির্দিষ্টসংখ্যক ইতিবাচক রেটিং পাবে, সে পোস্টে একটি বিশেষ বার্তা দেখা যাবে। বার্তায় উল্লেখ থাকবে, পোস্টটি ভিন্নমতাবলম্বীদের কাছেও গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে।’
আরও পড়ুনএক্সে চালু হচ্ছে বার্তা আদান–প্রদানের নতুন সুবিধা ‘এক্সচ্যাট’০২ জুন ২০২৫প্রসঙ্গত, কমিউনিটি নোটস মূলত ব্যবহারকারীদের সহযোগিতায় ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য যাচাই ব্যবস্থা। এর মাধ্যমে পোস্টে থাকা তথ্যের সত্যতা যাচাই করে মতামত যুক্ত করতে পারেন নির্দিষ্ট ব্যবহারকারীরা। নতুন এই উদ্যোগের মাধ্যমে তথ্য যাচাইয়ের পাশাপাশি ভিন্নমতাবলম্বীদের পছন্দের পোস্টগুলোও অন্য ব্যবহারকারীদের কাছে প্রদর্শনের সুপারিশ করতে পারবেন তাঁরা।
সূত্র: ম্যাশেবল
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র
এছাড়াও পড়ুন:
অন্তর্বর্তী সরকার না চাইলে ‘মব সন্ত্রাসের’ ঘটনাগুলো ঘটতে পারত না: বাম গণতান্ত্রিক জোট
গণ-অভ্যুত্থানের পর দেশে যে ‘মব’ সন্ত্রাসের শুরু হয়েছিল, সেটা এখনো চলছে এবং নগ্ন রূপ নিয়েছে বলে অভিযোগ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। অন্তর্বর্তী সরকার না চাইলে এমন ঘটনাগুলো ঘটতে পারত না বলেও মন্তব্য করেছেন তাঁরা। জোটের নেতারা বলেছেন, মব নিয়ে অন্তর্বর্তী সরকারের ভাব এমন যে খারাপ কিছু তো করছে না।
আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের নেতারা এ কথা বলেন। মব সন্ত্রাস ও মাজার-খানকায় হামলা বন্ধসহ সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে যথাসময়ে নির্বাচনের দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল।
সমাবেশে সভাপতির বক্তব্যে বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর যে মব শুরু হয়েছিল, সেই মব এখনো দূর হয়নি। বরং নগ্ন রূপ নিয়েছে।...তাহলে ইউনূস সাহেব (প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস) তখন কী করলেন?’
সরকার না চাইলে এ ধরনের ঘটনা ঘটতে পারে না মন্তব্য করে রুহিন হোসেন বলেন, মব নিয়ে সরকারের উপদেষ্টারা আকারে-ইঙ্গিতে যা বলেন, তাতে ভাবটা এ রকম যে খারাপ কিছু করছে না। অন্তর্বর্তী সরকার এসব ঘটনার দায় এড়াতে পারবে না।
দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে সিপিবির সাধারণ সম্পাদক বলেন, সংস্কারের নামে শ্রমিক–কৃষক–মেহনতি মানুষের স্বার্থ রক্ষা করছেন না, কিন্তু সংবিধানের চার মূলনীতি পরিবর্তন করতে চান। অবিলম্বে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করেন।
‘মব’ সন্ত্রাস ও মাজার-খানকায় হামলা বন্ধসহ সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে যথাসময়ে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বাম গণতান্ত্রিক জোটের নেতা–কর্মীরা। আজ সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে