সান্ডারল্যান্ডের কিউবা মিচেল এখন বাংলাদেশি ক্লাবে
Published: 28th, July 2025 GMT
ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলা কিউবা মিচেলকে দলে ভেড়াল বসুন্ধরা কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য আজ ছিল নিবন্ধনের শেষ দিন। আর শেষ দিনে চমক দেখিয়ে কিউবা মিচেলকে নিবন্ধন করিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা। খবরটা প্রথম আলোকে নিশ্চিত করেছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।
তিন মৌসুমের জন্য মিচেলের সঙ্গে চুক্তি করেছে বসুন্ধরা কিংস। ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-১৮ দলের হয়েও ২৫ ম্যাচ খেলেছেন। গত জুনে বাংলাদেশের পাসপোর্টও হাতে পান মিচেল। এখন ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদনের অপেক্ষায় তিনি। সেই ধাপ শেষ হলে বাংলাদেশের হয়ে খেলতেও আর কোনো বাধা থাকবে না তাঁর।
এ ছাড়া ২০২৫-২৬ মৌসুমের জন্য কোচ হিসেবে ব্রাজিলের সের্জিও ফারিয়াসের সঙ্গেও চুক্তি করেছে কিংস। ছোট–বড় মিলিয়ে এখন পর্যন্ত ১৫টি দলের ডাগআউটে দাঁড়িয়েছেন ফারিয়াস। সামলেছেন ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্ব। সর্বশেষ ২০২৩ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কুয়েত প্রিমিয়ার লিগের ক্লাব কাজমা স্পোর্টিং ক্লাবের কোচের দায়িত্ব পালন করেন ৫৮ বছর বয়সী এই কোচ।
২০১৮ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছে কিংস। টানা পাঁচ মৌসুম স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের অধীনে দারুণ সাফল্য পায় ক্লাবটি। এরপর গত মৌসুমে অস্কারের চেয়ারে বসেন রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতে। তাঁর সময়ে ফেডারেশন কাপ এবং চ্যালেঞ্জ কাপ জিতলেও লিগ শিরোপা হাতছাড়া করে দলটি।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিটল ইন্স্যুরেন্সের অর্ধবার্ষিকে মুনাফা বেড়েছে
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৫) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৫.৭১ শতাংশ।
রবিবার (২৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:
অর্ধবার্ষিকে ফারইস্ট ফাইন্যান্সের লোকসান বেড়েছে
অর্ধবার্ষিকে মুনাফা থেকে লোকসানে সিঙ্গার
বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তথ্য মতে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩২ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.২৭ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে ০.০৫ টাকা বা ১৮.৫২ শতাংশ।
এদিকে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে বা ৬ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭১ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.৬৯ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে ০.০২ টাকা বা ২.৯০ শতাংশ।
২০২৫ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২.০৪ টাকায়।
ঢাকা/এনটি/মাসুদ