সান্ডারল্যান্ডের কিউবা মিচেল এখন বাংলাদেশি ক্লাবে
Published: 28th, July 2025 GMT
ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলা কিউবা মিচেলকে দলে ভেড়াল বসুন্ধরা কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য আজ ছিল নিবন্ধনের শেষ দিন। আর শেষ দিনে চমক দেখিয়ে কিউবা মিচেলকে নিবন্ধন করিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা। খবরটা প্রথম আলোকে নিশ্চিত করেছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।
তিন মৌসুমের জন্য মিচেলের সঙ্গে চুক্তি করেছে বসুন্ধরা কিংস। ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-১৮ দলের হয়েও ২৫ ম্যাচ খেলেছেন। গত জুনে বাংলাদেশের পাসপোর্টও হাতে পান মিচেল। এখন ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদনের অপেক্ষায় তিনি। সেই ধাপ শেষ হলে বাংলাদেশের হয়ে খেলতেও আর কোনো বাধা থাকবে না তাঁর।
এ ছাড়া ২০২৫-২৬ মৌসুমের জন্য কোচ হিসেবে ব্রাজিলের সের্জিও ফারিয়াসের সঙ্গেও চুক্তি করেছে কিংস। ছোট–বড় মিলিয়ে এখন পর্যন্ত ১৫টি দলের ডাগআউটে দাঁড়িয়েছেন ফারিয়াস। সামলেছেন ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্ব। সর্বশেষ ২০২৩ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কুয়েত প্রিমিয়ার লিগের ক্লাব কাজমা স্পোর্টিং ক্লাবের কোচের দায়িত্ব পালন করেন ৫৮ বছর বয়সী এই কোচ।
২০১৮ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছে কিংস। টানা পাঁচ মৌসুম স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের অধীনে দারুণ সাফল্য পায় ক্লাবটি। এরপর গত মৌসুমে অস্কারের চেয়ারে বসেন রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতে। তাঁর সময়ে ফেডারেশন কাপ এবং চ্যালেঞ্জ কাপ জিতলেও লিগ শিরোপা হাতছাড়া করে দলটি।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।
আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।
ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।
আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫