সান্ডারল্যান্ডের কিউবা মিচেল এখন বাংলাদেশি ক্লাবে
Published: 28th, July 2025 GMT
ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলা কিউবা মিচেলকে দলে ভেড়াল বসুন্ধরা কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য আজ ছিল নিবন্ধনের শেষ দিন। আর শেষ দিনে চমক দেখিয়ে কিউবা মিচেলকে নিবন্ধন করিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা। খবরটা প্রথম আলোকে নিশ্চিত করেছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।
তিন মৌসুমের জন্য মিচেলের সঙ্গে চুক্তি করেছে বসুন্ধরা কিংস। ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-১৮ দলের হয়েও ২৫ ম্যাচ খেলেছেন। গত জুনে বাংলাদেশের পাসপোর্টও হাতে পান মিচেল। এখন ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদনের অপেক্ষায় তিনি। সেই ধাপ শেষ হলে বাংলাদেশের হয়ে খেলতেও আর কোনো বাধা থাকবে না তাঁর।
এ ছাড়া ২০২৫-২৬ মৌসুমের জন্য কোচ হিসেবে ব্রাজিলের সের্জিও ফারিয়াসের সঙ্গেও চুক্তি করেছে কিংস। ছোট–বড় মিলিয়ে এখন পর্যন্ত ১৫টি দলের ডাগআউটে দাঁড়িয়েছেন ফারিয়াস। সামলেছেন ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্ব। সর্বশেষ ২০২৩ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কুয়েত প্রিমিয়ার লিগের ক্লাব কাজমা স্পোর্টিং ক্লাবের কোচের দায়িত্ব পালন করেন ৫৮ বছর বয়সী এই কোচ।
২০১৮ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছে কিংস। টানা পাঁচ মৌসুম স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের অধীনে দারুণ সাফল্য পায় ক্লাবটি। এরপর গত মৌসুমে অস্কারের চেয়ারে বসেন রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতে। তাঁর সময়ে ফেডারেশন কাপ এবং চ্যালেঞ্জ কাপ জিতলেও লিগ শিরোপা হাতছাড়া করে দলটি।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
হিন্দিতে ‘ছাবা’, ‘সাইয়ারা’ চলতি বছর বক্স অফিসে ঝড় তুলেছিল। দক্ষিণি সিনেমার মধ্যে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’, ‘কানতারা: চ্যাপটার ১’ ভালো ব্যবসা করেছে। কিন্তু বাজেটের তুলনায় ব্যবসায়িক সাফল্যে বিচার করলে সবাইকে পেছনে ফেলেছে একটি দক্ষিণি সিনেমা। মাত্র ৭ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে ৯০ কোটি রুপি!
২০২৫ সালের প্রথমার্ধে বড় তারকা ও বাজেটের সিনেমা যেমন হিট হয়েছে, তেমনই কিছু চমকপ্রদ সাফল্য এসেছে ছোট বাজেটের চলচ্চিত্র থেকে। সেই ছোট বাজেটের তামিল ছবি ‘টুরিস্ট ফ্যামিলি’ পুরো বছরকে ছাপিয়ে গেছে, যা এখন ২০২৫ সালের সবচেয়ে লাভজনক সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।
‘টুরিস্ট ফ্যামিলি’: হৃদয়স্পর্শী গল্পের সাফল্য
‘টুরিস্ট ফ্যামিলি’ পরিচালনা করেছেন অভিশান জেভিন্থ, যিনি এটি দিয়ে পরিচালনায় অভিষেক করছেন। সিনেমার কাহিনি শ্রীলঙ্কা থেকে আসা এক তামিল পরিবারের ভারতযাত্রাকে ঘিরে। পরিবারটি অর্থনৈতিক সংকট থেকে ‘উন্নত জীবনের’ আশায় দেশ ছাড়ে।