স্কলাস্টিকা স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ইয়াসমীন মুর্শেদের ইন্তেকাল
Published: 31st, July 2025 GMT
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও স্কলাস্টিকা স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ইয়াসমীন মুর্শেদ আর নেই। বৃহস্পতিবার রাত ৮টা ৩১ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
শুক্রবার (১ আগস্ট) গুলশানের আজাদ মসজিদে জুমার নামাজের পর তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ বেলা ২টা ৩০ মিনিটে উত্তরার স্কলাস্টিকার সিনিয়র ক্যাম্পাসে (সেক্টর ১) নেওয়া হবে। সেখানে বিকেল ৪টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
ইয়াসমীন মুর্শেদ বাংলাদেশের ইংরেজি মাধ্যম শিক্ষার পথিকৃৎদের একজন। ২০০৬ সালে তিনি বাংলাদেশের তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন ওই সরকারে তিনি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন।
ইয়াসমীন মুর্শেদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যৌন হেনস্তার অভিযোগ, মুখ খুললেন ‘৯৬’ তারকা বিজয়
বড় পর্দায় খলনায়ক হিসেবে পরিচিত দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় সেতুপতিকে এবার বাস্তবেও ভিলেন বানানোর চেষ্টা চলছে—এমনটাই দাবি করছেন তিনি নিজেই। সম্প্রতি রাম্যা মোহন নামের এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তা ও আর্থিক লেনদেন ঘিরে গুরুতর অভিযোগ আনেন। তবে সেই পোস্ট এখন মুছে ফেলা হয়েছে। এত দিন বিষয়টি নিয়ে চুপ থাকলেও সম্প্রতি মুখ খুলেছেন বিজয়।
‘ডেকান ক্রনিকল’-এর সঙ্গে এক আলাপচারিতায় বিজয় সেতুপতি জানান, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। অভিনেতা বলেন, ‘যাঁরা আমাকে একটুও চেনেন, তাঁদের কাছে এই অভিযোগ নিছক হাস্যকর মনে হবে। আমি জানি আমি কে। এমন কুরুচিকর অভিযোগে বিচলিত হই না। তবে আমার পরিবার ও কাছের বন্ধুরা এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন। আমি তাঁদের আশ্বস্ত করেছি—চিন্তার কিছু নেই।’
সিনেমার দৃশ্যে বিজয় সেতুপতি। আইএমডিবি